বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে আসা প্রশ্নগুলো উপযুক্ত ব্যাখ্যা ও সমাধান

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে আসা প্রশ্নগুলো উপযুক্ত ব্যাখ্যা ও সমাধান

৩৮ তম বিসিএস এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর।

৩৮ তম বিসিএস এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর।

বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে সব গুলো পরীক্ষাতে আসা “উপন্যাস” গুলোর সমাধান দেয়া হল

বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে সব গুলো পরীক্ষাতে আসা “উপন্যাস” গুলোর সমাধান দেয়া হল

বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে সব গুলো পরীক্ষাতে আসা “উপন্যাস” গুলোর সমাধান দেয়া হল

বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে সব গুলো পরীক্ষাতে আসা “উপন্যাস” গুলোর সমাধান দেয়া হল

বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে সব গুলো পরীক্ষাতে আসা “উপন্যাস” গুলোর সমাধান দেয়া হল

বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে সব গুলো পরীক্ষাতে আসা “উপন্যাস” গুলোর সমাধান দেয়া হল

Saturday, July 27, 2019

গুজবে এক নারীর ভাগ্য সম্পাদনায় মোঃ শেখ সাঈদী


আজ হঠাৎ ঘুম থেকে উঠে ব্যারিস্টার সুমন ভাই এর একটি ফেসবুক লাইভ ভিডিও দেখে মনটা কেবলই পালাই পালাই করছে গত ২১ জুলাই চরম নৃশংসতায় পৈশাচিক উল্লাসে হত্যা করা হয়েছে তসলিমা বেগম রেণুকে। তাঁর ছোট দুই শিশুর ভবিষৎ চিত্র ফেসবুক লাইভ দেখে আমি আর অবিচলিত থাকতে পারলাম না, একদম শুরুতে আমি এই বিষয়টা নিয়ে কিছু লিখতে চাইনি কারণ লিখার অভ্যস আমার নেই বললে ও চলে কিন্তু তসলিমা বেগম রেণুর মৃত্যুর ঘটনাদৃষ্টে না লিখে থাকতে পারলাম না।
গুজব হল এমন কোন বিবৃতি যার সত্যতা অল্প সময়ের মধ্যে অথবা কখনই নিশ্চত করা সম্ভব হয় না। অনেক পন্ডিতের মতে, গুজব হল প্রচারণার একটি উপসেট মাত্র, যা অনেক ক্ষেত্রে "ভুল তথ্য" এবং "অসঙ্গত তথ্য” এই দুই বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে। "ভুল তথ্য" বলতে মিথ্যা ও বানোয়াট তথ্যকে বুঝায় এবং "অসঙ্গতি তথ্য” বলতে বুঝায় ইচছাকৃতভাবে ভ্রান্ত তথ্য উপস্থাপন করা।
যদি আরো সহজ ভাবে বলতে চাই গুজব কি তাহলে এম, ডি, গারব্রিক স্যারের বিখ্যাতপ্রবাদটি যথেষ্ট গুজব কি বোঝার জন্য, স্যার গারব্রিক বলেছেন "কেউ যদি লাল কাচের ভিতর দিয়ে সাদা পদ্মফুলের দিকে তাকায় তবে সে একটি লাল পদ্ম ছাড়া আর কিছু দেখবে না। কিন্তু সেখানে আদৌ কোনো লাল পদ্ম নেই। সুতরাং সমস্যাটা মানুষের দৃষ্টিভঙ্গির মধ্যে। তারা ভুল দৃষ্টিভঙ্গি গঠন করে”
আমি প্রবাদদৃষ্টে বলতে চাই ভুল দৃষ্টিভঙ্গি থেকে গুজব সৃষ্টির প্রথম ধাপ, কারন খারাপ বলে কোনো জিনিস নেই। কোনো জিনিসকে খারাপ বলে মনে করলেই জিনিসটি খারাপ। তা না হলে খারাপ নয়। একটা জিনিস বা বিষয় খারাপ কি ভালো, তা নির্ভর করে কে কোন দৃষ্টিতে জিনিস বা বিষয়টিকে দেখেছে তার ওপর।
আজ আমাদের সমাজের কিছু মানুষ মনুষ্যত্বহীনে রূপান্তরিত হয়ে গিয়েছে একমাত্র গুজবে কান দিয়ে বা গুজবে বিশ্বাসের পাত্র হয়ে অবিশ্বাসের কাজ করে। সবচেয়ে বড় প্রমাণ হল গত ২১ জুলাই চরম নৃশংসতায় পৈশাচিক উল্লাসে হত্যা করা হয়েছে তসলিমা বেগম রেণুকে। এ সময় তিনি করজোড়ে বারবার বলছিলেন আমি আমার ছেলেমেয়েকে এখানে ভর্তি করাত এসেছি। আপনারা আমাকে মারবেন না। তসলিমার এমন আর্তনাদ কেউ আমলে নেয়নি। কারোর মনেই বিন্দুুমাত্র করুণার উদ্রেক হয়নি। বরং ক’জনকে বলতে শোনা গেছে, শালিকে শেষ করে দে। আর যেন জীবনে এখানে না আসে। এই হল আমাদের সমাজের অমানুষিকতার রূপ। এ সময় তিনি চিৎকার করতে থাকেন আমি বাচ্চা ভর্তি করতে এখানে আসি। আমাকে মারবেন না। তার এ কথায় হামলাকারীরা আরও উত্তেজিত হয়ে নৃশংসতা চরম পর্যায়ে নামে। