Saturday, December 9, 2017

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে আসা প্রশ্নগুলো উপযুক্ত ব্যাখ্যা ও সমাধান


           বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে আসা                 প্রশ্নগুলোর উপযুক্ত ব্যাখ্যা ও সসমাধান।
                 
               


১) দেওয়ানী মামলায় কোনটি রক্ষণী? = বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা, বাদী  বিবাদীর দত্তক পুত্র মর্মে ঘোষণা, অথাব বাদী বিবাদীর পালক পিতা মর্মে ঘোষণা।

ব্যাখ্যা :- সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারা মতে :- কোন ব্যাক্তির সম্পত্তিতে তার স্বত্বের ঘোষণা বা কোন আইনগত পরিচয়ের ঘোষণা চেয়ে মোকদ্দমা দায়ের করতে পারবে। আর এই রুপ ঘোষণা হ্যাঁ বা না বোধক হতে পারে।

২) সুনির্দিষ্ট প্রতিকার আইনের  ২৯ ধারানুযায়ী চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মামলা খারিজ(বরখাস্ত করা)হলে বাদী অবশ্যই বারিত হবে? = ক্ষতিপূরণের মামলা করতে

ব্যাখ্যা :- সুনির্দিষ্ট প্রতিকার আইনের  ২৯ ধারানুযায়ী  চুক্তি অথবা সুনির্দিষ্ট  কার্য সম্পাদনের মামলা বরখাস্ত হয়ে গেলে বাদী ক্ষতিপূরণের মামলা করতে পারবে।
৩) নিম্নের কোনটি আইন অনুযায়ী বলবৎযোগ্য? = A,B. এর সাথে সম্পত্তি বিক্রয়ের চুক্তি করে।

ব্যাখ্যা :- সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ ধারা মতে :- যতক্ষণ পর্যন্ত না বিপরীত কিছু প্রমাণিক হয়,  আদালত ধরে নিবে যে,  স্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তি ভঙ্গের প্রতিকার আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে দেওয়া সম্ভব নয়,  অর্থাৎ এই ক্ষেত্রে চুক্তি বলবৎ করণ করা হলো পর্যাপ্ত প্রতিকার।

বি:দ্র:- অস্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে চুক্তিভঙ্গের প্রতিকার আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে সমাধান করা যায়।

৪) পেনাল কোড-এ বর্ণিত দীপান্তর(নির্বাসন)-এর শাস্তি স্থলাভিষিক্ত (অন্য শাস্তির সমান) করা হয় যে প্রকারের কারাদন্ড দিয়ে তা হল? = যাবজ্জীবন

ব্যাখ্যা :- পেনাল কোড এর ৫৩ক ধারা মতে যাবজ্জীবন দীপান্তর কে যাবজ্জীবন করাবাস বলে গণ্য করতে হবে।

৫) পেনাল কোড-এর যে ধারায় "ডাকাতি" সংজ্ঞায়িত হয়েছে তা হলো :- ৩৯১

৬) প্রতারণার সর্বোচ্চ শাস্তি কী? = অর্থদন্ড সহ ১ বছরের বিনাশ্রম কারাদন্ড

বিঃদ্র :- যে খানে উল্লেখ থাকবে না কারাদন্ড সশ্রম না বিনাশ্রম, সে ক্ষেত্রে ধরে নিতে হবে কারাদন্ড বিনাশ্রম।

৭) শাস্তির মেয়াদের ভগ্নাংশ রিরুপণের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদন্ডকে যে মেয়াদের সশ্রম কারাদন্ড হিসেবে গণনা করা হয় তা হলো? = ৩০ বছর।

ব্যাখ্যা :- পেনাল কোড এর ৫৭ ধারা মতে :- যাবজ্জীবন কারাবাসকে ধরা হবে  ৩০ (ত্রিশ বছর) সশ্রম মেয়াদী কারাবাসের সমান।

৮) পেনাল কোড- এর কোন ধারায় ইভ-টিজিং এর শাস্তির বিধান আছে? = ৫০৯ ধারা মতে।

ব্যাখ্যা:- পেনাল কোড এর ৫০৯ ধারা মতে : কোন নারী সম্পর্কে অমর্যাদার উদ্দেশ্যে কোন কথা, অঙ্গভঙ্গি বা কোন কর্ম করলে, সে লোক বিনাশ্রম কারাদন্ড হবে যার মেয়াদ হবে ১ বছর পর্যন্ত, বা জরিমানা বা উভয়।


