বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে আসা প্রশ্নগুলো উপযুক্ত ব্যাখ্যা ও সমাধান

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে আসা প্রশ্নগুলো উপযুক্ত ব্যাখ্যা ও সমাধান

৩৮ তম বিসিএস এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর।

৩৮ তম বিসিএস এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর।

বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে সব গুলো পরীক্ষাতে আসা “উপন্যাস” গুলোর সমাধান দেয়া হল

বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে সব গুলো পরীক্ষাতে আসা “উপন্যাস” গুলোর সমাধান দেয়া হল

বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে সব গুলো পরীক্ষাতে আসা “উপন্যাস” গুলোর সমাধান দেয়া হল

বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে সব গুলো পরীক্ষাতে আসা “উপন্যাস” গুলোর সমাধান দেয়া হল

বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে সব গুলো পরীক্ষাতে আসা “উপন্যাস” গুলোর সমাধান দেয়া হল

বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে সব গুলো পরীক্ষাতে আসা “উপন্যাস” গুলোর সমাধান দেয়া হল

Sunday, December 17, 2017

All ImportantBCS-BJS Images

ALL Images




Saturday, December 16, 2017

৩৮ তম বিসিএস এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর।


           রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর।
                সম্পাদনায় মোঃ শেখ সাইদী ইবনে সালাম 
                    sheikhsayedi@gmail.com 


@ রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্ম কত সালে এবং কোন মাসে? = ১৮৬১ সালে ৭ মে

@বাংলা কত সালে তিনি জন্ম গ্রহন করে?  = ২৫ শে বৈশাখ ১২৬৮

@তাহার পরিবার কি ধরনের  ছিল?  = জোড়াসাঁকো ঠাকুর পরিবার। 

@তাহার পরিবারের আসল পদবি কী  ছিল?   = কুশরী

@ তাহার বাবার নাম কি ছিল?   = মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর

@ তাহার মাতার নাম কী ছিল?   = সারদা দেবী

@ তাহার কত জন ভাই বোন ছিল এবং রবীন্দ্রনাথের নাম্বার কত?  =চতুর্দশতম সন্তান

@ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এর কত নাম্বার পুত্র ছিল রবীন্দ্রনাথ?  =৮ নাম্বার পুত্র (অষ্টম)

@ তাহার চৈনিক নাম কী?  = চু তেন তান

@ রবীন্দ্রনাথ কি লিখে নোবের পুরস্কার পান? এবং কে ইহার অনুবাদ করে? অনুবাদ কৃতক  বইটির ইংরেজি নাম কি               দেওয়া হয়েছিল?  = গীতাঞ্জলি /W.B Yeat নামের ব্যক্তি / song offering

@  রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান?  = ১৯১৩ সালে

@ প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কি?  কত সালে তা সম্পাদিত করে? =  সবুজপত্র পত্রিকা / ১৯১৪ সালে

@কত সালে রবীন্দ্রনাথ এর গদ্য রচনা রীতি ভিন্ন মোড় নেয়?   = ১৯১৪

@ ভারত সরকার ১৯১৫ সালে তাকে কি  উপাধি  দেয়?  = স্যার বা নাইটহুড

@ কত সালে রবীন্দ্রনাথ তা ত্যাগ করে এবং কেন ?  = ১৯১৯ সালে জালিয়ান ও লাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে

@কত সালে রবীন্দ্রনাথ জার্মানিতে  আইনস্টাইনের সাথে সাক্ষাত করে?  = ১৯৩০ সালে

@ তিনি কি জন্য বিশ্বের কাছে একমাত্র ব্যক্তি?  = জাতীয় সঙ্গিত

@ রাখি উৎসব কে প্রচলন করে এবং  ইহা কি ধরনের উৎসব?  =  রবীন্দ্রনাথ / হিন্দু ও মুসলমান মিলনের জন্য

@ব্রজবুলি ভাষায় কি রচিত হয়েছে?  = ভানুসিংহ ঠাকুর

@ পদাবলী রচনা বলতে কি বোঝায়?  একটি রচনার উদাহরন লিখ?  = গানসমূহ বা গীতি কবিতা / যেমন ভানুসিংহ ঠাকুর হল পতাবলী রচনা। 

@ সর্বকালের শেষ্ঠ বাঙ্গালীর তালিকায় রবীন্দ্রনাথ এর স্থান কত?  কোন সংস্থার জরিপে?  কত সালের জরিপ করা হয়ে ছিল?  = ২০০৪ সালের জরিপ বিবিসি বাংলা / অবস্থান হল দ্বিতীয়।

@ রবীন্দ্রনাথ এর ১৯৩৭ সালে একটি রোগ হয়, এই রোগটির  নামা কি?  = ইরিসিপেলাসের আর এই রোগের জন্য তিনি হঠাৎ অজ্ঞান হয়ে যায়! 

@১৯৪১ সালে তাহার একটি অপরেশন হয় এবং সময় লেগেছির ২৫ মিনিট " এই অপরেশন টির নাম কি ছিল?  = সুপ্রা পিউবিক সিস্টো স্টমি।

@ তিনি কত সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?  = ১৯৪১ সালে

@ তাহার বংশের নাম কি ছির? =  ব্রাক্ষণ বংশ

@ তিনি কত বছর বয়সে কবিতা লিখতে আরম্ভ করেন?  এবং কত বছর বয়সে প্রথম কবিতা প্রকাশিত হয়েছে?  আর কবিতাটির নাম কী?  = ৮ বছর বয়সে কবিতা লিখেছিল /এবং ১৩ বছর বয়সে কবিতা প্রকাশিত হয়েছিল/ কবিতাটির নাম ছির হিন্দুমেলার উপহার। 

@ রবীন্দ্রনাথ ইংরেজি সাহিত্য পাঠের জন্য কোন দেশে যান এবং কত সালে?  = ইংল্যান্ডে ১৮৭৮ সালে। 

@ রবীন্দ্রনাথ এর প্রথম এবং দ্বিতীয় প্রকাশিত কাব্য গ্রন্থে নাম কি?  এবং কত সালে প্রকাশিত হয়েছিল ? 
= প্রথম কাব্যগন্থ হল কবি-কাহিনী (১৮৭৮) এবয় ত্বিতীয়টি হল বনফুল (১৮৮০)  সালে

@ রবীন্দ্রনাথ এর প্রথম প্রকাশিত উপন্যাস এর নাম কি?  =বৌ ঠাকুরাণীর হাট

@ রবীন্দ্রনাথ এর প্রথম নাটকের নাম কি?=  বাল্মীকি প্রতিভা

@রবীন্দ্রনাথ এর প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি?  = ভিখারিণী

@রবিন্দ্রনাথ এর প্রথম প্রকাশিত প্রবন্ধগন্থ এর নাম কি?  = বিবিধ প্রসঙ্গ( ১৮৮৩)
@ রবিন্দ্রনাথ  এর জীবনে কতটি নাটকের অভিনয় করেছে এবং নাটক গুলো কার লিখা?  = ১৩ টি আর নিজেই  লিখেছেন তিনি

@ রবিন্দ্রনাথ  পূরবী কাব্যটি  কাকে উৎসর্গ করে এবং কত সালে?আর্জেন্টিনার ভিক্টোরিয়া কে

@ রবিন্দ্রনাথ  সর্বশেষ বিদেশে যাত্রা করে কোন দেশে?  = সিংহল (১৯৩৪)

@ রবিন্দ্রনাথ বিজয়া নাম দিয়েছিল কাকে?  = ভিক্টোরিয়া কে.