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে গেলে হামলাকারীরা চলে যায়। এরপর হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনাদৃষ্টে লক্ষণীয় যে এটি এমন এক মৃত্যু যার দায় এড়ানো যায় না। এ ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়- অন্তত ৩/৪শ’ লোক রেণুকে চারদিক থেকে ঘিরে তার ওপর হামলে পড়েছে। রেণু বার বার কিছু বলার চেষ্টা করলে তার মুখে ঘুষি মারতে দেখা গেছে একজনকে। সবাই শুধু ভিডিও করা নিয়ে ব্যস্ত কিন্তু একটা মানুষ ও তাঁকে বাঁচানোর জন্য চেষ্টা বা উদ্যোগ গ্রহণ করতে দেখি নি বরং আনন্দজনক বস্তু অবলোকন দৃষ্টি দিয়ে তৃপ্তিসহকারে ভিডিও ধারণের প্রতিযোগিতার সমপ্রতিদ্বন্দ্বিতা চলছিল।
সমাজ পরিবর্তনশীল। বাংলাদেশের সমাজেও এ বৈশিষ্ট্যের ব্যতিক্রম নয়। স্বাধীনতা পরবর্তীকালিন সময় হতে এদেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। শিক্ষা, প্রযুক্তি ও যোগাযোগের পরিবর্তন এদেশের সমাজ ও অর্থনীতিকে আরও একধাপ এগিয়ে নিয়েছে। ব্যাপক শিল্পায়ন ও নগরায়ন নারীর ভূমিকায় পরিবর্তন এনে দিয়েছে। সমাজ জীবনের এ পরিবর্তনে একদিকে যেমন পুরাতন সমস্যাগুলো জটিল রুপ ধারণ করছে, অন্যদিকে তেমনি নতুন নতুন সমস্যার উদ্ভব ঘটেছে। এই নতুন সমস্যার উদ্ভব হল একটি গুজবে কান দেওয়া। এখন সবার মনে একটি প্রশ্নই কাজ করে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখতে কী করণীয় বা কী ভাবে এই গুজব থেকে মুক্তি পাবডিজিটাল এই যুগে মানুষ সন্দেহের ভিত্তিতে হত্যা করবে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যত মানুষ এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করবে, তাদের সকলকেই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
 আমার বিশ্বাস, জনগণের কাছে তথ্যপ্রবাহকে যতটা অবারিত করা হবে, সাধারণ মানুষকে ধোঁয়াশা থেকে মুক্ত করার জন্য যত বেশি প্রয়াস নেওয়া হবে, ততই এ ধরনের গুজব তৈরি হওয়া এবং ছড়িয়ে পড়া কমবে মনে করি। এছাড়া বাংলাদেশের মানুষের মধ্যে সব বিষয়েই রাজনৈতিকভাবে প্রভাবিত হওয়ার প্রবণতা থাকার কারণেও এ ধরনের গুজব তৈরি হয়। প্রত্যন্ত অঞ্চলের মানুষ পূর্ব পুরুষদের কাছ থেকে যেসব গল্প শুনে আসে, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই সেগুলো বিশ্বাস করার প্রবণতার কারণেই এই প্রযুক্তির যুগেও সেসব গল্প সত্যি বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে থাকে।গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা রাষ্ট্রবিরোধী কাজের শামিল এবং গণপিটুনি দিয়ে মৃত্যু ঘটানো ফৌজদারি অপরাধ। পদ্মা সেতু নির্মাণ কাজে ‘মানুষের মাথা লাগবে’ বলে সম্প্রতি ফেসবুকে গুজব ছড়ানো হয়, তা সম্পূর্ণরুপে মিথ্যাচার। আধুনিক সমাজ ব্যবস্থায়, এই প্রযুক্তি নির্ভর সময়ে গুজবে কান দিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করতে হবে কেন? যদি সত্যই কাউকে সন্দেহ হয়, তার গতিবিধি সন্তোষজনক না হয়, তবে বড়োজোর ওই সন্দেহাধীন ব্যক্তিকে প্রশাসনের জিম্মায় দেওয়া যেতে পারে। এর বাহিরে যারা আইনকে নিজের হাতে তুলে কাউকে পিটিয়ে মারছেন, তারা সকলেই সজ্ঞানেই মানুষ হত্যা করছেন বলে মনে করি আমি। তাই, গণপিটুনি দিয়ে মানুষ হত্যার সাথে জড়িত প্রতিটি ঘটনা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সময়ের দাবী। এই ছাড়া অন্য কোনো উপায় আমার চিন্তায় আসে না।
আমাদের দেশে বিভিন্ন সময় গুজব সৃষ্টি করে নানা ধরনের সমস্যার দৃষ্টি করেছে। এই সমস্যা শুধু সমাজের ভেতরেই সীমাবদ্ধতা ছিল না, রাষ্ট্রীয় ভাবেও এর প্রভাব পড়েছিল। বর্তমানে ছেলে ধরার গুজব ছড়িয়ে এই ধরনের একটি রাষ্ট্রীয় সমস্যা সৃষ্টি করেছে এবং গুজব ছড়ানোতে প্রাণহানিরও ঘটনা ঘটছে, যা দেশের বিবেকবান মানুষকে মর্মাহত করেছে। সরকার অবশ্যই এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে। আমরা আশা করি, মানুষের সচেতনতা এবং সরকারের উদ্যোগ গ্রহণের ফলে আমরা অচিরেই গুজব গজব থেকে মুক্তি পাব ইনশা-আল্লাহ।
Md.Sheikh Sayedi
LLB(Hons) LLM(Master's)
Mss in Victimology & Restorative Justice

