Sunday, October 14, 2018

৪০ তম বিসিএস এর গুরুত্বপূর্ণ জ্যামিতি অংশ।

১) কোন সমকোণী ত্রিভূজের অতিভূজ ছাড়া অন্য দুটি বাহু যথাক্রমে 0.0001  মিটার এবং 0.0002 মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? = 1×10-7
২) একটি সমকোণী ত্রিভূজের ভুমি দৈর্ঘ্য 17 মিটার এবং উচ্চতা 17 মিটার হলে ত্রিভুজটির অতিভূজের দৈর্ঘ্য কত?

= 17 √2
৩) একটি সমবাহু ত্রিভূজের একটি বাহু 16 মিটার। ত্রিভূজটির ক্ষেত্রফল কত?= 64 √3
৪) সমবাহু ত্রিভূজের বাহুর দৈঘ্য যদি a হয় তবে ক্ষেত্রফল হবে?=  √3/4 a2
৫) একটি সমদ্বিবাহু ত্রিভূজের ভুমি 8m এবং উহার দুটি বাহুর প্রতিটি 5m হলে ক্ষেত্রফল কত? = 12m2
৬) একটি সমদ্বিবাহু ত্রিভূজের ভূমি 16m এবং অপর দুটি বাহুর প্রতিটি 10m হলে ক্ষেত্রফল কত?= 48m2
৭) একটি সমদ্বিবাহু ত্রিভূজের একটি কোণের পরিমাণ 50° হলে অপর দুটি কোণের প্রত্যেকটি পরিমাণ হবে কত ডিগ্রী? = 65°
৮) একটি ত্রিভূজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13m, 14m, এবং 15m হলে ক্ষেত্রফল কত?= 84m2
৯) ত্রিভূজ আকৃতি একটি জমির তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে 300m, 400m,এবং 500m হলে জমিটির ক্ষেত্রফল কত?= 60,000
 ১০) একটি চতুর্ভুজের তিনটি কোণের সমষ্টি 280°। চতুর্থ কোনটির মান কত?= 80°
১১) একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 2025 বর্গমিটার। এর চারদিকে বেড়া দেয়া আছে,  বেড়ার মোট দৈর্ঘ্য কত?= 180
১২) একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গ মিটার। এর পরিসীমা কত?= 120
১৩) একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চেয়ে 9 সে.মি বেশি। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 52 বর্গ সে.মি এর দৈর্ঘ্য কত?= 13
১৪) একটি আয়তক্ষেত্রের বাগানের দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্ত 30 মিটার।  বাগানের বেতরে চতুর্দিকে 1 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত?= 136 বর্গমিটার
১৫) একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা কত?= 96
১৬) একটি আয়তাকার মসজিদের মেঝে 15 মিটার দীর্ঘ ও 11 মিটার প্রশস্ত। 2.2 মিটার লম্বা এবং 1.25 মিটার চওড়া কতটি মাদুর দিয়ে এর মেঝে ঢাকা যাবে?= 60 টি।
১৭) ৪৮ মিটার দীর্ঘ একটি আয়তকার ক্ষেত্রফল দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। ঐ আয়তাক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রর ক্ষেত্রফল কত?= 1024
১৮) একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 20  গজ এবং প্রস্ত 14 গজ। এর ভিতরে চারদিকে 2 গজ চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?= 120
১৯) 48 মিটার দীর্ঘ একটি আয়তক্ষেত্রের প্রস্ত দৈর্ঘ্যর এক-তৃতীয়াংশ। ঐ আয়তের সমান পরিসীমা বিশিষ্ট বর্গের একটি বাহু দৈর্ঘ্য? = 32 মি.