@ রবীন্দ্রনাথ একটির উৎসব এর সূচনা করে এই হার নাম কি?  = রাখিবন্ধন

@ রবীন্ত্রনাথ এর স্ত্রীর নাম কি?  এবং স্ত্রীর নাম পরিবর্তন করে কি নাম রাখে? =নাম হল ভবতারিনী দেবী এবং পরিবর্তিত নাম হল মৃণালিনী দেবী।

@ রবীন্দ্রনাথ এর সন্তানাদি  কত জন?  = [ ৫ জন,]  তিন মেয়ে  দুই ছেলে।

@ তাহার স্ত্রী কত সালে মৃত্যু হয়?  = ১৯০২ সালে।

@ রবীন্দ্রনাথ কত সালে ব্রাক্ষ সমাজের দায়িত্ব গ্রহন করেন?  = ১৮৮৪'সালে।

@ রার্জাষি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছির?  = বালক পত্রিকায়

@ তিনি কত সালে শান্তিনিকেতনে বসবাস  শুরু করে? =  ১৯০১ সালে

@ রবীন্দ্রনাথ যে বিদ্যালয়টি স্হাপন করেছিল ইহার নাম কী?  এবং কত সালে?  = ব্রক্ষচর্যাশ্রমকে (১৯০১)

@ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কত সালে রুপার্ন্তিত হয়? এবং,কোন স্কুলটি থেকে?  = ১৯২১ সালে  ব্রক্ষচর্যাশ্রম থেকে।

@কত সালে এবং কোন মাসে গীতাঞ্জলি কাব্যটা চুরি হয়?  = ২০০৪ সালে ২৪ শে মার্চ রাতে চুরা হয়

@ তাকে অক্সর্ফোড বিশ্ববিদ্যালয় থেকে কি উপাধি দেয় এবং কত সালে?  = ডি -লিট উপাধি (১৯৩৬)

@ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কি উপাধি দেয় তাকে?  = ডি লিট

@ রবীন্দ্রনাথ এর ছোট গল্প গুলি কোথায় সংকলিত করা হয়েছে?  = গল্পগুচ্ছ 
এর তিন খন্ডে

@ রবীন্দ্রনাথ এর প্রধান কাব্য গন্থগুলো কি কি লিখ?  = (সোনার তরী) দিয়ে (চৈতালী) যাওয়ার পথে (কল্পনায়) দেখে (ক্ষণিকা) গ্রামের (চিত্রা) এবং (গীতাঞ্জলি)(বলাকা) আর (পূরবী) ও (পত্রপুট) কে ছাড়া চৈতালী চলতে পারে না।  তাই তিনি এই কল্পনার মাধ্যমে তাদের গ্রামের প্রতি ভালবাসা দেখাচ্ছেন (পুনশ্চ)(সেজুঁতির) সাথে।

@রবীন্দ্রনাথ এর সমাজসমস্যামূলক ছোট গল্পের নাম কি কি?  = (দেনা পাওনার) জন্যই কিন্তু (রামকানাইয়ের) আর (যজ্ঞেশ্বর যজ্ঞ) মধ্যে ঝগড়া হয়েছে তাদের (নির্বুদ্ধিতার) জন্য।  আর এই ঝগড়ার মধ্যেমেয় কিন্তু তাদের মধ্যে (অনধিকার প্রবেশ) তৈরি হয়েছে!

@ রবীন্দ্রনাথ এর অতিপ্রকৃত রসের ছোট গল্প কি কি?  =( নিশীথে) নামে এক মেয়ে (ক্ষুধিত পাষান) হয়ে (মণিহারা) (কঙ্কালে) রূপধারণ করে

@তিন সঙ্গী গল্পটি কার লিখা এবং এই গল্পটির মধ্যে তিনটি গল্প আছে নাম কি?  = রবিবার, শেষকথা, ল্যাবরেটারি / রবীন্দ্রনাথ এর লিখা

@" সে" রবীন্দ্রনাথ এর কি?  তাতে  কি আছে?  =ইহা হল গল্পগন্হ এই গল্পে আছে উদ্ভট ও অদভূত সম্ভব ও অসম্ভব মিলন

@ ইন্দিরা দেবী কে? = প্রমথ চৌধুরীর স্ত্রী। 

@ রবীন্দ্রনাথ এর আত্মজীবনী গ্রন্হের নাম কি? = জীবনস্মৃতি (১৯১২) সালে। 

@ রবীন্দ্রনাথ কি পত্র লিখেছিল প্রমথ চৌথুরীর স্ত্রী কে এবং স্ত্রীর নাম কি?  = ছিন্নপত্র (১৯১২) স্ত্রীর নাম হল ইন্দিরা     দেবী।

@ রবীন্দ্রনাথ কাজী নজরুলকে একটি গ্রন্হ উৎসর্গ করে গন্থটির নাম কি?  = বসন্ত

@ কাজী নজরুল একটি গন্থ উৎসর্গ করে রবীন্দ্রনাথ কে নাম কি গন্থটির?=   সঞ্চিতা

@ রবীন্দ্রনাথ এর শ্রেষ্ঠ কাব্য সংকলনের নাম হয় কিসের মাধ্যমে?  = সঞ্চিতা মাধ্যমে

@ রবীন্দ্রনাথ এর জীবনে কয়টির পত্রিকার সম্পাদক ছিলেন এবং নাম গুলো লিখ?(৪ টি পত্রিকা) ১,সাধনা ২, ভারতী ৩, বঙ্গদর্শন ৪,তত্ত্ববোধিনী

@ বাংলা সাহিত্য এর প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম কি?চোখের বালি

@ রবীন্দ্রনাথ কে প্রথম বিশ্বকবি হিসেবে অখ্যাখিত করেন কে ? = ব্রক্ষবান্ধব উপাধ্যায়
রবীন্দ্রনাথ এর মূত্যুর পর প্রকাশিত হয় কি?  = শেষ লেখা 

@ রবীন্দ্রনাথ এর জীবনে তিনি প্রায়শ্চিত্ত নাটকে ভেঙে, অনন্য ধরনের নাটক রচনা  করেছিল, প্রশ্ন হল  অনন্য ধরনের নাটক বলতে কোন ধরনের নাটক কে বোঝাচ্ছে?  = পরিত্রাণ নাটক

@'রবীন্দ্রনাথ এর প্রেমের গল্পের নাম কি কি?  = (একরাত্রিতে)( নিশীথে) এসেছিল আমার কাছে আর (শেষ রাত্রিতে) এসেছিল (মহামায়া) কিন্তু ( মধ্যবর্তিনী) যে রাস্তায় আমরা উভয় ধরা খেয়ে (দুরাশায়) পরি

@ রবীন্দ্রনাথ এর কাব্যনাট্য হলো?  = গান্ধারীর আবেদন

@ রবীন্দ্রনাথ এর রঙ্গনাট্য হল?  =গোড়ায় গলদ

@ রবীন্দ্রনাথ এর রূপক নাট্য হল? = অচলায়তন

@ রবীন্দ্রনাথ এর নৃত্যনাট্য হল?=  চন্ডালিকা

@ রবীন্দ্রনাথ এর চিত্রচর্চা করেন কত বয়সে এবং নিজের আকা ছবিগুলোর কে তিনি কি বলতেন?  = ষাটোত্তর বয়সে / এবং তিনি বলতেন শেষ বয়সের প্রিয়া। 

@ রবীন্দ্রনাথ নামটিকে বিস্তারিতরূপে বর্ণনা কর?  = রবি + ইন্দ্র+নাথ অর্থাৎ মেঘমন্দ্রিত প্রভাত তাই চিনারা তাকে নাম দেয় চু চেন তান। 

@ রবীন্দ্রনাথ  কত সালে তার নামের আগে শ্রী নামটা বাদ দিয়ে দেয়?  = ১৩২৩ সালে। 

@ রবীনাদ্রনাথ কোন নাটকের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করে?  = তপসী (১৩২৯ সালে) 