University of Dhaka

Sunday, October 14, 2018

৪০ তম বিসিএস এর গুরুত্বপূর্ণ জ্যামিতি অংশ।

১) কোন সমকোণী ত্রিভূজের অতিভূজ ছাড়া অন্য দুটি বাহু যথাক্রমে 0.0001  মিটার এবং 0.0002 মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? = 1×10-7
২) একটি সমকোণী ত্রিভূজের ভুমি দৈর্ঘ্য 17 মিটার এবং উচ্চতা 17 মিটার হলে ত্রিভুজটির অতিভূজের দৈর্ঘ্য কত?

= 17 √2
৩) একটি সমবাহু ত্রিভূজের একটি বাহু 16 মিটার। ত্রিভূজটির ক্ষেত্রফল কত?= 64 √3
৪) সমবাহু ত্রিভূজের বাহুর দৈঘ্য যদি a হয় তবে ক্ষেত্রফল হবে?=  √3/4 a2
৫) একটি সমদ্বিবাহু ত্রিভূজের ভুমি 8m এবং উহার দুটি বাহুর প্রতিটি 5m হলে ক্ষেত্রফল কত? = 12m2
৬) একটি সমদ্বিবাহু ত্রিভূজের ভূমি 16m এবং অপর দুটি বাহুর প্রতিটি 10m হলে ক্ষেত্রফল কত?= 48m2
৭) একটি সমদ্বিবাহু ত্রিভূজের একটি কোণের পরিমাণ 50° হলে অপর দুটি কোণের প্রত্যেকটি পরিমাণ হবে কত ডিগ্রী? = 65°
৮) একটি ত্রিভূজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13m, 14m, এবং 15m হলে ক্ষেত্রফল কত?= 84m2
৯) ত্রিভূজ আকৃতি একটি জমির তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে 300m, 400m,এবং 500m হলে জমিটির ক্ষেত্রফল কত?= 60,000
 ১০) একটি চতুর্ভুজের তিনটি কোণের সমষ্টি 280°। চতুর্থ কোনটির মান কত?= 80°
১১) একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 2025 বর্গমিটার। এর চারদিকে বেড়া দেয়া আছে,  বেড়ার মোট দৈর্ঘ্য কত?= 180
১২) একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গ মিটার। এর পরিসীমা কত?= 120
১৩) একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চেয়ে 9 সে.মি বেশি। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 52 বর্গ সে.মি এর দৈর্ঘ্য কত?= 13
১৪) একটি আয়তক্ষেত্রের বাগানের দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্ত 30 মিটার।  বাগানের বেতরে চতুর্দিকে 1 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত?= 136 বর্গমিটার
১৫) একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা কত?= 96
১৬) একটি আয়তাকার মসজিদের মেঝে 15 মিটার দীর্ঘ ও 11 মিটার প্রশস্ত। 2.2 মিটার লম্বা এবং 1.25 মিটার চওড়া কতটি মাদুর দিয়ে এর মেঝে ঢাকা যাবে?= 60 টি।
১৭) ৪৮ মিটার দীর্ঘ একটি আয়তকার ক্ষেত্রফল দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। ঐ আয়তাক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রর ক্ষেত্রফল কত?= 1024
১৮) একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 20  গজ এবং প্রস্ত 14 গজ। এর ভিতরে চারদিকে 2 গজ চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?= 120
১৯) 48 মিটার দীর্ঘ একটি আয়তক্ষেত্রের প্রস্ত দৈর্ঘ্যর এক-তৃতীয়াংশ। ঐ আয়তের সমান পরিসীমা বিশিষ্ট বর্গের একটি বাহু দৈর্ঘ্য? = 32 মি.
২০) একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল? = 36
২১) একটি সমকোণী ত্রিভূজের লম্ব 5 মি. ও ভূমি 12 মি. হলে অতিভূজ কত হবে?= 13
২২) ABCD সামান্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বদ্ধির্ত করা হল, ∠BAD = 100 হলে ∠BCE = কত?= (n=8)
২৩) সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাপ 144° হলে বাহুর সংখ্যা কত?= 10
২৪) সুষম পঞ্চভুজের অভ্যন্তরীন পাঁচটি কোণের সমষ্টি কত?= 545°
২৫) ত্রিভুজে ABC- এর BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হল। ∠A= 60°,∠B= 90° হলে ∠ABC= কত?= 150°
২৬) ত্রিভূজ ABC -এর BC= CA=5 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?= 25√3/4
২৭) একটি সমবাহু ত্রিভূজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে দুটি বহহিস্থকোণ উৎপন্ন হয়। তাদের সমষ্টি কত?= 240°