২০) একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল? = 36
২১) একটি সমকোণী ত্রিভূজের লম্ব 5 মি. ও ভূমি 12 মি. হলে অতিভূজ কত হবে?= 13
২২) ABCD সামান্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বদ্ধির্ত করা হল, ∠BAD = 100 হলে ∠BCE = কত?= (n=8)
২৩) সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাপ 144° হলে বাহুর সংখ্যা কত?= 10
২৪) সুষম পঞ্চভুজের অভ্যন্তরীন পাঁচটি কোণের সমষ্টি কত?= 545°
২৫) ত্রিভুজে ABC- এর BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হল। ∠A= 60°,∠B= 90° হলে ∠ABC= কত?= 150°
২৬) ত্রিভূজ ABC -এর BC= CA=5 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?= 25√3/4
২৭) একটি সমবাহু ত্রিভূজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে দুটি বহহিস্থকোণ উৎপন্ন হয়। তাদের সমষ্টি কত?= 240°
২৮) কোন ত্রিভূজের একটি কোণের মান 80 হলে অন্য দুটির অনুপাত 2 : 3 হলে ছোট কোনটির মান হবে?= 20°
২৯) ABCD রম্বসের AC ও BD কর্ণ দুটির O বিন্তুতে ছেদ করেছে, ∠ACD= 60° হলে ∠ODC= কত?= 30°
৩০) সমবাহু ত্রিভূজের একটি বাহুকে বর্ধিত করলে বহিঃস্থ কোণের পরিমাণ কত?= 120°
৩১) π/10 রেডিয়ানকে ষাটমূলক পদ্ধতিতে ডিগ্রীতে রূপান্তর করলে কত ডিগ্রী হবে?= 18°
৩২) ABC ত্রিভূজের AB=AC এবং ∠A=80° হলে ∠B= কত?= 50°
৩৩) বৃত্তের ক্ষেত্রফল 18π একক হলে বৃত্তের পরিসীমা কত?= 6π√2
৩৪) ত্রিভূজের যে কোন দুটি কোণ যথাক্রমে 70° এবং 90° হলে তৃতীয় কোনটি পরিমাণ রেডিয়ানে হবে?= π/9
৩৫) দুটি কোণের একটি সাধারণ বাহু থাকলে এবং কোণ দুটির সাধারণ বাহু বিপরীত দিকে অবস্থিত হলে কোন দুটিকে বলে?=  সন্নিহিত কোণ
৩৬) সমকোণী ত্রিভুজের অতিভুজের সংলগ্ন কোণ দুটি প্রত্যেকটি? = সুক্ষ্মকোণ
৩৭) একটি গোলকের ব্যাসার্ধ 5 সে.মি হলে এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত?= 314--
৩৮) ACB বৃত্ত AB জ্যা -এর মধ্যবিন্দু D ∠ADC=90° DC= 2 সে.মি এবং বৃত্তটির ব্যাস 10 সে.মি হলে AB= কত?= 8 সে.মি
৩৯) একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 6 মিটার 4 মিটার ও 20 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল? =
৪০) একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 12 সে.মি, 18 সে.মি এবং মধ্যবর্তী দূরত্ব10 সে.মি হলে ইহার ক্ষেত্রফল? = 150
৪১) ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হল, ∠ACD= 160° ∠ABC+7∠BAC হলে। ∠BAC এর মান কত?= 20
৪২) একটি সমকোণী ত্রিভুজের সূক্ষকোণদ্বয়ের পার্থক্য 6° হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?= 42°
 ৪৩) 18 মিটার দীর্ঘ একটি মই ভুমির সাথে 30° কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। দেওয়ালটির উচ্চতা কত?= 9
৪৪) একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সে.মি হলে, এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? = 9√3/4
৪৫) একটি ট্রাপিজিয়াম আকৃতির লোহার পাতের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 3 সে.মি ও 1 সে.মি এবং এদের লম্ব দূরত্ব 2 সে.মি। পাতটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি?= 4
৪৬) একটি বৃত্তকার মাঠের ব্যাস 26 মিটার। মাঠটির বাইরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাটি মাঠটির ক্ষেত্রফল কত বর্গ মিটার?= π225
৪৭) একটি চাকার ব্যাস 4.2 মিটার। চাকাটি  330  মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে?= 25---
৪৮) একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মি. এবং অপর দুটি বাহুর প্রতিটি 10 মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?= 48 মি