৯) ব্যভিচারের জন্য কাকে অভিযুক্ত করা যায়? = পুরুষ আসামী কে

ব্যাখ্যা :- দন্ডবিধির  ৪৯৭ ধারা মতে :- যদি কোন লোক কোন নারীর সাথে যৌনকামনার উপস্থিতি ছাড়া যৌনসঙ্গম করে কিন্তু স্বামীর বিনা সম্মতিতে,  ইহাকে ব্যভিচার বলে গণ্য হবে, এ ক্ষেত্রে স্ত্রীলোকটিকে অভিযুক্ত করা হবে না,  পুরুষ লোকটি আসামী হিসেবে অভিযুক্ত করা হবে,  শাস্তি হবে ৫ বছর কারা বাস বা অর্থ দণ্ড

১০) যুক্তরাজ্যে বসবাস কারী X  একজন বাংলাদেশী নাগরিক। সে উহাণ্ডায় একজন ব্যাক্তিকে হত্যা করে।  বাংলাদেশের যোগ্যতাসম্পন্ন কোন আদালত X এর বিচার করতে পারে, যদি তাকে পাওয়া যায়? = বাংলাদেশে

ব্যাখ্যা:- পেনাল কোড এর ৪ নং ধারা মতে :- বাংলাদেশী নাগরিক বিদেশে কোন অপরাধ করলে এবং উক্ত অপরাধটি দণ্ডবিধি অনুযায়ী অপরাধ হলে উক্ত নাগরিকের বিচার বাংলাদেশে করা যাবে যদি তাকে বাংলাদেশে কোথাও পাওয়া যাবে।

১১) বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটালে যে অপরাধ হয় তা :- জামিনযোগ্য

১২) আত্মহত্যার প্রচেষ্টার সর্বোচ্চ শাস্তি কী? = ১ বছরের বিনাশ্রম কারাদন্ড
ব্যাখ্যা:- পেনাল কোড এর ৩০৯ ধারা মতে

১৩) অর্থদণ্ড কত বছরের মধ্যে যে কোন সময় আদায় করা যায়? = ৬ বছর
ব্যাখ্যা :- দন্ডবিধির  ৭০ ধারা মতে

১৪) A অজ্ঞাত মালিকের একটি সোনার আংটি পায়। মালিককে খুঁজে বের করার চেষ্টা না করেই A তা বিক্রি করে।   A যে অপরাধে দোষী হবে তা:- অসাধুভাবে আত্মসাৎ
ব্যাখ্যা :-দন্ডবিধির ৪০৩ ধারা মতে।
বিঃদ্র:- A যদি সে অাংটি অন্যকোন ব্যাক্তির নিকট হতে বিশ্বাসভরে গ্রহণ করতো এবং উক্ত ব্যাক্তির সম্মতি ছাড়া বিক্রয় করে দিতো তাহলে হত অপরাধমূলক বিশ্বাসভঙ্গ

১৫) পেনাল কোড-এ কত প্রকার শাস্তির বিধান আছে? = ৫ প্রকার
ব্যাখ্যা:- ব্যাখ্যা :-দন্ডবিধির  ৫৩  ধারা মতে ৫ প্রকার শাস্তি আছে যথা ১) মৃত্যদন্ড ২) যাবজ্জীবন করাবাস ৩) কারাবাস ৪) সম্পত্তি বাজেয়াপ্ত ৫) অর্থদণ্ড

১৬) নিম্নবর্ণিত কোন বক্তব্যটি সঠিক? = যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম।
ব্যাখ্যা :-দন্ডবিধির ৫৩ ধারা মতে.

১৭) আদালত অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিলে তা ১/৪ অংশের বেশী হবে না।? = অপরাধের সর্বোচ্চ শাস্তির

ব্যাখ্যা :-দন্ডবিধির  ৬৫  ধারা মতে। যদি কোন অপরাধী অর্থদন্ড পরিশোধ করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে আতালত অপরাধীকে উক্ত

♦মোঃ শেখ সাইদী ইবনে সালাম♦
Sheikhsayedi@gmail.com

0 comments:

Post a Comment