@ রবীন্দ্রনাথ এর প্রথম চলচ্চিত্রের নাম কি?  = মানভঞ্জন।

@ রবীন্দ্রনাথ এর একটি চলচ্চিত্রের অশ্লীলতা ছিল এই চলচ্চিত্রের নাম কি?  = বিচারক

@ রবীন্দ্রনাথ এর পরিচালিত নাট্যচিত্র এর নাম কি?  = নটীর পূজা,র।

@ তিনি হিন্দি চলচ্ছিত্রের একজন পৃষ্ঠপোষক ছিলেন যার নাম ছিল?   = অচ্ছ্যুৎ কন্য

@ রবীন্দ্রনাথ এর কোন চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছির কাজী নজরুর?  এবং এই উপন্যাসটি মুক্তি পাই কবে? = ১৩৩৮ নালে / গোরা উপন্যাসে।

@ সোনার তরী কাব্য কোথায় রচনা করে এবং কত সালে?=   সাজাদপুরে ১৮৯০ সালে জমিদারি পরিদর্শন করতে আসেন এবং ১৮৯২ সালে এই সময় তিনি সোনার তরী কাব্য রচনা করে।

@ রবীন্দ্রনাথ ঢাকাতে আসে মোট কয়বার?  এবং কতসালে?  =১৮৯৮ এবং ১৯২৬ সালে

@ রবীন্দ্রনাথ প্রথমও দ্বিতীয় বার ঢাকা তে আসার পিছনে মূল উদ্যোগী ভূমিকা পালন করেছে কেকে?  = ১.ঢাকা বিশ্ববিদ্যালয় এর জগন্নাথ হলের তৎকালিন প্রভোষ্ট (অধক্ষ্য)  ২.প্রথম বাঙ্গালী DU এর উপাচার্য ড.রমেশ্বচন্দ্র মজুমদার

@ রবীন্দ্রনাথ এর প্রথম ও দ্বিতীয় বক্তৃতার নাম কি?  এবং কত তারিখে বক্তৃতা দিয়ে ছিল?  =(১) the meaning of Art (১৯২৬ সালের ১০ শে ফেব্রু) (২.) the rule of the giant (১৩ ফব্রু ১৯২৬) তা সভাপতিত্ব করেছির DU উপচার্য ড.জি এইচ ল্যাংলি।

@ DU কোন হলে রবিমীন্দ্রনাথ ছাত্রদের  সংবধর্নায় আসেন কত তারিখে? =মুসলিম হল বর্তমানে  সলিমুল্লাহ হল ১০ শে ফেব্রু ১৯২৬ সালে

@ সংবর্ধনা খবরটি কোন কোন পত্রিকায় প্রকাশ করে?  = ১ দি মুসলমান ২ অমৃতবাজার পত্রিকায়

@ রবীন্দ্রনাথ গদ্য কবিতা রচনা শুরু করেছিল কোন গন্থ দিয়ে?  = পুনশ্চ গ্রন্থের মাধ্যমে।

@আমাদের জাতীয় সংগীতটি কোথায় অংশভুক্ত? =  গীতবিতানের স্বরবিতানের অংশভুক্ত

@ জাতীয় সংগীত  টি কত সালে প্রকাশিত হয়?  এবং কোন পত্রিকায়? = ১৯০৫ সালে আর বাংলা ১৩১২ সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। 



Tuesday, December 12, 2017

বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে সব গুলো পরীক্ষাতে আসা “উপন্যাস” গুলোর সমাধান দেয়া হল ।


বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে সব গুলো পরীক্ষাতে আসা “উপন্যাস” গুলোর সমাধান দেয়া হল ।
                                     MD.Sheikh Sayedi 
                                  sheikhsayedi@gmail.com

১) "কপালকুন্ডলা" কোন প্রকৃতির রচনা? = রোমান্সমূলক উপন্যাস
২) ঘরে বাইরে, উপন্যাসটি কার লেখা? = রবীন্দ্রনাথ ঠাকুর
৩) "দিবারাত্রির" কার লেখা উপন্যাস? = মানিক বন্দ্যোপাধ্যায়
৪) আধ্যাত্মিকা" উপন্যাসের লেখক কে? = প্যারীচাঁদ মিত্র
৫) বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি? = মীর মোশাররফ হোসেন
৬) কোনটি উপন্যাস? = কন্যাকুমারী
৭) "উদাসীন পথিকের মনের কথা" কোন জাতীয় রচনা? = আত্মজৈবনিক উপন্যাস
৮) কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? = মৃত্যুক্ষুধা
৯) উত্তম পুরুষ" উপন্যাসের রচয়িতা কে? = রশীদ করিম
১০) কাশবনের কন্যা" কোন জাতীয় রচনা? = উপন্যাস
১১) রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস? = শেষের কবিতা
১২) শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?= পথের দাবী
১৩) "কাশবনের কন্যা" গ্রন্থটির লেখক কে?= শামসুদ্দীন আবুল কালাম
১৪) কখনো উপন্যাসের লেখেননি? = সুধীন্দ্রনাথ দত্ত
১৫) " পথের দাবি" উপন্যাসের রচয়িতা কে?= শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৬) কোনটি ঠিক?= পথের দাবী( উপন্যাস) 
১৭) কোনটি রবীন্দ্রনাথের রচনা? = চতুরঙ্গ
১৮) বিষাদ-সিন্ধু" কার রচনা?= মীর মশাররফ হোসেন
১৯) সংশপ্তক " কার রচনা?= শহীদুল্লাহ কায়সার
২০) নদী ও নারী" কার রচনা?= হুমায়ন কবির
২১) কোন উপন্যাসটির রচিয়তা রবীন্দ্রনাথ? = ঘরে-বাইরে
২২) শেষের কবিতা" রবীন্দ্রনাথ রচিত?= উপন্যাসের নাম
২৩) শ্রীকান্ত" বইটির লেখক কে? = শরৎচন্দ্র
২৪) "সংশপ্তক" কার রচনা? = শহীদুল্লাহ কায়সার
২৫) দিবারাত্রির কাব্য" কার। লেখা উপন্যাস? = মানিক বন্দ্যোপাধ্যায়
২৬) বিশ শতকের মেয়ে ---উপন্যাসটির রচয়িতা কে? = ড.নীলিমা ইব্রাহিম
২৭) ক্রীতদাসের হাসি" উপন্যাসের লেখক কে?= শওকত ওসমান
২৯) অপরাজিত" উপন্যাসের লেখক? = বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৩০) কাশবনের কন্যা" কোন জাতীয় রচনা?= উপন্যাস
৩১) কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস?= মৃণালিনী
৩২) কোনটি বঙ্গিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস?= রাজসিংহ
৩৩) " বটতলার উপন্যাস' -এর লেখক কে?= রাজিয়া খান
৩৪) বরফ গলা নদী" উপন্যাসের রচিয়তা? = জহির রায়হান
৩৫) "ন্যায়দন্ড" উপন্যাসটি কে রচনা করেন?=  জরাসন্ধ
৩৬) বৈতালিক" উপন্যাসটি কে রচনা করেছেন? = নারায়ণ গঙ্গোপাধ্যায়
৩৭) পথের দাবী" শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি? = উপন্যাস
৩৮) তেইশ নম্বর তৈলচিত্র" উপন্যাসটি কে রচনা করেছেন?= আলাউদ্দিন আল আজাদ
৩৯) আব্দুল্লাহ" উপন্যাসের লেখকের নাম?= কাজী ইমদাদুল হক
৪০) " জাহান্নম হইতে বিদায়" শওকত ওসমান রচিত একটি? = উপন্যাস
৪১) কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস? = শ্রীকান্ত
৪২) বাংলাদেশের চেতনার প্রবাহরীতির উপন্যাস কে লিখেছেন? = জহির রায়হান
৪৩) গৃহদাহ" উপন্যাসের রচনাকাল? = ১৯২০ সালে
৪৩) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? = ইচ্ছামতি
৪৪) কাঁদো নদী কাঁদো, উপন্যাসের লেখক কে? = সৈয়দ ওয়ালীউল্লাহ
৪৫) নিচের কোনটি জহির রায়হানের রচনা? = আরেক ফাল্গুন
৪৬) সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস কোনটি? = কাঁদো নদী কাঁদো
৪৭) কোনটি হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস? = আনন্দ বেদনার কাব্য
৪৮) হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস কোনটি? = নন্দিত নরকে
৪৯) বেনের মেয়ে " উপন্যাসের রচয়িতা কে? = হরপ্রসাদ শাস্ত্রী
৫০) পদ্মরাগ" কোন ধরনের রচনা? = উপন্যাস
৫১) বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক কে? = বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৫২) শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরুস্কার পান? = ক্রীতদাসের হাসি
৫৩) আখতারুজ্জামান ইলিয়াস -এর উপন্যাস কোনটি? = খোয়াবনামা।
৫৪) পথের পাঁচালী" উপন্যাসের রচয়িতা কে?= বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৫৫) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস কোনটি? = দুর্গেশনন্দিনী

