Saturday, December 9, 2017

বাংলা ব্যাকরণ

             শেখ সাইদী ইবনে সালাম 
                               এর 
                         সম্পাদনায়
                     বাংলা ব্যাকরণ 
★  ব্যাকরণ শব্দটি সংস্কৃত শব্দ ।ব্যাকরণকে বলা যায় ভাষার সংবিধান। 
★   ব্যাকরণ অর্থ :- বিশেষ ভাবে বিশ্লেষণ। 
★  প্রাধান কাজ :- ভাষার বিশ্লেষণ। 
★  ব্যাকরণ এর সংজ্ঞা:- যে শাস্ত কোন ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করে,  এবং বিভিন্ন উপাদানের সম্পর্কে নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে।
★ ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত রূপ:-- বি+আ+ কৃ+ অন।
যেমন :- ব্য= বি
        া= আ 
 ক= ক 
 অর= ৃ
ণ= অন
বিঃদ্র:- কর বা অর = এর জন্য ৃ ব্যাবহার করা হয়।
★  প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে :- 
১)ধ্বনি Sound  ২) শব্দ Word ৩) বাক্য Sentence ৩) অর্থ meaning 
★ বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় :- ৪ টি।
১) ধ্বনিতত্ত্ব(Phonology) : মানুষের বাক প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত আওয়াজ। যেমন (ধ্বনি, সন্ধি, ণ-ত্ব বিধি, ষ-ত্ব বিধি)  
২) শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology) :- শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ। শব্দ রূপ গঠন করে। যেমন ( শব্দ,  প্রত্যয়, উপসর্গ, বচন, লিঙ্গ, কারক, বিভক্তি, সমাস,  বাচ্য, পুরুষ, অনুসর্গ,ধাতু) 
NB- পাণিনি ছিলেন প্রাচীন ভারতীয় একজন সংস্কৃত ভাষার ব্যাকরণবিদ। আনুমানিক খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দীতে তাঁর অস্তিত্ব ছিল,  সংস্কৃত ভাষায় রূপতত্ত্বের ৩৯৫৯ ফর্মুলার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। 
৩) বাক্যতত্ব বা পদক্রম(Syntax):- বাক্যের মধ্যে কোন পদের পর কোন পদ বসে,  অথবা কোন পদের স্থান কোথায় এর আলোচনা থাকে।  যেমন:- বাক্যের গঠন প্রণালী,  বাক্যের বিভিন্ন উপাদানের সংযোজন ও বিয়োজন, পদের রূপ পরিবর্তন, ছেদচিহ্ন।   
৪) অর্থ তত্ত্ব (Semantic)-শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ যেমন :- ১)শব্দ ও বাক্যের অর্থ বিচার, ২) অর্থের প্রকার 
বিঃদ্র:- ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কেবল অর্থতত্ত্ব। যেমন শব্দের অর্থ বিচার,  বাক্যের অর্থবিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ, যেমন : মুখ্যার্থ,  গৌণার্থ,  বিপরীতার্থ ইত্যাদি।

★  প্রাতিপদিক :- বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে।  যেমন :- হাত, বই, কলম ইত্যাদি
★ সাধিত শব্দ :- মৌলিক শব্দ ব্যতীত অন্য সব শব্দকেই সাধিত শব্দ বলে।  যেমন :- হাতা,  গরমিল,  দম্পতি ইত্যাদি
প্রকৃতি ও প্রত্যায় :- 
প্রকৃতি :- যে শব্দকে আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না, তাকে প্রকৃতি বলে।  
যেমন : হাত, ফুল,  মুখ, চল, লিখ 
প্রকৃতি দুই প্রকার :- ১) নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি বা ধাতু 
