Tuesday, December 12, 2017

বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে সব গুলো পরীক্ষাতে আসা “উপন্যাস” গুলোর সমাধান দেয়া হল ।


বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে সব গুলো পরীক্ষাতে আসা “উপন্যাস” গুলোর সমাধান দেয়া হল ।
                                     MD.Sheikh Sayedi 
                                  sheikhsayedi@gmail.com

১) "কপালকুন্ডলা" কোন প্রকৃতির রচনা? = রোমান্সমূলক উপন্যাস
২) ঘরে বাইরে, উপন্যাসটি কার লেখা? = রবীন্দ্রনাথ ঠাকুর
৩) "দিবারাত্রির" কার লেখা উপন্যাস? = মানিক বন্দ্যোপাধ্যায়
৪) আধ্যাত্মিকা" উপন্যাসের লেখক কে? = প্যারীচাঁদ মিত্র
৫) বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি? = মীর মোশাররফ হোসেন
৬) কোনটি উপন্যাস? = কন্যাকুমারী
৭) "উদাসীন পথিকের মনের কথা" কোন জাতীয় রচনা? = আত্মজৈবনিক উপন্যাস
৮) কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? = মৃত্যুক্ষুধা
৯) উত্তম পুরুষ" উপন্যাসের রচয়িতা কে? = রশীদ করিম
১০) কাশবনের কন্যা" কোন জাতীয় রচনা? = উপন্যাস
১১) রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস? = শেষের কবিতা
১২) শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?= পথের দাবী
১৩) "কাশবনের কন্যা" গ্রন্থটির লেখক কে?= শামসুদ্দীন আবুল কালাম
১৪) কখনো উপন্যাসের লেখেননি? = সুধীন্দ্রনাথ দত্ত
১৫) " পথের দাবি" উপন্যাসের রচয়িতা কে?= শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৬) কোনটি ঠিক?= পথের দাবী( উপন্যাস) 
১৭) কোনটি রবীন্দ্রনাথের রচনা? = চতুরঙ্গ
১৮) বিষাদ-সিন্ধু" কার রচনা?= মীর মশাররফ হোসেন
১৯) সংশপ্তক " কার রচনা?= শহীদুল্লাহ কায়সার
২০) নদী ও নারী" কার রচনা?= হুমায়ন কবির
২১) কোন উপন্যাসটির রচিয়তা রবীন্দ্রনাথ? = ঘরে-বাইরে
২২) শেষের কবিতা" রবীন্দ্রনাথ রচিত?= উপন্যাসের নাম
২৩) শ্রীকান্ত" বইটির লেখক কে? = শরৎচন্দ্র
২৪) "সংশপ্তক" কার রচনা? = শহীদুল্লাহ কায়সার
২৫) দিবারাত্রির কাব্য" কার। লেখা উপন্যাস? = মানিক বন্দ্যোপাধ্যায়
২৬) বিশ শতকের মেয়ে ---উপন্যাসটির রচয়িতা কে? = ড.নীলিমা ইব্রাহিম
২৭) ক্রীতদাসের হাসি" উপন্যাসের লেখক কে?= শওকত ওসমান
২৯) অপরাজিত" উপন্যাসের লেখক? = বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৩০) কাশবনের কন্যা" কোন জাতীয় রচনা?= উপন্যাস
৩১) কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস?= মৃণালিনী
৩২) কোনটি বঙ্গিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস?= রাজসিংহ
৩৩) " বটতলার উপন্যাস' -এর লেখক কে?= রাজিয়া খান
৩৪) বরফ গলা নদী" উপন্যাসের রচিয়তা? = জহির রায়হান
৩৫) "ন্যায়দন্ড" উপন্যাসটি কে রচনা করেন?=  জরাসন্ধ
৩৬) বৈতালিক" উপন্যাসটি কে রচনা করেছেন? = নারায়ণ গঙ্গোপাধ্যায়
৩৭) পথের দাবী" শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি? = উপন্যাস
৩৮) তেইশ নম্বর তৈলচিত্র" উপন্যাসটি কে রচনা করেছেন?= আলাউদ্দিন আল আজাদ
৩৯) আব্দুল্লাহ" উপন্যাসের লেখকের নাম?= কাজী ইমদাদুল হক
৪০) " জাহান্নম হইতে বিদায়" শওকত ওসমান রচিত একটি? = উপন্যাস
৪১) কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস? = শ্রীকান্ত
৪২) বাংলাদেশের চেতনার প্রবাহরীতির উপন্যাস কে লিখেছেন? = জহির রায়হান
৪৩) গৃহদাহ" উপন্যাসের রচনাকাল? = ১৯২০ সালে
৪৩) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? = ইচ্ছামতি
৪৪) কাঁদো নদী কাঁদো, উপন্যাসের লেখক কে? = সৈয়দ ওয়ালীউল্লাহ
৪৫) নিচের কোনটি জহির রায়হানের রচনা? = আরেক ফাল্গুন
৪৬) সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস কোনটি? = কাঁদো নদী কাঁদো
৪৭) কোনটি হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস? = আনন্দ বেদনার কাব্য
৪৮) হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস কোনটি? = নন্দিত নরকে
৪৯) বেনের মেয়ে " উপন্যাসের রচয়িতা কে? = হরপ্রসাদ শাস্ত্রী
৫০) পদ্মরাগ" কোন ধরনের রচনা? = উপন্যাস
৫১) বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক কে? = বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৫২) শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরুস্কার পান? = ক্রীতদাসের হাসি
৫৩) আখতারুজ্জামান ইলিয়াস -এর উপন্যাস কোনটি? = খোয়াবনামা।
৫৪) পথের পাঁচালী" উপন্যাসের রচয়িতা কে?= বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৫৫) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস কোনটি? = দুর্গেশনন্দিনী