৫৬) বাংলা ভাষার  প্রথম সার্থক উপন্যাস কোনটি? = দুর্গেশনন্দিনী
৫৭) কোন উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত? = চিলেকোঠা সেপাই
৫৮) দেবী চৌধুরাণী" উপন্যাসির রচয়িতা কে? = বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৫৯) সূর্যদীঘল বাড়ি" উপন্যাসটির রচয়িতা কে? = আবু ইসহাক
৬০) নীমানা ছাড়িয়ে" উপন্যাসটির রচয়িতা কে? = সৈয়দ শামসুল হক
৬১) নৌকাডুবি, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি? = উপন্যাস
৬২) হাজার বছর ধরে " উপন্যাসটি কার রচনা? = জহির রায়হান
৬৩) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত" পথের পাঁচাী" একটি? = উপন্যাস
৬৪) খোয়াবনাম" উপন্যাসের রচয়িতা কে? = আখতারুজ্জামান ইলিয়াস
৬৫) কাজী নজরুলের উপন্যাস কোনটি?= কুহেলিকা
৬৬)মীর মশাররফ হোসেনের " বিষাদ সিন্ধু" একটি? = উপন্যাস
৬৭)শেষ প্রশ্ন" উপন্যাস কে লিখেন? = শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৬৮)বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? = আলালের ঘরের দুলাল
৬৯)সারেং বৌ" উপন্যাসটি রচয়িতা কে? = শহীদুল্লাহ কায়সার
৭০)কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস? = গোরা
৭১)চতুরঙ্গ" গ্রন্থটি একটি? = উপন্যাস
৭২(তিতাস একটি নদীর নাম" উপন্যাসের রচয়িতা কে? = অদ্বৈত মল্লবর্মণ
৭৩)আলালের ঘরের দুলাল" উপন্যাসটি রচয়িতা কে? = প্যারীচাঁদ মিত্র
৭৪)চাঁদেন অমাবস্যা" উপন্যাসের রচয়িতা কে? = সৈয়দ ওয়ালীউল্লাহ
৭৫) বিরাজ বৌ, উপন্যাসের রচয়িতা? = শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৭৬) জাহান্নম হতে বিদায়" --উপন্যাসটির লেখক কে? = শওকত ওসমান
৭৭) পদ্মনদীর মাঝি " কার লেখা? = মানিক বন্দ্যোপাধ্যায়
৭৮) "রাজসিংহ" উপন্যাস কার রচনা? = বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়
৭৯)"শঙ্খনীল কারাগার" উপন্যাসটি কার লেখা? = হুমায়ূন আহমেদ
৮০) যাপিত জীবন" উপন্যাসের রচয়িতা কে? = সেলিনা হোসেন
৮১) কোন বইটি উপন্যাস? = দিবারাত্রির কাব্য
৮২) পুতুল নাচের ইতিকথা" --উপন্যাসটি কার লেখা? = মানিক বন্দ্যোপাধ্যায়
৮৩) আনন্দের মৃত্যু" উপন্যাসের রচয়িতা কে? সৈয়দ শামসুল হক রচিত একটি গল্প
৮৪) আনন্দমঠ "উপন্যাসের রচয়িতা কে?= বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়
৮৫) পদ্মনদীর মাঝি" মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি? = উপন্যাস
৮৬) শ্রীকান্ত" শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি? = উপন্যাস
৮৭)দেনা পাওনা উপন্যাসের রচয়িতা কে? = শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৮৮)বিশ শতকের মেয়ে" উপন্যাসের রচয়িতা কে? = ড.নীলিমা ইব্রাহিম
৮৯)মোহাম্মদ নজিবর রহমান রচিত উপন্যাস কোনটি? = প্রেমের সমাধি
৯০)দুদিনের খেলাঘর" উপন্যাসের রচয়িতা কে? = আকবর হোসেন
৯১)প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি? = আলালের ঘরের দুলাল
৯২)শেষের কবিতা " উপন্যাসের রচয়িতা কে? = রবীন্দ্রনাথ ঠাকুর
৯৩)"গৃহদাহ" উপন্যাসের রচয়িতা কে? = শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৯৪)ক্রীতদাসের হাসি" উপন্যাসের রচয়িতা কে? = শওকত ওসমান
৯৫)হাঁসুলী বাঁকের উপকথা" উপন্যাসের রচয়িতা কে? = তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৯৬)আরেক ফাল্গুণ" উপন্যাসের রচয়িতা কে? = জহির রায়হান
৯৭)তিতাস একটি নদীর নাম" কোন ধরনের রচনা? = উপন্যাস
৯৮)ম্যাক্সিম গোর্কির "মা" উপন্যাসটি কোন ভাষায় রচিত?= রুশ
৯৯)কোনটি উপন্যাস? = খোয়াবনাম
                                
                                             MD.Sheikh Sayedi 
                                       sheikhsayedi@gmail.com

Saturday, December 9, 2017

The Anglo Saxon period

The Anglo -Saxon Period (450-1066)অ্যাংলো -স্যাক্সন
যুগ (৪৫০-১০৬৬)

১) Anglo Saxon period কে বলা হয় Old English period

২) এই যুগের অধিকাংশ কবি -সাহিত্যক ছিল Anonymous (নির্ভরযোগ্য তেমন কোন তথ্য পাওয়া যায়নি।

৩) Anglo Saxon poetry was influence by Christianity.

৪) এই যুগের বিখ্যাত সাহিত্যিকদের নাম হচ্ছে,
1)  Caedmon,
2) Venerable Bede
3) Cynewulf
4) Alfred the Great

** ৫)Beowulf(বিউলফ) হচ্চে ইংরেজি সাহিত্যের প্রথম Epic(মহাকাব্য) কিন্তু এন রচিয়তা অজ্ঞাতনামা।

৬) Beowulf -এর দুটি part -এ প্রায় ৩২০০ লাইন রয়েছে।
              ★ Caedmon (ক্যাডমন):-

১)Caedmon হল ইংরেজী সাহিত্যের প্রথম কবি।

২) তাকে বলা হয় The Anglo -Saxon Milton অথবা Father of English Sacred Song.
৩) Caedmon কে  বলা হত A poet blessed by God.

৪) তার বিখ্যাত কাব্য হচ্ছে :-
1)Paraphrase (তার প্রধান সাহিত্য কর্মের নাম) **
2) Judith**
3) Hymn of Caedmon
4) Genesis*
5) Exodus *

৫) তাকে বলা হয় আরো Father of English Sacred Song.




       .        ★ Venerable Bede :-

১) Bade ছিল ইংরেজি সাহিত্যের First Great Scholar.

২) Venerable Bede কে বলা হয় Father of English Learning.