২৮) কোন ত্রিভূজের একটি কোণের মান 80 হলে অন্য দুটির অনুপাত 2 : 3 হলে ছোট কোনটির মান হবে?= 20°
২৯) ABCD রম্বসের AC ও BD কর্ণ দুটির O বিন্তুতে ছেদ করেছে, ∠ACD= 60° হলে ∠ODC= কত?= 30°
৩০) সমবাহু ত্রিভূজের একটি বাহুকে বর্ধিত করলে বহিঃস্থ কোণের পরিমাণ কত?= 120°
৩১) π/10 রেডিয়ানকে ষাটমূলক পদ্ধতিতে ডিগ্রীতে রূপান্তর করলে কত ডিগ্রী হবে?= 18°
৩২) ABC ত্রিভূজের AB=AC এবং ∠A=80° হলে ∠B= কত?= 50°
৩৩) বৃত্তের ক্ষেত্রফল 18π একক হলে বৃত্তের পরিসীমা কত?= 6π√2
৩৪) ত্রিভূজের যে কোন দুটি কোণ যথাক্রমে 70° এবং 90° হলে তৃতীয় কোনটি পরিমাণ রেডিয়ানে হবে?= π/9
৩৫) দুটি কোণের একটি সাধারণ বাহু থাকলে এবং কোণ দুটির সাধারণ বাহু বিপরীত দিকে অবস্থিত হলে কোন দুটিকে বলে?=  সন্নিহিত কোণ
৩৬) সমকোণী ত্রিভুজের অতিভুজের সংলগ্ন কোণ দুটি প্রত্যেকটি? = সুক্ষ্মকোণ
৩৭) একটি গোলকের ব্যাসার্ধ 5 সে.মি হলে এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত?= 314--
৩৮) ACB বৃত্ত AB জ্যা -এর মধ্যবিন্দু D ∠ADC=90° DC= 2 সে.মি এবং বৃত্তটির ব্যাস 10 সে.মি হলে AB= কত?= 8 সে.মি
৩৯) একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 6 মিটার 4 মিটার ও 20 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল? =
৪০) একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 12 সে.মি, 18 সে.মি এবং মধ্যবর্তী দূরত্ব10 সে.মি হলে ইহার ক্ষেত্রফল? = 150
৪১) ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হল, ∠ACD= 160° ∠ABC+7∠BAC হলে। ∠BAC এর মান কত?= 20
৪২) একটি সমকোণী ত্রিভুজের সূক্ষকোণদ্বয়ের পার্থক্য 6° হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?= 42°
 ৪৩) 18 মিটার দীর্ঘ একটি মই ভুমির সাথে 30° কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। দেওয়ালটির উচ্চতা কত?= 9
৪৪) একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সে.মি হলে, এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? = 9√3/4
৪৫) একটি ট্রাপিজিয়াম আকৃতির লোহার পাতের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 3 সে.মি ও 1 সে.মি এবং এদের লম্ব দূরত্ব 2 সে.মি। পাতটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি?= 4
৪৬) একটি বৃত্তকার মাঠের ব্যাস 26 মিটার। মাঠটির বাইরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাটি মাঠটির ক্ষেত্রফল কত বর্গ মিটার?= π225
৪৭) একটি চাকার ব্যাস 4.2 মিটার। চাকাটি  330  মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে?= 25---
৪৮) একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মি. এবং অপর দুটি বাহুর প্রতিটি 10 মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?= 48 মি
৪৯) একটি ত্রিভুজের তিনটি বাহুর মাপের অনুপাত 5: 6: 7 পরিসীমা 198 সেন্টিমিটার হলে দীর্ঘতম বাহুটি মাপ(সেন্টিমিটার) কত?= 77 সে.মি
৫০) ABC ত্রিভুজের AB=AC=5 সে.মি। যদি ∠A এর এর সমদ্বিখণ্ডক BC বাহুকে E বিন্দুতে ছেদ করে এবং AE= 3 সে.মি হয় তবে BC = কত?= 8
৫১) ত্রিভুজের যে কোন দুটি বহিঃস্হ কোণের সমষ্টি? =
৫৩) কোন সরল রেখা X -অক্ষ এবং Y -অক্ষকে ছেদ করায় ফলে যে ত্রিভুজ গঠিত হবে তার নাম? =
৫৪) চারটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য মিটারের নিম্নরূপ কোনটি সমকোণী ত্রিভুজ? =
৫৫) ABC সমকোণী ত্রিভুজের ∠B=90° হলে?=  90°
৫৬) ABC ত্রিভুজের AB= AC এবং ∠BAC = 40° হলে ∠ABC=? 50°
৫৭) △ABC এর BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হলো ∠A = 60° এবং ∠B= 90° হলে ∠ACD = কত? 150°