১)নাম প্রকৃতির উদাহরণ :- ১)হাত+ল = হাতল (বাঁট, ছুরি তরোয়াল প্রভৃতির হাতল) ২) ফুল + এল = ফুলেল (ফুলজাত) ৩) মুখ +র = মুখর (বাচাল) এই গুলো নাম প্রকৃতি।
২) ক্রিয়া প্রকৃতির উদাহরণ :- ১) চল+অন্ত = চলন্ত(চলমান)২) জম্+আ=জমা(সঞ্চিত)৩) লিখ+ইত = লিখিত (যা লেখা হয়েছে) 
প্রত্যয় :- নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যায় বলে।  যেমন :- 
নাম প্রকৃতি প্রত্যয় প্রত্যায়ান্ত শব্দ
১) হাত +ল             হাতল
২) ফুল          +এল                     ফুলেল   
৩) মুখ          +র              মুখর
ক্রিয়া প্রকৃতি প্রত্যয়    প্রত্যায়ান্ত শব্দ
চল্          +অন্ত চলন্ত
জম্          +আ জমা 
১) তদ্ধিত প্রত্যায় :- নাম শব্দের সঙ্গে যে প্রত্যায় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়।  যেমন :- হাতল,  ফুলেল,  মুখর 
বিঃদ্রঃ- আবার তদ্ধিতান্ত শব্দ ও বলে। 
২) কৃৎ প্রত্যয় :- ক্রিয়ামূলের বা ধাতুর  সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, তাকে বলা হয় কৃৎ প্রত্যায়। যেমন : চলন্ত,  জমা, লিখিত,
বি:দ্র:- কৃদন্ত শব্দ ও বলে।
★ উপসর্গ :- শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়ে শব্দের অর্থের পরিবর্তন ঘটিয়ে থাকে,  এগুলোকে বলা হয় উপসর্গ।
বিঃদ্র:- উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ না থাকলেও শব্দ বা ধাতুর পূর্বে ব্যবহৃত হলেই অর্থ বাচকতা সূচিত হয়।
যেমন :- পরা, একটি উপসর্গ এর নিজস্ব কোনো অর্থ নেই।  কিন্তু জয় শব্দের পূর্বে যুক্ত হয়ে হল :- পরাজয়,  
বাংলা ভাষায় তিন প্রকারের উপসর্গ দেখা যায় :- ১) সংস্কৃত ২) বাংলা ৩) বিদেশী
১) সংস্কৃত উপসর্গ :- প্র,পরা, অপ --এ রূপ বিশটি সংস্কৃত উপসর্গ রয়েছে।
বি:দ্র:- তৎসম(সংস্কৃত) উপসর্গ তৎসম শব্দ বা ধাতুর পূর্বে ব্যবহৃত হয়।
 যেমন : পূর্ণ একটি তৎসম শব্দ যখন এর আগে "পরি" উপসর্গ যোগে হয় "পরিপূর্ণ"। 
যেমন : কৃদন্ত শব্দের আগে উপসর্গ যোগ করলে কী রূপ অর্থ হয় এবার লক্ষ করি :- ১)আ+হার = আহার (খাওয়া) ২) বি+হার(মালা) = বিহার(ভ্রমণ) ৩) উপ+হার = উপহার (পারিতোষিক) ৪) পরি+হার= পরিহার(বর্জন) ইত্যাদি।
২)বাংলা উপসর্গ :- অ, অনা, অঘা, অা, আব, নি ইত্যাদি,
বি:দ্র:- খাঁটি বাংলা শব্দের আগে এগুলো যুক্ত হয়।  
যেমন :- ১) অ+কাজ = অকাজ,  
২) অনা+ছিষ্টি = অনাছিষ্টি ( সৃষ্টি শব্দজাত) 
৩) বিদেশী  উপসর্গ :- বে -হেড।  ইত্যাদি
অনুসর্গ :- বাংলা ভাষায়, দ্বারা,  দিয়া, কর্তৃক, চেয়ে, থেকে, উপরে,পরে,প্রতি,মাঝে, ব্যতীত, অবধি,হেতু, জন্য, করণ, মত,তবে ইত্যাদি শব্দ গুলোকে অনুসর্গ বলা হয়।
যেমন :- ১)কেবল আমার জন্য তুমি,  ২) মনোযোগ দিয়ে শোন আমার ভাল বাসা ৩) শেষ পর্যন্ত আমি তুমার জন্য। 








গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর :- 
১) ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি? = অর্থ তত্ত্ব
২) নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়? = ভূতত্ত্ব
৩) ব্যাকরণ" কোন ভাষার শব্দ? = সংস্কৃত