৩) তিনি ছিলেন First historian তাই তাকে বলে হয় Father of Engliah History অথবা First historian in English language

৪) তার বিখ্যাত ইতিহাস গ্রন্থটি হল:- The Ecclesiastical History of the English (ইংরেজদের ধর্মীয় ইতিহাস)

বি:দ্র:- এ কারণে তার উপাধি হল :- "Doctor of the Church"
          ★  Cynewulf (কেনেউলফ)

১) তাকে বলা হয় The Author of Christ
২) তাঁর বিখ্যাত কবিতাগুলো হল :-
১) The Christ
২) Juliana**
3) Elene
4) The Fates of the Apostles
             ★ Alfred the Great :-


1) Alfred ছিলেন ইংল্যান্ডের Wassex King

2) তিনি পরিচিতি Translator হিসেবে।

3) Anglo -Saxon Chronicle (অ্যাংলো -স্যাক্সন ঘটনাপঞ্জী) এই বইটা অালফ্রেডের, ইতিহাস ও গদ্য হিসবে প্রথম।
ব্যাখ্যা: তাই তাকে বলা হয় Founder of English prose (গদ্য)
উল্লেখ্য:- পরীক্ষায় Potion এ যদি Alfred the Great বা মধ্যযুগের John Wycliff এর নাম না থাকলে Elizabethan period এর Francis Bacon কেই Founder of Engliah prose বলা হবে।

♣ PSC & Other Exams, Question & Answers :-
1) Beowulf is----?= an epic poem
2) Which one of the following is the first long poem in Engliah? = Beowulf
3) Which was the oldest period in English literature? = anglo - Saxon
4) Which are the Cynewulf's poems? = All
a) Christ b) the lives c) the father of Apostles
@)Important MCQ :-
1) Who is the prominent writer of the Old English period? = Caedmon
2) Which one is the oldest epic in English Literature? = Beowulf
3) Who wrote Beowulf? = Unanimous poet
4) The author of "Dream of the Rood" Wyclif
5) Who wrote "Juliana? = Cynewulf
6) How long did the Anglo Saxon period exit? = From 450-1066
7) Which is the most remarkable work in Anglo -Saxon heroic poetry? = Beowulf
8) How many lines does the poem" Beowulf" have? = 3200 lines
9) Which are the Caedmon's poems? = All the above
a) The fall of Angels b) The Harrowing of Hell c) the temptation
10) Who introduced Christian poetry in English literature in Anglo Saxon period? = Cynewulf,  Caedmon
11) What is the first epic of Anglo Saxon period? = Beowulf
12) Who wrote " Beowulf"? = No mention of the name of the Writer
13) Anglo Saxon people were mainly --?= all
a) warriors b) hunters c) travellers
14) Anglo-Saxon poetry was immensely influenced by? = Christianity
15) what kind of book is " Beowulf"?= poem
16) Who was the earliest English poet? = Caedmon
17) What is the chief work of Caedmon? = paraphrase
18) Who is called the " father of English sacred song"? = Caedmon
19) Who wrote "Juliana"?= Cynewulf
20) Who was considered the " Authority of the Christ"?= Cynewulf
21) Who was the writer of "The fates of the Apostates"? = Cynewulf
22) Who was the first historian in English literature? = Venerable Bade
23) Venerable Bade is called the ---?= Father of English History
24) "Ecclesiastical History of the  English people" by Venerable Bade was written in? = Latin
25) Who is the " Father of English Learning"? = Venerable Bade
26) Who was regarded as the "Founder of English prose"? = King Alfred Great
27) King Alfred Great inspired and supervised the Complication of? = The  Christianity
♦ মোঃ শেখ সাইদী ইবনে সালাম♦
SheikhSayedi@gmail.com

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে আসা প্রশ্নগুলো উপযুক্ত ব্যাখ্যা ও সমাধান


           বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে আসা                 প্রশ্নগুলোর উপযুক্ত ব্যাখ্যা ও সসমাধান।
                 
               


১) দেওয়ানী মামলায় কোনটি রক্ষণী? = বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা, বাদী  বিবাদীর দত্তক পুত্র মর্মে ঘোষণা, অথাব বাদী বিবাদীর পালক পিতা মর্মে ঘোষণা।

ব্যাখ্যা :- সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারা মতে :- কোন ব্যাক্তির সম্পত্তিতে তার স্বত্বের ঘোষণা বা কোন আইনগত পরিচয়ের ঘোষণা চেয়ে মোকদ্দমা দায়ের করতে পারবে। আর এই রুপ ঘোষণা হ্যাঁ বা না বোধক হতে পারে।

২) সুনির্দিষ্ট প্রতিকার আইনের  ২৯ ধারানুযায়ী চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মামলা খারিজ(বরখাস্ত করা)হলে বাদী অবশ্যই বারিত হবে? = ক্ষতিপূরণের মামলা করতে

ব্যাখ্যা :- সুনির্দিষ্ট প্রতিকার আইনের  ২৯ ধারানুযায়ী  চুক্তি অথবা সুনির্দিষ্ট  কার্য সম্পাদনের মামলা বরখাস্ত হয়ে গেলে বাদী ক্ষতিপূরণের মামলা করতে পারবে।
৩) নিম্নের কোনটি আইন অনুযায়ী বলবৎযোগ্য? = A,B. এর সাথে সম্পত্তি বিক্রয়ের চুক্তি করে।

ব্যাখ্যা :- সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ ধারা মতে :- যতক্ষণ পর্যন্ত না বিপরীত কিছু প্রমাণিক হয়,  আদালত ধরে নিবে যে,  স্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তি ভঙ্গের প্রতিকার আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে দেওয়া সম্ভব নয়,  অর্থাৎ এই ক্ষেত্রে চুক্তি বলবৎ করণ করা হলো পর্যাপ্ত প্রতিকার।

বি:দ্র:- অস্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে চুক্তিভঙ্গের প্রতিকার আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে সমাধান করা যায়।

৪) পেনাল কোড-এ বর্ণিত দীপান্তর(নির্বাসন)-এর শাস্তি স্থলাভিষিক্ত (অন্য শাস্তির সমান) করা হয় যে প্রকারের কারাদন্ড দিয়ে তা হল? = যাবজ্জীবন

ব্যাখ্যা :- পেনাল কোড এর ৫৩ক ধারা মতে যাবজ্জীবন দীপান্তর কে যাবজ্জীবন করাবাস বলে গণ্য করতে হবে।

৫) পেনাল কোড-এর যে ধারায় "ডাকাতি" সংজ্ঞায়িত হয়েছে তা হলো :- ৩৯১

৬) প্রতারণার সর্বোচ্চ শাস্তি কী? = অর্থদন্ড সহ ১ বছরের বিনাশ্রম কারাদন্ড

বিঃদ্র :- যে খানে উল্লেখ থাকবে না কারাদন্ড সশ্রম না বিনাশ্রম, সে ক্ষেত্রে ধরে নিতে হবে কারাদন্ড বিনাশ্রম।

৭) শাস্তির মেয়াদের ভগ্নাংশ রিরুপণের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদন্ডকে যে মেয়াদের সশ্রম কারাদন্ড হিসেবে গণনা করা হয় তা হলো? = ৩০ বছর।

ব্যাখ্যা :- পেনাল কোড এর ৫৭ ধারা মতে :- যাবজ্জীবন কারাবাসকে ধরা হবে  ৩০ (ত্রিশ বছর) সশ্রম মেয়াদী কারাবাসের সমান।

৮) পেনাল কোড- এর কোন ধারায় ইভ-টিজিং এর শাস্তির বিধান আছে? = ৫০৯ ধারা মতে।

ব্যাখ্যা:- পেনাল কোড এর ৫০৯ ধারা মতে : কোন নারী সম্পর্কে অমর্যাদার উদ্দেশ্যে কোন কথা, অঙ্গভঙ্গি বা কোন কর্ম করলে, সে লোক বিনাশ্রম কারাদন্ড হবে যার মেয়াদ হবে ১ বছর পর্যন্ত, বা জরিমানা বা উভয়।