৫৮) ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ ∠A শীর্ষ কোণ ∠B ও ∠C দুটি ভূমি কোণ। AB বাহু = AC বাহু ∠B=75° ∠A = কত ডিগ্রী? = 30°
৫৯) যদি  △ABC সমবাহু ত্রিভুজ BC বাহুর মধ্যমা AD হয় ∠BAD এর মান কত?= 30°
৬০) সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য 6 মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল হবে?= 9√3
৬১) সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে?= 16√3
৬২) একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 50 বর্গ সে.মি ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য কত?= 10.75
 ৬৩) কোন ত্রিভুজের ∠A= 60° হলে এর পূরক কোণ কত ডিগ্রী?= 25°
৬৪) ABC ত্রিভুজের AB = AC এবং ∠B =40° হলে ∠A এর মান কত?= 100°
৬৫) ABC সমকোণী ত্রিভুজের অতিভুজ BC= 5 লম্ব AB= 3 হলে ভূমি AC এর মান কত?= 4
৬৬) বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত? = 22/7
৬৭) একটি বৃত্তের একই চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত অশ?=
৬৮) একটি বৃত্তের যে কোন দুটি বিন্দুর সংযোগক রোখাংশকে? =
৬৯) O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে DAB জ্যায়ের মধ্যবিন্দু ∠ODA= কত? 90°
৭০) A ও B কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত O বিন্দুতে বহিঃস্থাভাবে স্পর্শ করেছে। ∠AOB = কত?= 180°
৭১) একটি বৃত্তের ব্যাসার্ধ 4 গজ 1 ফুট 5 ইঞ্চি, বৃত্তটি পরিধি কত?= 28 গজ 4 ইঞ্চি।
৭২)  একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো। এই মুদ্রার চার পাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটি এবং তাদের দুপাশের রাখা মুদ্রাকে স্পর্শ করে?= 6 টি
৭৩) ABC একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ∠BAD ও ∠ BCD এর সমষ্টি কত হবে? = 180°
৭৪) কোন বৃত্তের 10 সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 12 সেন্টিমিটার দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার? = 13
৭৫) O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের OD, AB জ্যা -এর উপর লম্ব এবং AD= 5 সে.মি হলে AB= কত সে.মি হবে?=
৭৬) কোন বৃত্তের অভ্যন্তরে অংকিত বৃহত্তম সমবাহু ত্রিভুজের পরিসীমা P হলে ঐ বৃত্তের ক্ষেত্রফল কত?=
৭৭) একটি সরলরেখার সাথে তার আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ তৈরি হয় তাদের সমষ্টি কত?= 180°
৭৮) রেখচিত্রে অঙ্কনে (-3,-4) বিন্দুটি কোন সমকোণে অবস্থিত হবে?=
৭৯) ABC একটি বৃত্তস্থ ত্রিভুজ AB বাহুকে E পযর্ন্ত বাড়ানো হলো, ∠CBE = 120° হলে ∠ABC=কত?= 60°
৮০)  90° কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী?= 90°
৮১) দুটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির কি কোণ বলে? =
৮২)  △ABC এর ∠B এবং  ∠C এর অন্তদ্বিখন্ডকদ্বয় O বিন্দুতে মিলিত হলে, ∠ BOC= কত?
৮৩) একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে, চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রী ঘুরে?= 1 বার
৮৪) AB ও CD সরল রেখাদ্বয় O বিন্দুতে ছেদ করলে নিম্নে কোন গাণিতিক ব্যাখ্যাটি সঠিক?=
৮৫) ∠A ও ∠B পরস্পর সম্পূরক কোণ  ∠A= 115° হলে ∠B =কত ? = 65°
৮৬) কোনটি 35° কোণের পূরক কোণ?=
৮৭) 253° কোণকে কি কোণ বলে?=
৮৮) একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণ গুলির সমষ্টি কত ডিগ্রী?=
৮৯) কোণ সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ  135° হলে উহার বাহুর সংখ্যা কত?= 8
৯০) একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3:4:5 হলে কোণ তিনটির ডিগ্রীতে প্রকাশ করুণ? =
৯১) সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণে 50° হলে অপর কোনটি কত?=
৯২) ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 72° এবং 52° হলে অপর কোনটি পরিমাণ? =