৪৯) একটি ত্রিভুজের তিনটি বাহুর মাপের অনুপাত 5: 6: 7 পরিসীমা 198 সেন্টিমিটার হলে দীর্ঘতম বাহুটি মাপ(সেন্টিমিটার) কত?= 77 সে.মি
৫০) ABC ত্রিভুজের AB=AC=5 সে.মি। যদি ∠A এর এর সমদ্বিখণ্ডক BC বাহুকে E বিন্দুতে ছেদ করে এবং AE= 3 সে.মি হয় তবে BC = কত?= 8
৫১) ত্রিভুজের যে কোন দুটি বহিঃস্হ কোণের সমষ্টি? =
৫৩) কোন সরল রেখা X -অক্ষ এবং Y -অক্ষকে ছেদ করায় ফলে যে ত্রিভুজ গঠিত হবে তার নাম? =
৫৪) চারটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য মিটারের নিম্নরূপ কোনটি সমকোণী ত্রিভুজ? =
৫৫) ABC সমকোণী ত্রিভুজের ∠B=90° হলে?=  90°
৫৬) ABC ত্রিভুজের AB= AC এবং ∠BAC = 40° হলে ∠ABC=? 50°
৫৭) △ABC এর BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হলো ∠A = 60° এবং ∠B= 90° হলে ∠ACD = কত? 150°
৫৮) ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ ∠A শীর্ষ কোণ ∠B ও ∠C দুটি ভূমি কোণ। AB বাহু = AC বাহু ∠B=75° ∠A = কত ডিগ্রী? = 30°
৫৯) যদি  △ABC সমবাহু ত্রিভুজ BC বাহুর মধ্যমা AD হয় ∠BAD এর মান কত?= 30°
৬০) সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য 6 মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল হবে?= 9√3
৬১) সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে?= 16√3
৬২) একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 50 বর্গ সে.মি ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য কত?= 10.75
 ৬৩) কোন ত্রিভুজের ∠A= 60° হলে এর পূরক কোণ কত ডিগ্রী?= 25°
৬৪) ABC ত্রিভুজের AB = AC এবং ∠B =40° হলে ∠A এর মান কত?= 100°
৬৫) ABC সমকোণী ত্রিভুজের অতিভুজ BC= 5 লম্ব AB= 3 হলে ভূমি AC এর মান কত?= 4
৬৬) বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত? = 22/7
৬৭) একটি বৃত্তের একই চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত অশ?=
৬৮) একটি বৃত্তের যে কোন দুটি বিন্দুর সংযোগক রোখাংশকে? =
৬৯) O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে DAB জ্যায়ের মধ্যবিন্দু ∠ODA= কত? 90°
৭০) A ও B কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত O বিন্দুতে বহিঃস্থাভাবে স্পর্শ করেছে। ∠AOB = কত?= 180°
৭১) একটি বৃত্তের ব্যাসার্ধ 4 গজ 1 ফুট 5 ইঞ্চি, বৃত্তটি পরিধি কত?= 28 গজ 4 ইঞ্চি।
৭২)  একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো। এই মুদ্রার চার পাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটি এবং তাদের দুপাশের রাখা মুদ্রাকে স্পর্শ করে?= 6 টি
৭৩) ABC একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ∠BAD ও ∠ BCD এর সমষ্টি কত হবে? = 180°
৭৪) কোন বৃত্তের 10 সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 12 সেন্টিমিটার দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার? = 13
৭৫) O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের OD, AB জ্যা -এর উপর লম্ব এবং AD= 5 সে.মি হলে AB= কত সে.মি হবে?=
৭৬) কোন বৃত্তের অভ্যন্তরে অংকিত বৃহত্তম সমবাহু ত্রিভুজের পরিসীমা P হলে ঐ বৃত্তের ক্ষেত্রফল কত?=
৭৭) একটি সরলরেখার সাথে তার আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ তৈরি হয় তাদের সমষ্টি কত?= 180°
৭৮) রেখচিত্রে অঙ্কনে (-3,-4) বিন্দুটি কোন সমকোণে অবস্থিত হবে?=
৭৯) ABC একটি বৃত্তস্থ ত্রিভুজ AB বাহুকে E পযর্ন্ত বাড়ানো হলো, ∠CBE = 120° হলে ∠ABC=কত?= 60°
৮০)  90° কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী?= 90°
৮১) দুটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির কি কোণ বলে? =
৮২)  △ABC এর ∠B এবং  ∠C এর অন্তদ্বিখন্ডকদ্বয় O বিন্দুতে মিলিত হলে, ∠ BOC= কত?
