Saturday, December 16, 2017

৩৮ তম বিসিএস এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর।


           রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর।
                সম্পাদনায় মোঃ শেখ সাইদী ইবনে সালাম 
                    sheikhsayedi@gmail.com 


@ রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্ম কত সালে এবং কোন মাসে? = ১৮৬১ সালে ৭ মে

@বাংলা কত সালে তিনি জন্ম গ্রহন করে?  = ২৫ শে বৈশাখ ১২৬৮

@তাহার পরিবার কি ধরনের  ছিল?  = জোড়াসাঁকো ঠাকুর পরিবার। 

@তাহার পরিবারের আসল পদবি কী  ছিল?   = কুশরী

@ তাহার বাবার নাম কি ছিল?   = মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর

@ তাহার মাতার নাম কী ছিল?   = সারদা দেবী

@ তাহার কত জন ভাই বোন ছিল এবং রবীন্দ্রনাথের নাম্বার কত?  =চতুর্দশতম সন্তান

@ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এর কত নাম্বার পুত্র ছিল রবীন্দ্রনাথ?  =৮ নাম্বার পুত্র (অষ্টম)

@ তাহার চৈনিক নাম কী?  = চু তেন তান

@ রবীন্দ্রনাথ কি লিখে নোবের পুরস্কার পান? এবং কে ইহার অনুবাদ করে? অনুবাদ কৃতক  বইটির ইংরেজি নাম কি               দেওয়া হয়েছিল?  = গীতাঞ্জলি /W.B Yeat নামের ব্যক্তি / song offering

@  রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান?  = ১৯১৩ সালে

@ প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কি?  কত সালে তা সম্পাদিত করে? =  সবুজপত্র পত্রিকা / ১৯১৪ সালে

@কত সালে রবীন্দ্রনাথ এর গদ্য রচনা রীতি ভিন্ন মোড় নেয়?   = ১৯১৪

@ ভারত সরকার ১৯১৫ সালে তাকে কি  উপাধি  দেয়?  = স্যার বা নাইটহুড

@ কত সালে রবীন্দ্রনাথ তা ত্যাগ করে এবং কেন ?  = ১৯১৯ সালে জালিয়ান ও লাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে

@কত সালে রবীন্দ্রনাথ জার্মানিতে  আইনস্টাইনের সাথে সাক্ষাত করে?  = ১৯৩০ সালে

@ তিনি কি জন্য বিশ্বের কাছে একমাত্র ব্যক্তি?  = জাতীয় সঙ্গিত

@ রাখি উৎসব কে প্রচলন করে এবং  ইহা কি ধরনের উৎসব?  =  রবীন্দ্রনাথ / হিন্দু ও মুসলমান মিলনের জন্য

@ব্রজবুলি ভাষায় কি রচিত হয়েছে?  = ভানুসিংহ ঠাকুর

@ পদাবলী রচনা বলতে কি বোঝায়?  একটি রচনার উদাহরন লিখ?  = গানসমূহ বা গীতি কবিতা / যেমন ভানুসিংহ ঠাকুর হল পতাবলী রচনা। 

@ সর্বকালের শেষ্ঠ বাঙ্গালীর তালিকায় রবীন্দ্রনাথ এর স্থান কত?  কোন সংস্থার জরিপে?  কত সালের জরিপ করা হয়ে ছিল?  = ২০০৪ সালের জরিপ বিবিসি বাংলা / অবস্থান হল দ্বিতীয়।

@ রবীন্দ্রনাথ এর ১৯৩৭ সালে একটি রোগ হয়, এই রোগটির  নামা কি?  = ইরিসিপেলাসের আর এই রোগের জন্য তিনি হঠাৎ অজ্ঞান হয়ে যায়! 

@১৯৪১ সালে তাহার একটি অপরেশন হয় এবং সময় লেগেছির ২৫ মিনিট " এই অপরেশন টির নাম কি ছিল?  = সুপ্রা পিউবিক সিস্টো স্টমি।

@ তিনি কত সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?  = ১৯৪১ সালে

@ তাহার বংশের নাম কি ছির? =  ব্রাক্ষণ বংশ

@ তিনি কত বছর বয়সে কবিতা লিখতে আরম্ভ করেন?  এবং কত বছর বয়সে প্রথম কবিতা প্রকাশিত হয়েছে?  আর কবিতাটির নাম কী?  = ৮ বছর বয়সে কবিতা লিখেছিল /এবং ১৩ বছর বয়সে কবিতা প্রকাশিত হয়েছিল/ কবিতাটির নাম ছির হিন্দুমেলার উপহার। 