৯৩) উপরের ছবিতে n°= কত?=
৯৪) একটি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ 100° হলে পরিধিস্থ কোণের পরিমাণ হবে?=
৯৫) 37 ডিগ্রী কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত?=
৯৬) 28° কোণের সম্পূরক কোণের পরিমাণ কত?=
৯৭) একটি সরলরেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ? =
৯৮) একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরল রেখার অর্ধেকের উপর অংকিত বর্গের কত গুণ?=
৯৯) কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণায়ক সুত্র?=
১০০) একটি সমবাহু ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের আয়তন 100π হলে ঐ ষড়ভুজের আয়তন কত?=
১০১) সুষম ষড়ভুজের কোন একটি বাহুকে বার্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত?=
১০২) একটি সমকোণী ত্রিভুজের ভূমি  8 ফুট এবং লম্ব 6 ফুট হলে অতিভুজের দৈর্ঘ্য কত?=
১০৩) একটি ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গগজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অংকিত লম্বের দৈর্ঘ্য 12 গজ হলে ভূমির দৈর্ঘ্য কত?=
১০৪) একটি বাড়ি 40 ফুট উচু, একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেওয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে, মইটি কত ফুট লম্বা?
১০৫) ABCD রম্বসের ∠A = 60° হলে ∠D= কত?
১০৬) একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ পাঁচটি কোণের সমষ্টি হবে?=
১০৭) Y= 3x+2, Y=-3x+2, এবং Y=-2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কি?=
১০৮) x+y= 0 এবং 2x-y+3=O সরল রেখা দুটি কোণ বিন্দুতে ছেদ করে?=
১০৯) 13 সে.মি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সে.মি দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য? =
১১০) একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সে.মি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি?=
১১১) একটি ত্রিভুজের 3 টি বাহুর দৈর্ঘ্য 4,5, ও 3 ফুট হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?=
১১২) সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 10 মিটার হলে,  ত্রিভুজটির ক্ষেত্রফল হবে?=
১১৩) কোনো চতুর্ভুজে দুটি বিপরীত বাহু সমান্তরাল হলে এবং অপর দুটি বাহু তির্ষক হলে চতুর্ভুজটি হবে?=
১১৪) ∠A ও ∠B পরস্পর সম্পূরক কোণ, ∠A=115° হলে ∠B = কত?
১১৫) ABCD সামান্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বাগানো হলো ∠BAD=100° হলে ∠BCE=  কত?
১১৬) ABCD সামন্তরিকে ∠BCD= 130° হলে,  ∠ABC এর মান কত?=
১১৭) রম্বসের ক্ষেত্রফল কত?=
১১৮) একটি রম্বস ক্ষেত্রের কর্ণ যথাক্রমে 5 সে.মি ও 4.5 সে.মি,  এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি? =
১১৯) ত্রিভুজ ABC এর BE = FE= CF, △AEF এর ক্ষেত্রফল 48 বর্গফুট হলে, ত্রিভুজ BCE এর ক্ষেত্রফল কত বর্গফুট?= 72 বর্গফুট
১২০) নিম্নে কোণ বৃত্তের সমীকরণ? =
১২১) দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত  3:2 বৃত্তদুটির আয়তনের অনুপাত কত হবে? =9:4
১২২)  x2+y2= aবৃত্তের পরিসীমা কত হবে?=
১২৩) কোন বৃত্তের কেন্দ্র O, APB তিনটি পরিধিস্থ বিন্দু এবং ∠APB= 90° হলে ∠AOB সমান কত?
১২৪) 0 কেন্দ্রবিশিষ্ট বৃত্ত AB,Aবিন্দুতে স্পর্শক।∠ AOB= 60° হলে ∠ABO= কত?
১২৫) ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য হবে?=
১২৬) একটি বৃত্তের ব্যাসার্ধ a হলে তার ক্ষেত্রফল কত হবে?=
১২৭) △ABC-এ AD ∠ এর সমদ্বিখণ্ডক এবং ∠ ADB সূক্ষকোণ হলে?=
১২৮) একটি ত্রিভুজের যে কোন একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কোণ ধরনের?
১২৯) বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়?=