৮৩) একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে, চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রী ঘুরে?= 1 বার
৮৪) AB ও CD সরল রেখাদ্বয় O বিন্দুতে ছেদ করলে নিম্নে কোন গাণিতিক ব্যাখ্যাটি সঠিক?=
৮৫) ∠A ও ∠B পরস্পর সম্পূরক কোণ  ∠A= 115° হলে ∠B =কত ? = 65°
৮৬) কোনটি 35° কোণের পূরক কোণ?=
৮৭) 253° কোণকে কি কোণ বলে?=
৮৮) একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণ গুলির সমষ্টি কত ডিগ্রী?=
৮৯) কোণ সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ  135° হলে উহার বাহুর সংখ্যা কত?= 8
৯০) একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3:4:5 হলে কোণ তিনটির ডিগ্রীতে প্রকাশ করুণ? =
৯১) সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণে 50° হলে অপর কোনটি কত?=
৯২) ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 72° এবং 52° হলে অপর কোনটি পরিমাণ? =
৯৩) উপরের ছবিতে n°= কত?=
৯৪) একটি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ 100° হলে পরিধিস্থ কোণের পরিমাণ হবে?=
৯৫) 37 ডিগ্রী কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত?=
৯৬) 28° কোণের সম্পূরক কোণের পরিমাণ কত?=
৯৭) একটি সরলরেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ? =
৯৮) একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরল রেখার অর্ধেকের উপর অংকিত বর্গের কত গুণ?=
৯৯) কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণায়ক সুত্র?=
১০০) একটি সমবাহু ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের আয়তন 100π হলে ঐ ষড়ভুজের আয়তন কত?=
১০১) সুষম ষড়ভুজের কোন একটি বাহুকে বার্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত?=
১০২) একটি সমকোণী ত্রিভুজের ভূমি  8 ফুট এবং লম্ব 6 ফুট হলে অতিভুজের দৈর্ঘ্য কত?=
১০৩) একটি ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গগজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অংকিত লম্বের দৈর্ঘ্য 12 গজ হলে ভূমির দৈর্ঘ্য কত?=
১০৪) একটি বাড়ি 40 ফুট উচু, একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেওয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে, মইটি কত ফুট লম্বা?
১০৫) ABCD রম্বসের ∠A = 60° হলে ∠D= কত?
১০৬) একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ পাঁচটি কোণের সমষ্টি হবে?=
১০৭) Y= 3x+2, Y=-3x+2, এবং Y=-2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কি?=
১০৮) x+y= 0 এবং 2x-y+3=O সরল রেখা দুটি কোণ বিন্দুতে ছেদ করে?=
১০৯) 13 সে.মি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সে.মি দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য? =
১১০) একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সে.মি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি?=
১১১) একটি ত্রিভুজের 3 টি বাহুর দৈর্ঘ্য 4,5, ও 3 ফুট হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?=
১১২) সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 10 মিটার হলে,  ত্রিভুজটির ক্ষেত্রফল হবে?=
১১৩) কোনো চতুর্ভুজে দুটি বিপরীত বাহু সমান্তরাল হলে এবং অপর দুটি বাহু তির্ষক হলে চতুর্ভুজটি হবে?=
১১৪) ∠A ও ∠B পরস্পর সম্পূরক কোণ, ∠A=115° হলে ∠B = কত?
১১৫) ABCD সামান্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বাগানো হলো ∠BAD=100° হলে ∠BCE=  কত?
১১৬) ABCD সামন্তরিকে ∠BCD= 130° হলে,  ∠ABC এর মান কত?=
১১৭) রম্বসের ক্ষেত্রফল কত?=
১১৮) একটি রম্বস ক্ষেত্রের কর্ণ যথাক্রমে 5 সে.মি ও 4.5 সে.মি,  এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি? =
১১৯) ত্রিভুজ ABC এর BE = FE= CF, △AEF এর ক্ষেত্রফল 48 বর্গফুট হলে, ত্রিভুজ BCE এর ক্ষেত্রফল কত বর্গফুট?= 72 বর্গফুট
১২০) নিম্নে কোণ বৃত্তের সমীকরণ? =
১২১) দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত  3:2 বৃত্তদুটির আয়তনের অনুপাত কত হবে? =9:4
১২২)  x2+y2= aবৃত্তের পরিসীমা কত হবে?=
১২৩) কোন বৃত্তের কেন্দ্র O, APB তিনটি পরিধিস্থ বিন্দু এবং ∠APB= 90° হলে ∠AOB সমান কত?
১২৪) 0 কেন্দ্রবিশিষ্ট বৃত্ত AB,Aবিন্দুতে স্পর্শক।∠ AOB= 60° হলে ∠ABO= কত?
১২৫) ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য হবে?=
১২৬) একটি বৃত্তের ব্যাসার্ধ a হলে তার ক্ষেত্রফল কত হবে?=
১২৭) △ABC-এ AD ∠ এর সমদ্বিখণ্ডক এবং ∠ ADB সূক্ষকোণ হলে?=
১২৮) একটি ত্রিভুজের যে কোন একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কোণ ধরনের?