@ রবীন্দ্রনাথ ইংরেজি সাহিত্য পাঠের জন্য কোন দেশে যান এবং কত সালে?  = ইংল্যান্ডে ১৮৭৮ সালে। 

@ রবীন্দ্রনাথ এর প্রথম এবং দ্বিতীয় প্রকাশিত কাব্য গ্রন্থে নাম কি?  এবং কত সালে প্রকাশিত হয়েছিল ? 
= প্রথম কাব্যগন্থ হল কবি-কাহিনী (১৮৭৮) এবয় ত্বিতীয়টি হল বনফুল (১৮৮০)  সালে

@ রবীন্দ্রনাথ এর প্রথম প্রকাশিত উপন্যাস এর নাম কি?  =বৌ ঠাকুরাণীর হাট

@ রবীন্দ্রনাথ এর প্রথম নাটকের নাম কি?=  বাল্মীকি প্রতিভা

@রবীন্দ্রনাথ এর প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি?  = ভিখারিণী

@রবিন্দ্রনাথ এর প্রথম প্রকাশিত প্রবন্ধগন্থ এর নাম কি?  = বিবিধ প্রসঙ্গ( ১৮৮৩)
@ রবিন্দ্রনাথ  এর জীবনে কতটি নাটকের অভিনয় করেছে এবং নাটক গুলো কার লিখা?  = ১৩ টি আর নিজেই  লিখেছেন তিনি

@ রবিন্দ্রনাথ  পূরবী কাব্যটি  কাকে উৎসর্গ করে এবং কত সালে?আর্জেন্টিনার ভিক্টোরিয়া কে

@ রবিন্দ্রনাথ  সর্বশেষ বিদেশে যাত্রা করে কোন দেশে?  = সিংহল (১৯৩৪)

@ রবিন্দ্রনাথ বিজয়া নাম দিয়েছিল কাকে?  = ভিক্টোরিয়া কে.

@ রবীন্দ্রনাথ একটির উৎসব এর সূচনা করে এই হার নাম কি?  = রাখিবন্ধন

@ রবীন্ত্রনাথ এর স্ত্রীর নাম কি?  এবং স্ত্রীর নাম পরিবর্তন করে কি নাম রাখে? =নাম হল ভবতারিনী দেবী এবং পরিবর্তিত নাম হল মৃণালিনী দেবী।

@ রবীন্দ্রনাথ এর সন্তানাদি  কত জন?  = [ ৫ জন,]  তিন মেয়ে  দুই ছেলে।

@ তাহার স্ত্রী কত সালে মৃত্যু হয়?  = ১৯০২ সালে।

@ রবীন্দ্রনাথ কত সালে ব্রাক্ষ সমাজের দায়িত্ব গ্রহন করেন?  = ১৮৮৪'সালে।

@ রার্জাষি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছির?  = বালক পত্রিকায়

@ তিনি কত সালে শান্তিনিকেতনে বসবাস  শুরু করে? =  ১৯০১ সালে

@ রবীন্দ্রনাথ যে বিদ্যালয়টি স্হাপন করেছিল ইহার নাম কী?  এবং কত সালে?  = ব্রক্ষচর্যাশ্রমকে (১৯০১)

@ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কত সালে রুপার্ন্তিত হয়? এবং,কোন স্কুলটি থেকে?  = ১৯২১ সালে  ব্রক্ষচর্যাশ্রম থেকে।

@কত সালে এবং কোন মাসে গীতাঞ্জলি কাব্যটা চুরি হয়?  = ২০০৪ সালে ২৪ শে মার্চ রাতে চুরা হয়

@ তাকে অক্সর্ফোড বিশ্ববিদ্যালয় থেকে কি উপাধি দেয় এবং কত সালে?  = ডি -লিট উপাধি (১৯৩৬)

@ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কি উপাধি দেয় তাকে?  = ডি লিট

@ রবীন্দ্রনাথ এর ছোট গল্প গুলি কোথায় সংকলিত করা হয়েছে?  = গল্পগুচ্ছ 
এর তিন খন্ডে