৪) ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে? = ভাষার বিশ্লেষণ
৫) সন্ধি, ব্যাকরণের কোন অংশের অালোচ্য বিষয়? = ধ্বনিত্ব
৬) ক্রিয়ামূল, ক্রিয়ারকাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? = রূপতত্ত্ব
৭) ব্যাকরণের কোন অংশে "কারক" সম্বন্ধে আলোচনা করা হয়? = রূপতত্ত্বে
৮) বচন" ব্যাকরণের কোন অংশের অালোচ্য বিষয়? = রূপতত্ত্বে
৯) গৌড়ীয় বাংলা ব্যাকরণ " রচনা করেছেন? = রাজা রামমোহন রায়,
১০) রাজা রামমোহন রায়, রচিত বাংলা ব্যাকরণ গ্রন্থটির নাম কি? = গৌড়ীয় ব্যাকরণ
১১) বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন? = ম্যানুয়েল দ্য আসসুম্পসাও
১২) বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন? = এন বি হ্যালহেড
১৩) কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?= বঅসি হ্যালহেড
১৩) বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা? = রামমোহন রায় 
১৪) রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণ নাম কি? = গৌড়ীয় ব্যাকরণ
১৫) বাংলা ভাষার ব্যাকরণ কে লিখেন? = ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৬) "ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ" কে রচনা করেন? = সুনীতিকুমার চট্টোপাধ্যায়
১৭) পাণিনি কে ছিলেন? = বৈয়াকরণিক
১৮) বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?= রাজা রামমোহন
১৯) কোনটি ঠিক? = ব্যাকরণ ভাষার অনুগামী 
২০) ব্যাকরণ মঞ্জরী কার লেখা? = ড.মুহম্মদনএনামুল হক
২১) ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? = বিশেষ ভাবে বিশ্লেষণ
২২) ব্যাকরণগত দিক থেকে কোন শব্তটা সঠিক? = সঞ্চিতা, সঞ্চয়িতা
২৩) ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ " কে রচনা করেন?= সুনীতিকুমার চট্টোপাধ্যায়
২৪) বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন? = পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন "ম্যানুয়েল দ্য আসসুম্পসাঁও (১৭৪৩সালে)। বাংলা ব্যাকরণ দ্বিতীয় গ্রন্থ রচনা করেন ১৭৭৮ সালে এন বি হ্যালহেড (ইংরেজি ও বাংলা ভাষায়)  
২৫) ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে? = ভাষার বিশ্লেষণ।
২৬) যিনি ভালো ব্যাকরণ জানেন তিনি হলেন? = বৈয়াকরণ
২৭) ণ-ত্ব ও ষ-ত্ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? = ধ্বনিতত্ত্ব
২৮) ক্রিয়ামূল,  ক্রিয়ার কাল,  ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের বিষয়? = রূপতত্ত্ব
২৯) গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন? = রামনারায়ণ তর্করত্ম
৩০) বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে কোন পদ ছাড়া বাক্য গঠন করা যায় না? = ক্রিয়া পদ
৩১) ইংরেজি ব্যাকরণের  Adverb কে বাংলা ব্যাকরণে বলে? = ভাববিশেষণ 
৩২)পাণিনি কে ছিলেন? = বৈয়াকরণিক 
৩৩)ব্যাকরণ ভাষাকে নির্দেশ করে? = ব্যাকরণ ভাষাকে বর্ণনা করে
৩৪) ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিষ্কারের নামই? = ব্যাকরণ