১২৯) বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়?=
১৩০) △-এর তিন কোণের সমষ্টি কত?=
১৩১) একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ঐ রেখাংশের এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ?=
১৩২) একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2:3:4 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত?=
১৩৩) একটি সুষম ষড়ভুজের একটি কোণের পরিমাণ কত?=
১৩৪) ABC ত্রিভুজের AB= AC এবং ∠A= 80° হলে ∠B = কত?
১৩৫) বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশের বৃত্তের একটি?  = জ্যা
১৩৬) একটি রম্বসের কর্ণদ্বয় 40 সে.মি ও 60 সেমি,  রম্বসের ক্ষেত্রফল কত?=
১৩৭) একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে x,  x/2, 3x/2 বৃহত্তম কোণটির মান কত?=
১৩৮) দুইটি বৃত্ত পরস্পরকে অন্ত:স্পর্শ করলে,  বৃহত্তর বৃত্তটির ব্যাসার্ধ 6 সে.মি এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 2 সে.মি, অপর বৃত্তের ব্যাসার্ধ কত?=
১৩৯) ত্রিভুজের কোণগুলোর অন্তঃসমদ্বিখন্ডকত্রয়ের ছেদ বিন্দুটির নাম কি? =
১৪০) দুটি ত্রিভুজ পরস্পর সর্বসময় হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয়?=
১৪১) দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটি অপরটির কি বলে?=
১৪২) সমকোণী ত্রিভুজের সমকোণে সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সে.মি হলে উহার অতিভূজের মান কত?
১৪৩) ত্রিভুজের একটি কোণ এর অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি?
১৪৪) অ,আ,ই ত্রিভুজে আ কোনটি ই কোণের সমান। ঈ হচ্ছে আ ই-এর মধ্যে একটি বিন্দু। অ,ঈ রেখাটি  ∠অ-কে সমদ্বিখন্ডিত করে।নিচের কোন বক্তব্যটি সঠিক?
১৪৫) একটি ত্রিভুজের ভূমির পরিমাণ 4 মিটার ও উচ্চতা 3 মিটার ক্ষেত্রফল কত?=
১৪৬) একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা হয়?
১৪৭) ত্রিভুজের একটি বাহু বর্ণিত করলে বহিঃস্থ কোনটি?
১৪৮) একটি ত্রিভুজকে একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?= 3টি
১৪৯) ত্রিভুজের ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে কোন অনুপাতের অন্কবিভর্ক্ত করে?
১৫০) ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয়?=
১৫১) বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলা হয়? =
১৫২) একটা সমকোণে থাকে?
১৫৩) কোন সুষম বহুভুজের বহিঃস্থ কোণের পরিমাণ কত হলে বাহুর সংখ্যা 6 টি হবে?
১৫৪) কোন সুষম বহুভুজের 1 টি বহিঃস্থকোণ 72 হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত?
১৫৫) কোন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত?=
১৫৬) সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে?=
১৫৭) চতুর্ভুজের চার কোণের অনুপাত 1:2:2:3 হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রী?
১৫৮) চতুর্ভুজের চার কোণের অনুপাত 1:2:2:3 হলে বৃহত্তম কোণের পরিমাণ হবে?
১৫৯) (66) এবং (2,3) বিন্দুদ্বয়ের দূরত্ব কত?
১৬০) AB রেখাংশের উপর P একটি বিন্দু হলে কোন সম্পর্কটি সব সময় প্রযোজ্য?
১৬১) একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r+n করা হয়,  তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়?=
১৬২) একটি ট্রাপিজিয়াম সমান্তরাল বাহু দুইটির দের্ঘ্য 5 মিটার  ও 7 মিটার, এর ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে, বাহু দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত হবে?
১৬৩)120 ডিগ্রী কোণের সম্পূরক কোণ কত?
১৬৪) কোনো চতুর্ভুজে দুটি বিপরীত বাহু সমান্তরাল হলে এবং অপর দুটি বাহু তির্যক হলে চতুর্ভুজটি হবে?
১৬৫) 55°  কোণের পূরক কোণের পরিমাণ কত?
১৬৬) যে চতুর্ভুজের কেবল মাত্র দুটি বাহু সমান্তরাল তাকে বলে? =








0 comments:

Post a Comment