@ রবীন্দ্রনাথ এর প্রধান কাব্য গন্থগুলো কি কি লিখ?  = (সোনার তরী) দিয়ে (চৈতালী) যাওয়ার পথে (কল্পনায়) দেখে (ক্ষণিকা) গ্রামের (চিত্রা) এবং (গীতাঞ্জলি)(বলাকা) আর (পূরবী) ও (পত্রপুট) কে ছাড়া চৈতালী চলতে পারে না।  তাই তিনি এই কল্পনার মাধ্যমে তাদের গ্রামের প্রতি ভালবাসা দেখাচ্ছেন (পুনশ্চ)(সেজুঁতির) সাথে।

@রবীন্দ্রনাথ এর সমাজসমস্যামূলক ছোট গল্পের নাম কি কি?  = (দেনা পাওনার) জন্যই কিন্তু (রামকানাইয়ের) আর (যজ্ঞেশ্বর যজ্ঞ) মধ্যে ঝগড়া হয়েছে তাদের (নির্বুদ্ধিতার) জন্য।  আর এই ঝগড়ার মধ্যেমেয় কিন্তু তাদের মধ্যে (অনধিকার প্রবেশ) তৈরি হয়েছে!

@ রবীন্দ্রনাথ এর অতিপ্রকৃত রসের ছোট গল্প কি কি?  =( নিশীথে) নামে এক মেয়ে (ক্ষুধিত পাষান) হয়ে (মণিহারা) (কঙ্কালে) রূপধারণ করে

@তিন সঙ্গী গল্পটি কার লিখা এবং এই গল্পটির মধ্যে তিনটি গল্প আছে নাম কি?  = রবিবার, শেষকথা, ল্যাবরেটারি / রবীন্দ্রনাথ এর লিখা

@" সে" রবীন্দ্রনাথ এর কি?  তাতে  কি আছে?  =ইহা হল গল্পগন্হ এই গল্পে আছে উদ্ভট ও অদভূত সম্ভব ও অসম্ভব মিলন

@ ইন্দিরা দেবী কে? = প্রমথ চৌধুরীর স্ত্রী। 

@ রবীন্দ্রনাথ এর আত্মজীবনী গ্রন্হের নাম কি? = জীবনস্মৃতি (১৯১২) সালে। 

@ রবীন্দ্রনাথ কি পত্র লিখেছিল প্রমথ চৌথুরীর স্ত্রী কে এবং স্ত্রীর নাম কি?  = ছিন্নপত্র (১৯১২) স্ত্রীর নাম হল ইন্দিরা     দেবী।

@ রবীন্দ্রনাথ কাজী নজরুলকে একটি গ্রন্হ উৎসর্গ করে গন্থটির নাম কি?  = বসন্ত

@ কাজী নজরুল একটি গন্থ উৎসর্গ করে রবীন্দ্রনাথ কে নাম কি গন্থটির?=   সঞ্চিতা

@ রবীন্দ্রনাথ এর শ্রেষ্ঠ কাব্য সংকলনের নাম হয় কিসের মাধ্যমে?  = সঞ্চিতা মাধ্যমে

@ রবীন্দ্রনাথ এর জীবনে কয়টির পত্রিকার সম্পাদক ছিলেন এবং নাম গুলো লিখ?(৪ টি পত্রিকা) ১,সাধনা ২, ভারতী ৩, বঙ্গদর্শন ৪,তত্ত্ববোধিনী

@ বাংলা সাহিত্য এর প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম কি?চোখের বালি

@ রবীন্দ্রনাথ কে প্রথম বিশ্বকবি হিসেবে অখ্যাখিত করেন কে ? = ব্রক্ষবান্ধব উপাধ্যায়
রবীন্দ্রনাথ এর মূত্যুর পর প্রকাশিত হয় কি?  = শেষ লেখা 

@ রবীন্দ্রনাথ এর জীবনে তিনি প্রায়শ্চিত্ত নাটকে ভেঙে, অনন্য ধরনের নাটক রচনা  করেছিল, প্রশ্ন হল  অনন্য ধরনের নাটক বলতে কোন ধরনের নাটক কে বোঝাচ্ছে?  = পরিত্রাণ নাটক

@'রবীন্দ্রনাথ এর প্রেমের গল্পের নাম কি কি?  = (একরাত্রিতে)( নিশীথে) এসেছিল আমার কাছে আর (শেষ রাত্রিতে) এসেছিল (মহামায়া) কিন্তু ( মধ্যবর্তিনী) যে রাস্তায় আমরা উভয় ধরা খেয়ে (দুরাশায়) পরি