৫৬) বাংলা ভাষার  প্রথম সার্থক উপন্যাস কোনটি? = দুর্গেশনন্দিনী
৫৭) কোন উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত? = চিলেকোঠা সেপাই
৫৮) দেবী চৌধুরাণী" উপন্যাসির রচয়িতা কে? = বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৫৯) সূর্যদীঘল বাড়ি" উপন্যাসটির রচয়িতা কে? = আবু ইসহাক
৬০) নীমানা ছাড়িয়ে" উপন্যাসটির রচয়িতা কে? = সৈয়দ শামসুল হক
৬১) নৌকাডুবি, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি? = উপন্যাস
৬২) হাজার বছর ধরে " উপন্যাসটি কার রচনা? = জহির রায়হান
৬৩) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত" পথের পাঁচাী" একটি? = উপন্যাস
৬৪) খোয়াবনাম" উপন্যাসের রচয়িতা কে? = আখতারুজ্জামান ইলিয়াস
৬৫) কাজী নজরুলের উপন্যাস কোনটি?= কুহেলিকা
৬৬)মীর মশাররফ হোসেনের " বিষাদ সিন্ধু" একটি? = উপন্যাস
৬৭)শেষ প্রশ্ন" উপন্যাস কে লিখেন? = শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৬৮)বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? = আলালের ঘরের দুলাল
৬৯)সারেং বৌ" উপন্যাসটি রচয়িতা কে? = শহীদুল্লাহ কায়সার
৭০)কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস? = গোরা
৭১)চতুরঙ্গ" গ্রন্থটি একটি? = উপন্যাস
৭২(তিতাস একটি নদীর নাম" উপন্যাসের রচয়িতা কে? = অদ্বৈত মল্লবর্মণ
৭৩)আলালের ঘরের দুলাল" উপন্যাসটি রচয়িতা কে? = প্যারীচাঁদ মিত্র
৭৪)চাঁদেন অমাবস্যা" উপন্যাসের রচয়িতা কে? = সৈয়দ ওয়ালীউল্লাহ
৭৫) বিরাজ বৌ, উপন্যাসের রচয়িতা? = শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৭৬) জাহান্নম হতে বিদায়" --উপন্যাসটির লেখক কে? = শওকত ওসমান
৭৭) পদ্মনদীর মাঝি " কার লেখা? = মানিক বন্দ্যোপাধ্যায়
৭৮) "রাজসিংহ" উপন্যাস কার রচনা? = বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়
৭৯)"শঙ্খনীল কারাগার" উপন্যাসটি কার লেখা? = হুমায়ূন আহমেদ
৮০) যাপিত জীবন" উপন্যাসের রচয়িতা কে? = সেলিনা হোসেন
৮১) কোন বইটি উপন্যাস? = দিবারাত্রির কাব্য
৮২) পুতুল নাচের ইতিকথা" --উপন্যাসটি কার লেখা? = মানিক বন্দ্যোপাধ্যায়
৮৩) আনন্দের মৃত্যু" উপন্যাসের রচয়িতা কে? সৈয়দ শামসুল হক রচিত একটি গল্প
৮৪) আনন্দমঠ "উপন্যাসের রচয়িতা কে?= বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়
৮৫) পদ্মনদীর মাঝি" মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি? = উপন্যাস
৮৬) শ্রীকান্ত" শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি? = উপন্যাস
৮৭)দেনা পাওনা উপন্যাসের রচয়িতা কে? = শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৮৮)বিশ শতকের মেয়ে" উপন্যাসের রচয়িতা কে? = ড.নীলিমা ইব্রাহিম
৮৯)মোহাম্মদ নজিবর রহমান রচিত উপন্যাস কোনটি? = প্রেমের সমাধি
৯০)দুদিনের খেলাঘর" উপন্যাসের রচয়িতা কে? = আকবর হোসেন
৯১)প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি? = আলালের ঘরের দুলাল
৯২)শেষের কবিতা " উপন্যাসের রচয়িতা কে? = রবীন্দ্রনাথ ঠাকুর
৯৩)"গৃহদাহ" উপন্যাসের রচয়িতা কে? = শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৯৪)ক্রীতদাসের হাসি" উপন্যাসের রচয়িতা কে? = শওকত ওসমান
৯৫)হাঁসুলী বাঁকের উপকথা" উপন্যাসের রচয়িতা কে? = তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৯৬)আরেক ফাল্গুণ" উপন্যাসের রচয়িতা কে? = জহির রায়হান
৯৭)তিতাস একটি নদীর নাম" কোন ধরনের রচনা? = উপন্যাস
৯৮)ম্যাক্সিম গোর্কির "মা" উপন্যাসটি কোন ভাষায় রচিত?= রুশ
৯৯)কোনটি উপন্যাস? = খোয়াবনাম
                                
                                             MD.Sheikh Sayedi 
                                       sheikhsayedi@gmail.com

1 comment:

  1. Betway casino online【WG98.VIP】KIẾM TIỀM TIỀM TIỀM TIỀM
    Online casino betting online【WG98.vip】KIẾM 우리카지노 계열사 TIỀM TIỀM TIỀM TIỀM TIỀM TIỀM TIỀM 인카지노 TIỀM TIỀM TIỀM TIỀM dafabet T-Mobile

    ReplyDelete