৩৫)ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি কোনটি?= বি+আ+/কৃ+অন 
৩৬) বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন? = মনোএর ডি আস্সুম্পাসাঁও 
৩৭)ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ কে রচনা করেন? = সুনীতিকুমার চট্টোপাধ্যায় 
৩৮)মুগ্ধবোধং ব্যাকরণম্" গ্রন্থটির রচয়িতা কে?= বোপদেব গোস্বামী 
৩৯)ব্যাকরণের কোন অংশে বর্ণমালার বিষয় আলোচিত হয়? = ধ্বনিতত্ত্বে
৪০) ব্যাকরণ শব্দটি হলো? = তৎসম 
৪১) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত ব্যাকরণ গ্রন্থের নাম কি? = ব্যাকরণ কৌমুদী
৪২) অলি-গলি " শব্দটিকে ব্যাকরণের সংজ্ঞায় বলে হয়? = দ্বিরুক্ত অনুচর শব্দ
৪৩)ব্যাকরণ" শব্দের সঠিক অর্থ কোনটি? = বিশেষভাবে বিশ্লেষণ
৪৪) বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? = বাক্যতত্ত্ব
৪৫) ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? = ফলা
৪৬) -কার' কিসের চিহ্ন? = স্বরধ্বনির সংক্ষিপ্ত
৪৭) শব্দ,  শব্দের গঠন, বচন, লিঙ্গ, কারক ইত্যাদি কোন তত্ত্বের আলোচ্য বিষয়? = রূপ তত্ত্ব
৪৮) সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? = ধ্বনিতত্ত্ব 
৪৯) বাংলা ব্যাকরণ প্রথম যে ভাষায় লেখা হয়?= পুর্তুগিজ 
৫০) নিচের কোনটি সাধুরীতির উদাহরণ? = তুলা, বন্য
৫১) ভাষার প্রধান উপাদন? = শব্দ
৫২) ভাষার মৌলিক উপাদান কোনটি? = ধ্বনি
৫৩) বর্ণ হল? = ধ্বনি নির্দেশক প্রতীক
৫৪) শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়? = বর্ণ
৫৫) ভাষার মূল উপাদান হ'ল? = ধ্বনি, শব্দ বাক্য 
৫৬) রাজ রামমোহন রায় প্রাণীত ব্যাকরণের নাম কি? = গৌড়ীয় ব্যাকরণ
৫৭) বাক্যের মৌলিক উপাদান কোনটি? = শব্দ
৫৮) কে দার্শনিক - বিচারমূলক ব্যাকরণকে ব্যাকরণের একটি শ্রেণি বলে মনে করেন? = ড.মুহম্মদ এনামুল হক,  
৫৯) শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে কী বলা হয়? = বর্ণ।
৬০) কোন শব্দটি ব্যাকরণের আলোচ্যসূচিতে পড়ে না?= মনস্তত্ত্ব
৬১) গুরুচণ্ডলী দোষদুষ্ট শব্দ কোনটি? = শবপোড়া
৬২) সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? = ধ্বনিতত্ত্ব 
৬৩) গৌড়ীয় ব্যাকরণ -কার লেখা? = রামমোহন রায়
৬৪) ভাষার মূল উপাদান কোনটি? = ধ্বনি
৬৫) ক্রিয়ার কাল,  ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? = রূপতত্ত্ব
৬৬) ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? = বিশেষভাবে বিশ্লেষণ
৬৭) ব্যাকরণের কোন অংশে কারক ও সমাস আলোচিত হয়? = শব্দ তত্ত্বে
৬৮) অক্ষয় বা তার চিহ্নকে বলে? = বর্ণ
৬৯) সাধু ভাষ ও চলিত ভাষার প্রধান পার্থক্য? = ক্রিয়া পদের ও সর্বনামে
৭০)  শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? = ধ্বনি
৭১) কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ? = গৌড়ীয় ব্যাকরণ
৭২) সারাংশ বা সারমর্ম সাধারণত কয়টি অনুচ্ছেদ লিখতে হয়? = একটি
৭৩) বাংলা ব্যাকরণ প্রথম কোন ভাষায় লেখা হয়? = পুর্তুগিজ
৭৪) ব্যাকরণের কাজ কি? = ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা
৭৫) বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কে লেখেন? = উইলিয়াম কেরি
৭৬) রামমোহন রায় এর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি? = গৌড়ীয় ব্যাকরণ
৭৭) ব্যাকরণ শব্দের বুৎপত্তিগত অর্থ কী? = বিশ্লেষণ
৭৮) বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি কয়টি? = ২ টি
৭৯) সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?= ধ্বনিতত্ত্বে
৮০) নিচের কোনটি ব্যাকরণের পাণিনি ধারা? = শাকতায়নী
৮১) Vocabulary Em Idioma Bengalla E portuguez :Dividio Emduas parts বইটি মুদ্রিত হয় কোন হরফে? = রোমান
৮২) ড.মুহাম্মদ শহীদুলাহ কতসালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসাবে নিযুক্ক হন? = ১৯২১ সালে। 
৮৩) ব্যাকরণ শব্দদের সঠিক অর্থ কোনটি? = বিশেষভাবে বিশ্লেষণ
৮৪) ব্যাকরণের কাজরকি? = ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা
৮৫) ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে? = ভাষার বিশ্লেষণ
৮৬) বাংলা ভাষার ব্যাকরণ কে লিখেন? =  সুনীতিকুমার চট্টোপাধ্যায়
৮৭) ব্যাকরণ -এর মূল ভিত্তি কি? = ভাষা
৮৯) উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপতি হয়েছিল? = ১৪৯৮ খিস্টাব্দে
৯০) কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?= ব্রাসি হ্যালহেড
৯১) কোনটি প্রাচীন বাংলার ক্যাকরণ? = A Grammar of the Bengali Language
৯২) রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণের নাম কি? = গৌড়ীয় ব্যাকরণ
৯৩) বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন?= এন বি হ্যালহেড
৯৪) বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?= মানুয়েল ডি আসসুম্পসাম 
৯৫) বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ কে রচনা করেন? = মানুয়েল ডি আসসুম্পসাম 
৯৬) ভাষা প্রকাশ বাঙ্গলা ব্যাকরণ কে রচনা করেছেন? =সুনীতিকুমার চট্টোপাধ্যায়
৯৭) ব্যাকরণ কোন ভাষার শব্দ? = সংস্কৃত
৯৮) বাংলা ব্যাকরণের বয়স কত? = ২৫০ বছর
৯৯) ড.মুহাম্মাদ এনামুল হক রচিত ব্যাকরণ নাম? = ব্যাকরণ মঞ্জুরী
১০০) কোন প্রখ্যাত ইংরেজ পন্ডিত ইংরেজিতে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন? = ব্রাসি হ্যালহেড
১০১) কোন বাঙালি বাংলা ব্যাকরণ ইংরেজিতে রচনা করেন? = রাজা রামমোহন রায়
১০২) রাজা রামমোহন রায় রচিত "গৌড়ীয় ব্যাকরণ কত সালে বাংলায় অনূদিত হয়? = ১৮৩৩ সালে।
১০৩) উইলিয়াম কেরি রচিত A Grammar of the Bengali Language গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? = ১৮০১ সালে।
১০৪) পর্তুগীজ ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ Vocabulario em Idioma Bengalla,e portuguez Dividio embduas partes" কে রচনা করেন? = মনোএল দ্য আস্সুস্পসাঁও 
১০৫) মানুয়েল ডি আসসুম্পসাম ঢাকার ভাওয়ালে থাকাকালীন প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কবে? = ১৭৩৪ সালে । 






0 comments:

Post a Comment