@ রবীন্দ্রনাথ এর কাব্যনাট্য হলো?  = গান্ধারীর আবেদন

@ রবীন্দ্রনাথ এর রঙ্গনাট্য হল?  =গোড়ায় গলদ

@ রবীন্দ্রনাথ এর রূপক নাট্য হল? = অচলায়তন

@ রবীন্দ্রনাথ এর নৃত্যনাট্য হল?=  চন্ডালিকা

@ রবীন্দ্রনাথ এর চিত্রচর্চা করেন কত বয়সে এবং নিজের আকা ছবিগুলোর কে তিনি কি বলতেন?  = ষাটোত্তর বয়সে / এবং তিনি বলতেন শেষ বয়সের প্রিয়া। 

@ রবীন্দ্রনাথ নামটিকে বিস্তারিতরূপে বর্ণনা কর?  = রবি + ইন্দ্র+নাথ অর্থাৎ মেঘমন্দ্রিত প্রভাত তাই চিনারা তাকে নাম দেয় চু চেন তান। 

@ রবীন্দ্রনাথ  কত সালে তার নামের আগে শ্রী নামটা বাদ দিয়ে দেয়?  = ১৩২৩ সালে। 

@ রবীনাদ্রনাথ কোন নাটকের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করে?  = তপসী (১৩২৯ সালে) 

@ রবীন্দ্রনাথ এর প্রথম চলচ্চিত্রের নাম কি?  = মানভঞ্জন।

@ রবীন্দ্রনাথ এর একটি চলচ্চিত্রের অশ্লীলতা ছিল এই চলচ্চিত্রের নাম কি?  = বিচারক

@ রবীন্দ্রনাথ এর পরিচালিত নাট্যচিত্র এর নাম কি?  = নটীর পূজা,র।

@ তিনি হিন্দি চলচ্ছিত্রের একজন পৃষ্ঠপোষক ছিলেন যার নাম ছিল?   = অচ্ছ্যুৎ কন্য

@ রবীন্দ্রনাথ এর কোন চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছির কাজী নজরুর?  এবং এই উপন্যাসটি মুক্তি পাই কবে? = ১৩৩৮ নালে / গোরা উপন্যাসে।

@ সোনার তরী কাব্য কোথায় রচনা করে এবং কত সালে?=   সাজাদপুরে ১৮৯০ সালে জমিদারি পরিদর্শন করতে আসেন এবং ১৮৯২ সালে এই সময় তিনি সোনার তরী কাব্য রচনা করে।

@ রবীন্দ্রনাথ ঢাকাতে আসে মোট কয়বার?  এবং কতসালে?  =১৮৯৮ এবং ১৯২৬ সালে

@ রবীন্দ্রনাথ প্রথমও দ্বিতীয় বার ঢাকা তে আসার পিছনে মূল উদ্যোগী ভূমিকা পালন করেছে কেকে?  = ১.ঢাকা বিশ্ববিদ্যালয় এর জগন্নাথ হলের তৎকালিন প্রভোষ্ট (অধক্ষ্য)  ২.প্রথম বাঙ্গালী DU এর উপাচার্য ড.রমেশ্বচন্দ্র মজুমদার

@ রবীন্দ্রনাথ এর প্রথম ও দ্বিতীয় বক্তৃতার নাম কি?  এবং কত তারিখে বক্তৃতা দিয়ে ছিল?  =(১) the meaning of Art (১৯২৬ সালের ১০ শে ফেব্রু) (২.) the rule of the giant (১৩ ফব্রু ১৯২৬) তা সভাপতিত্ব করেছির DU উপচার্য ড.জি এইচ ল্যাংলি।

@ DU কোন হলে রবিমীন্দ্রনাথ ছাত্রদের  সংবধর্নায় আসেন কত তারিখে? =মুসলিম হল বর্তমানে  সলিমুল্লাহ হল ১০ শে ফেব্রু ১৯২৬ সালে

@ সংবর্ধনা খবরটি কোন কোন পত্রিকায় প্রকাশ করে?  = ১ দি মুসলমান ২ অমৃতবাজার পত্রিকায়

@ রবীন্দ্রনাথ গদ্য কবিতা রচনা শুরু করেছিল কোন গন্থ দিয়ে?  = পুনশ্চ গ্রন্থের মাধ্যমে।

@আমাদের জাতীয় সংগীতটি কোথায় অংশভুক্ত? =  গীতবিতানের স্বরবিতানের অংশভুক্ত

@ জাতীয় সংগীত  টি কত সালে প্রকাশিত হয়?  এবং কোন পত্রিকায়? = ১৯০৫ সালে আর বাংলা ১৩১২ সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। 



0 comments:

Post a Comment