১৩০) △-এর তিন কোণের সমষ্টি কত?=
১৩১) একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ঐ রেখাংশের এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ?=
১৩২) একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2:3:4 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত?=
১৩৩) একটি সুষম ষড়ভুজের একটি কোণের পরিমাণ কত?=
১৩৪) ABC ত্রিভুজের AB= AC এবং ∠A= 80° হলে ∠B = কত?
১৩৫) বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশের বৃত্তের একটি?  = জ্যা
১৩৬) একটি রম্বসের কর্ণদ্বয় 40 সে.মি ও 60 সেমি,  রম্বসের ক্ষেত্রফল কত?=
১৩৭) একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে x,  x/2, 3x/2 বৃহত্তম কোণটির মান কত?=
১৩৮) দুইটি বৃত্ত পরস্পরকে অন্ত:স্পর্শ করলে,  বৃহত্তর বৃত্তটির ব্যাসার্ধ 6 সে.মি এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 2 সে.মি, অপর বৃত্তের ব্যাসার্ধ কত?=
১৩৯) ত্রিভুজের কোণগুলোর অন্তঃসমদ্বিখন্ডকত্রয়ের ছেদ বিন্দুটির নাম কি? =
১৪০) দুটি ত্রিভুজ পরস্পর সর্বসময় হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয়?=
১৪১) দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটি অপরটির কি বলে?=
১৪২) সমকোণী ত্রিভুজের সমকোণে সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সে.মি হলে উহার অতিভূজের মান কত?
১৪৩) ত্রিভুজের একটি কোণ এর অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি?
১৪৪) অ,আ,ই ত্রিভুজে আ কোনটি ই কোণের সমান। ঈ হচ্ছে আ ই-এর মধ্যে একটি বিন্দু। অ,ঈ রেখাটি  ∠অ-কে সমদ্বিখন্ডিত করে।নিচের কোন বক্তব্যটি সঠিক?
১৪৫) একটি ত্রিভুজের ভূমির পরিমাণ 4 মিটার ও উচ্চতা 3 মিটার ক্ষেত্রফল কত?=
১৪৬) একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা হয়?
১৪৭) ত্রিভুজের একটি বাহু বর্ণিত করলে বহিঃস্থ কোনটি?
১৪৮) একটি ত্রিভুজকে একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?= 3টি
১৪৯) ত্রিভুজের ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে কোন অনুপাতের অন্কবিভর্ক্ত করে?
১৫০) ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয়?=
১৫১) বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলা হয়? =
১৫২) একটা সমকোণে থাকে?
১৫৩) কোন সুষম বহুভুজের বহিঃস্থ কোণের পরিমাণ কত হলে বাহুর সংখ্যা 6 টি হবে?
১৫৪) কোন সুষম বহুভুজের 1 টি বহিঃস্থকোণ 72 হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত?
১৫৫) কোন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত?=
১৫৬) সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে?=
১৫৭) চতুর্ভুজের চার কোণের অনুপাত 1:2:2:3 হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রী?
১৫৮) চতুর্ভুজের চার কোণের অনুপাত 1:2:2:3 হলে বৃহত্তম কোণের পরিমাণ হবে?
১৫৯) (66) এবং (2,3) বিন্দুদ্বয়ের দূরত্ব কত?
১৬০) AB রেখাংশের উপর P একটি বিন্দু হলে কোন সম্পর্কটি সব সময় প্রযোজ্য?
১৬১) একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r+n করা হয়,  তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়?=
১৬২) একটি ট্রাপিজিয়াম সমান্তরাল বাহু দুইটির দের্ঘ্য 5 মিটার  ও 7 মিটার, এর ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে, বাহু দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত হবে?
১৬৩)120 ডিগ্রী কোণের সম্পূরক কোণ কত?
১৬৪) কোনো চতুর্ভুজে দুটি বিপরীত বাহু সমান্তরাল হলে এবং অপর দুটি বাহু তির্যক হলে চতুর্ভুজটি হবে?
১৬৫) 55°  কোণের পূরক কোণের পরিমাণ কত?
১৬৬) যে চতুর্ভুজের কেবল মাত্র দুটি বাহু সমান্তরাল তাকে বলে? =