৯) ব্যভিচারের জন্য কাকে অভিযুক্ত করা যায়? = পুরুষ আসামী কে

ব্যাখ্যা :- দন্ডবিধির  ৪৯৭ ধারা মতে :- যদি কোন লোক কোন নারীর সাথে যৌনকামনার উপস্থিতি ছাড়া যৌনসঙ্গম করে কিন্তু স্বামীর বিনা সম্মতিতে,  ইহাকে ব্যভিচার বলে গণ্য হবে, এ ক্ষেত্রে স্ত্রীলোকটিকে অভিযুক্ত করা হবে না,  পুরুষ লোকটি আসামী হিসেবে অভিযুক্ত করা হবে,  শাস্তি হবে ৫ বছর কারা বাস বা অর্থ দণ্ড

১০) যুক্তরাজ্যে বসবাস কারী X  একজন বাংলাদেশী নাগরিক। সে উহাণ্ডায় একজন ব্যাক্তিকে হত্যা করে।  বাংলাদেশের যোগ্যতাসম্পন্ন কোন আদালত X এর বিচার করতে পারে, যদি তাকে পাওয়া যায়? = বাংলাদেশে

ব্যাখ্যা:- পেনাল কোড এর ৪ নং ধারা মতে :- বাংলাদেশী নাগরিক বিদেশে কোন অপরাধ করলে এবং উক্ত অপরাধটি দণ্ডবিধি অনুযায়ী অপরাধ হলে উক্ত নাগরিকের বিচার বাংলাদেশে করা যাবে যদি তাকে বাংলাদেশে কোথাও পাওয়া যাবে।

১১) বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটালে যে অপরাধ হয় তা :- জামিনযোগ্য

১২) আত্মহত্যার প্রচেষ্টার সর্বোচ্চ শাস্তি কী? = ১ বছরের বিনাশ্রম কারাদন্ড
ব্যাখ্যা:- পেনাল কোড এর ৩০৯ ধারা মতে

১৩) অর্থদণ্ড কত বছরের মধ্যে যে কোন সময় আদায় করা যায়? = ৬ বছর
ব্যাখ্যা :- দন্ডবিধির  ৭০ ধারা মতে

১৪) A অজ্ঞাত মালিকের একটি সোনার আংটি পায়। মালিককে খুঁজে বের করার চেষ্টা না করেই A তা বিক্রি করে।   A যে অপরাধে দোষী হবে তা:- অসাধুভাবে আত্মসাৎ
ব্যাখ্যা :-দন্ডবিধির ৪০৩ ধারা মতে।
বিঃদ্র:- A যদি সে অাংটি অন্যকোন ব্যাক্তির নিকট হতে বিশ্বাসভরে গ্রহণ করতো এবং উক্ত ব্যাক্তির সম্মতি ছাড়া বিক্রয় করে দিতো তাহলে হত অপরাধমূলক বিশ্বাসভঙ্গ

১৫) পেনাল কোড-এ কত প্রকার শাস্তির বিধান আছে? = ৫ প্রকার
ব্যাখ্যা:- ব্যাখ্যা :-দন্ডবিধির  ৫৩  ধারা মতে ৫ প্রকার শাস্তি আছে যথা ১) মৃত্যদন্ড ২) যাবজ্জীবন করাবাস ৩) কারাবাস ৪) সম্পত্তি বাজেয়াপ্ত ৫) অর্থদণ্ড

১৬) নিম্নবর্ণিত কোন বক্তব্যটি সঠিক? = যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম।
ব্যাখ্যা :-দন্ডবিধির ৫৩ ধারা মতে.

১৭) আদালত অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিলে তা ১/৪ অংশের বেশী হবে না।? = অপরাধের সর্বোচ্চ শাস্তির

ব্যাখ্যা :-দন্ডবিধির  ৬৫  ধারা মতে। যদি কোন অপরাধী অর্থদন্ড পরিশোধ করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে আতালত অপরাধীকে উক্ত

♦মোঃ শেখ সাইদী ইবনে সালাম♦
Sheikhsayedi@gmail.com

বাংলা ব্যাকরণ

             শেখ সাইদী ইবনে সালাম 
                               এর 
                         সম্পাদনায়
                     বাংলা ব্যাকরণ 
★  ব্যাকরণ শব্দটি সংস্কৃত শব্দ ।ব্যাকরণকে বলা যায় ভাষার সংবিধান। 
★   ব্যাকরণ অর্থ :- বিশেষ ভাবে বিশ্লেষণ। 
★  প্রাধান কাজ :- ভাষার বিশ্লেষণ। 
★  ব্যাকরণ এর সংজ্ঞা:- যে শাস্ত কোন ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করে,  এবং বিভিন্ন উপাদানের সম্পর্কে নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে।
★ ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত রূপ:-- বি+আ+ কৃ+ অন।
যেমন :- ব্য= বি
        া= আ 
 ক= ক 
 অর= ৃ
ণ= অন
বিঃদ্র:- কর বা অর = এর জন্য ৃ ব্যাবহার করা হয়।
★  প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে :- 
১)ধ্বনি Sound  ২) শব্দ Word ৩) বাক্য Sentence ৩) অর্থ meaning 
★ বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় :- ৪ টি।
১) ধ্বনিতত্ত্ব(Phonology) : মানুষের বাক প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত আওয়াজ। যেমন (ধ্বনি, সন্ধি, ণ-ত্ব বিধি, ষ-ত্ব বিধি)  
২) শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology) :- শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ। শব্দ রূপ গঠন করে। যেমন ( শব্দ,  প্রত্যয়, উপসর্গ, বচন, লিঙ্গ, কারক, বিভক্তি, সমাস,  বাচ্য, পুরুষ, অনুসর্গ,ধাতু) 
NB- পাণিনি ছিলেন প্রাচীন ভারতীয় একজন সংস্কৃত ভাষার ব্যাকরণবিদ। আনুমানিক খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দীতে তাঁর অস্তিত্ব ছিল,  সংস্কৃত ভাষায় রূপতত্ত্বের ৩৯৫৯ ফর্মুলার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। 
৩) বাক্যতত্ব বা পদক্রম(Syntax):- বাক্যের মধ্যে কোন পদের পর কোন পদ বসে,  অথবা কোন পদের স্থান কোথায় এর আলোচনা থাকে।  যেমন:- বাক্যের গঠন প্রণালী,  বাক্যের বিভিন্ন উপাদানের সংযোজন ও বিয়োজন, পদের রূপ পরিবর্তন, ছেদচিহ্ন।   
৪) অর্থ তত্ত্ব (Semantic)-শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ যেমন :- ১)শব্দ ও বাক্যের অর্থ বিচার, ২) অর্থের প্রকার 
বিঃদ্র:- ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কেবল অর্থতত্ত্ব। যেমন শব্দের অর্থ বিচার,  বাক্যের অর্থবিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ, যেমন : মুখ্যার্থ,  গৌণার্থ,  বিপরীতার্থ ইত্যাদি।

★  প্রাতিপদিক :- বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে।  যেমন :- হাত, বই, কলম ইত্যাদি
★ সাধিত শব্দ :- মৌলিক শব্দ ব্যতীত অন্য সব শব্দকেই সাধিত শব্দ বলে।  যেমন :- হাতা,  গরমিল,  দম্পতি ইত্যাদি
প্রকৃতি ও প্রত্যায় :- 
প্রকৃতি :- যে শব্দকে আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না, তাকে প্রকৃতি বলে।  
যেমন : হাত, ফুল,  মুখ, চল, লিখ 
প্রকৃতি দুই প্রকার :- ১) নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি বা ধাতু 
১)নাম প্রকৃতির উদাহরণ :- ১)হাত+ল = হাতল (বাঁট, ছুরি তরোয়াল প্রভৃতির হাতল) ২) ফুল + এল = ফুলেল (ফুলজাত) ৩) মুখ +র = মুখর (বাচাল) এই গুলো নাম প্রকৃতি।
২) ক্রিয়া প্রকৃতির উদাহরণ :- ১) চল+অন্ত = চলন্ত(চলমান)২) জম্+আ=জমা(সঞ্চিত)৩) লিখ+ইত = লিখিত (যা লেখা হয়েছে) 
প্রত্যয় :- নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যায় বলে।  যেমন :- 
নাম প্রকৃতি প্রত্যয় প্রত্যায়ান্ত শব্দ
১) হাত +ল             হাতল
২) ফুল          +এল                     ফুলেল   
৩) মুখ          +র              মুখর
ক্রিয়া প্রকৃতি প্রত্যয়    প্রত্যায়ান্ত শব্দ
চল্          +অন্ত চলন্ত
জম্          +আ জমা 
১) তদ্ধিত প্রত্যায় :- নাম শব্দের সঙ্গে যে প্রত্যায় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়।  যেমন :- হাতল,  ফুলেল,  মুখর 
বিঃদ্রঃ- আবার তদ্ধিতান্ত শব্দ ও বলে। 
২) কৃৎ প্রত্যয় :- ক্রিয়ামূলের বা ধাতুর  সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, তাকে বলা হয় কৃৎ প্রত্যায়। যেমন : চলন্ত,  জমা, লিখিত,
বি:দ্র:- কৃদন্ত শব্দ ও বলে।
★ উপসর্গ :- শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়ে শব্দের অর্থের পরিবর্তন ঘটিয়ে থাকে,  এগুলোকে বলা হয় উপসর্গ।
বিঃদ্র:- উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ না থাকলেও শব্দ বা ধাতুর পূর্বে ব্যবহৃত হলেই অর্থ বাচকতা সূচিত হয়।
যেমন :- পরা, একটি উপসর্গ এর নিজস্ব কোনো অর্থ নেই।  কিন্তু জয় শব্দের পূর্বে যুক্ত হয়ে হল :- পরাজয়,  
বাংলা ভাষায় তিন প্রকারের উপসর্গ দেখা যায় :- ১) সংস্কৃত ২) বাংলা ৩) বিদেশী
১) সংস্কৃত উপসর্গ :- প্র,পরা, অপ --এ রূপ বিশটি সংস্কৃত উপসর্গ রয়েছে।
বি:দ্র:- তৎসম(সংস্কৃত) উপসর্গ তৎসম শব্দ বা ধাতুর পূর্বে ব্যবহৃত হয়।
 যেমন : পূর্ণ একটি তৎসম শব্দ যখন এর আগে "পরি" উপসর্গ যোগে হয় "পরিপূর্ণ"। 
যেমন : কৃদন্ত শব্দের আগে উপসর্গ যোগ করলে কী রূপ অর্থ হয় এবার লক্ষ করি :- ১)আ+হার = আহার (খাওয়া) ২) বি+হার(মালা) = বিহার(ভ্রমণ) ৩) উপ+হার = উপহার (পারিতোষিক) ৪) পরি+হার= পরিহার(বর্জন) ইত্যাদি।
২)বাংলা উপসর্গ :- অ, অনা, অঘা, অা, আব, নি ইত্যাদি,
বি:দ্র:- খাঁটি বাংলা শব্দের আগে এগুলো যুক্ত হয়।  
যেমন :- ১) অ+কাজ = অকাজ,  
২) অনা+ছিষ্টি = অনাছিষ্টি ( সৃষ্টি শব্দজাত) 
৩) বিদেশী  উপসর্গ :- বে -হেড।  ইত্যাদি
অনুসর্গ :- বাংলা ভাষায়, দ্বারা,  দিয়া, কর্তৃক, চেয়ে, থেকে, উপরে,পরে,প্রতি,মাঝে, ব্যতীত, অবধি,হেতু, জন্য, করণ, মত,তবে ইত্যাদি শব্দ গুলোকে অনুসর্গ বলা হয়।
যেমন :- ১)কেবল আমার জন্য তুমি,  ২) মনোযোগ দিয়ে শোন আমার ভাল বাসা ৩) শেষ পর্যন্ত আমি তুমার জন্য। 








গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর :- 
১) ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি? = অর্থ তত্ত্ব
২) নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়? = ভূতত্ত্ব
৩) ব্যাকরণ" কোন ভাষার শব্দ? = সংস্কৃত
৪) ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে? = ভাষার বিশ্লেষণ
৫) সন্ধি, ব্যাকরণের কোন অংশের অালোচ্য বিষয়? = ধ্বনিত্ব
৬) ক্রিয়ামূল, ক্রিয়ারকাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? = রূপতত্ত্ব
৭) ব্যাকরণের কোন অংশে "কারক" সম্বন্ধে আলোচনা করা হয়? = রূপতত্ত্বে
৮) বচন" ব্যাকরণের কোন অংশের অালোচ্য বিষয়? = রূপতত্ত্বে
৯) গৌড়ীয় বাংলা ব্যাকরণ " রচনা করেছেন? = রাজা রামমোহন রায়,
১০) রাজা রামমোহন রায়, রচিত বাংলা ব্যাকরণ গ্রন্থটির নাম কি? = গৌড়ীয় ব্যাকরণ
১১) বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন? = ম্যানুয়েল দ্য আসসুম্পসাও
১২) বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন? = এন বি হ্যালহেড
১৩) কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?= বঅসি হ্যালহেড
১৩) বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা? = রামমোহন রায় 
১৪) রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণ নাম কি? = গৌড়ীয় ব্যাকরণ
১৫) বাংলা ভাষার ব্যাকরণ কে লিখেন? = ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৬) "ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ" কে রচনা করেন? = সুনীতিকুমার চট্টোপাধ্যায়
১৭) পাণিনি কে ছিলেন? = বৈয়াকরণিক
১৮) বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?= রাজা রামমোহন
১৯) কোনটি ঠিক? = ব্যাকরণ ভাষার অনুগামী 
২০) ব্যাকরণ মঞ্জরী কার লেখা? = ড.মুহম্মদনএনামুল হক
২১) ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? = বিশেষ ভাবে বিশ্লেষণ
২২) ব্যাকরণগত দিক থেকে কোন শব্তটা সঠিক? = সঞ্চিতা, সঞ্চয়িতা
২৩) ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ " কে রচনা করেন?= সুনীতিকুমার চট্টোপাধ্যায়
২৪) বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন? = পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন "ম্যানুয়েল দ্য আসসুম্পসাঁও (১৭৪৩সালে)। বাংলা ব্যাকরণ দ্বিতীয় গ্রন্থ রচনা করেন ১৭৭৮ সালে এন বি হ্যালহেড (ইংরেজি ও বাংলা ভাষায়)  
২৫) ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে? = ভাষার বিশ্লেষণ।
২৬) যিনি ভালো ব্যাকরণ জানেন তিনি হলেন? = বৈয়াকরণ
২৭) ণ-ত্ব ও ষ-ত্ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? = ধ্বনিতত্ত্ব
২৮) ক্রিয়ামূল,  ক্রিয়ার কাল,  ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের বিষয়? = রূপতত্ত্ব
২৯) গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন? = রামনারায়ণ তর্করত্ম
৩০) বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে কোন পদ ছাড়া বাক্য গঠন করা যায় না? = ক্রিয়া পদ
৩১) ইংরেজি ব্যাকরণের  Adverb কে বাংলা ব্যাকরণে বলে? = ভাববিশেষণ 
৩২)পাণিনি কে ছিলেন? = বৈয়াকরণিক 
৩৩)ব্যাকরণ ভাষাকে নির্দেশ করে? = ব্যাকরণ ভাষাকে বর্ণনা করে
৩৪) ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিষ্কারের নামই? = ব্যাকরণ
৩৫)ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি কোনটি?= বি+আ+/কৃ+অন 
৩৬) বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন? = মনোএর ডি আস্সুম্পাসাঁও 
৩৭)ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ কে রচনা করেন? = সুনীতিকুমার চট্টোপাধ্যায় 
৩৮)মুগ্ধবোধং ব্যাকরণম্" গ্রন্থটির রচয়িতা কে?= বোপদেব গোস্বামী 
৩৯)ব্যাকরণের কোন অংশে বর্ণমালার বিষয় আলোচিত হয়? = ধ্বনিতত্ত্বে
৪০) ব্যাকরণ শব্দটি হলো? = তৎসম 
৪১) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত ব্যাকরণ গ্রন্থের নাম কি? = ব্যাকরণ কৌমুদী
৪২) অলি-গলি " শব্দটিকে ব্যাকরণের সংজ্ঞায় বলে হয়? = দ্বিরুক্ত অনুচর শব্দ
৪৩)ব্যাকরণ" শব্দের সঠিক অর্থ কোনটি? = বিশেষভাবে বিশ্লেষণ
৪৪) বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? = বাক্যতত্ত্ব
৪৫) ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? = ফলা
৪৬) -কার' কিসের চিহ্ন? = স্বরধ্বনির সংক্ষিপ্ত
৪৭) শব্দ,  শব্দের গঠন, বচন, লিঙ্গ, কারক ইত্যাদি কোন তত্ত্বের আলোচ্য বিষয়? = রূপ তত্ত্ব
৪৮) সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? = ধ্বনিতত্ত্ব 
৪৯) বাংলা ব্যাকরণ প্রথম যে ভাষায় লেখা হয়?= পুর্তুগিজ 
৫০) নিচের কোনটি সাধুরীতির উদাহরণ? = তুলা, বন্য
৫১) ভাষার প্রধান উপাদন? = শব্দ
৫২) ভাষার মৌলিক উপাদান কোনটি? = ধ্বনি
৫৩) বর্ণ হল? = ধ্বনি নির্দেশক প্রতীক
৫৪) শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়? = বর্ণ
৫৫) ভাষার মূল উপাদান হ'ল? = ধ্বনি, শব্দ বাক্য 
৫৬) রাজ রামমোহন রায় প্রাণীত ব্যাকরণের নাম কি? = গৌড়ীয় ব্যাকরণ
৫৭) বাক্যের মৌলিক উপাদান কোনটি? = শব্দ
৫৮) কে দার্শনিক - বিচারমূলক ব্যাকরণকে ব্যাকরণের একটি শ্রেণি বলে মনে করেন? = ড.মুহম্মদ এনামুল হক,  
৫৯) শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে কী বলা হয়? = বর্ণ।
৬০) কোন শব্দটি ব্যাকরণের আলোচ্যসূচিতে পড়ে না?= মনস্তত্ত্ব
৬১) গুরুচণ্ডলী দোষদুষ্ট শব্দ কোনটি? = শবপোড়া
৬২) সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? = ধ্বনিতত্ত্ব 
৬৩) গৌড়ীয় ব্যাকরণ -কার লেখা? = রামমোহন রায়
৬৪) ভাষার মূল উপাদান কোনটি? = ধ্বনি
৬৫) ক্রিয়ার কাল,  ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? = রূপতত্ত্ব
৬৬) ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? = বিশেষভাবে বিশ্লেষণ
৬৭) ব্যাকরণের কোন অংশে কারক ও সমাস আলোচিত হয়? = শব্দ তত্ত্বে
৬৮) অক্ষয় বা তার চিহ্নকে বলে? = বর্ণ
৬৯) সাধু ভাষ ও চলিত ভাষার প্রধান পার্থক্য? = ক্রিয়া পদের ও সর্বনামে
৭০)  শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? = ধ্বনি
৭১) কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ? = গৌড়ীয় ব্যাকরণ
৭২) সারাংশ বা সারমর্ম সাধারণত কয়টি অনুচ্ছেদ লিখতে হয়? = একটি
৭৩) বাংলা ব্যাকরণ প্রথম কোন ভাষায় লেখা হয়? = পুর্তুগিজ
৭৪) ব্যাকরণের কাজ কি? = ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা
৭৫) বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কে লেখেন? = উইলিয়াম কেরি
৭৬) রামমোহন রায় এর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি? = গৌড়ীয় ব্যাকরণ
৭৭) ব্যাকরণ শব্দের বুৎপত্তিগত অর্থ কী? = বিশ্লেষণ
৭৮) বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি কয়টি? = ২ টি
৭৯) সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?= ধ্বনিতত্ত্বে
৮০) নিচের কোনটি ব্যাকরণের পাণিনি ধারা? = শাকতায়নী
৮১) Vocabulary Em Idioma Bengalla E portuguez :Dividio Emduas parts বইটি মুদ্রিত হয় কোন হরফে? = রোমান
৮২) ড.মুহাম্মদ শহীদুলাহ কতসালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসাবে নিযুক্ক হন? = ১৯২১ সালে। 
৮৩) ব্যাকরণ শব্দদের সঠিক অর্থ কোনটি? = বিশেষভাবে বিশ্লেষণ
৮৪) ব্যাকরণের কাজরকি? = ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা
৮৫) ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে? = ভাষার বিশ্লেষণ
৮৬) বাংলা ভাষার ব্যাকরণ কে লিখেন? =  সুনীতিকুমার চট্টোপাধ্যায়
৮৭) ব্যাকরণ -এর মূল ভিত্তি কি? = ভাষা
৮৯) উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপতি হয়েছিল? = ১৪৯৮ খিস্টাব্দে
৯০) কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?= ব্রাসি হ্যালহেড
৯১) কোনটি প্রাচীন বাংলার ক্যাকরণ? = A Grammar of the Bengali Language
৯২) রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণের নাম কি? = গৌড়ীয় ব্যাকরণ
৯৩) বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন?= এন বি হ্যালহেড
৯৪) বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?= মানুয়েল ডি আসসুম্পসাম 
৯৫) বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ কে রচনা করেন? = মানুয়েল ডি আসসুম্পসাম 
৯৬) ভাষা প্রকাশ বাঙ্গলা ব্যাকরণ কে রচনা করেছেন? =সুনীতিকুমার চট্টোপাধ্যায়
৯৭) ব্যাকরণ কোন ভাষার শব্দ? = সংস্কৃত
৯৮) বাংলা ব্যাকরণের বয়স কত? = ২৫০ বছর
৯৯) ড.মুহাম্মাদ এনামুল হক রচিত ব্যাকরণ নাম? = ব্যাকরণ মঞ্জুরী
১০০) কোন প্রখ্যাত ইংরেজ পন্ডিত ইংরেজিতে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন? = ব্রাসি হ্যালহেড
১০১) কোন বাঙালি বাংলা ব্যাকরণ ইংরেজিতে রচনা করেন? = রাজা রামমোহন রায়
১০২) রাজা রামমোহন রায় রচিত "গৌড়ীয় ব্যাকরণ কত সালে বাংলায় অনূদিত হয়? = ১৮৩৩ সালে।
১০৩) উইলিয়াম কেরি রচিত A Grammar of the Bengali Language গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? = ১৮০১ সালে।
১০৪) পর্তুগীজ ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ Vocabulario em Idioma Bengalla,e portuguez Dividio embduas partes" কে রচনা করেন? = মনোএল দ্য আস্সুস্পসাঁও 
১০৫) মানুয়েল ডি আসসুম্পসাম ঢাকার ভাওয়ালে থাকাকালীন প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কবে? = ১৭৩৪ সালে ।