Monday, September 17, 2018

জাতিসংঘ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর সম্পাদনায় মোঃ শেখ সাইদী (ঢাকা বিশ্ববিদ্যালয়)


                                    The United Nations(জাতিসংঘ)
                              সম্পাদক :- Md.Sheikh Sayedi Ibn Salam

 আটলান্টিক সনদ(Atlantic Charter):-  ১৯৪১ সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী "উইনস্টন চার্চিল" এবং "মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট" একটি দ্বিপক্ষীয় আলোচনায় মিলিত হন। "আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ রণতরী প্রিন্সেস অব ওয়েলস" এবং ১৯৪১ সালের ১২ আগস্ট তাঁরা একটি "শান্তি পরিকল্পনার খসড়া প্রণয়ন করেন" এই খসড়াটির নাম হল:-আটল্যান্টিক সনদ।

 তেহেরান সম্মেলন(Tehran Conference):- ১৯৪৩ সালে ইরানের তেহেরানে: এক বৈঠকে জাতিসংঘ গঠনে একমত হন এবং মহাযুদ্ধোত্তর ফলাফল নির্ধারণ করেন। মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল, সোভিয়েত সেক্রেটারি জেনারেল স্ট্যালিন। এই সম্মেলনে আমেরিকা, ব্রিটিশ , রুশ মিলিত হয়।

  ইয়াল্টা সম্মেলন( Yalta Conference):- ১৯৪৫ সালে ফেব্রুয়ারি মাসে "ইউক্রেনের ইয়াল্টা এক সম্মেলনে মিলিত হন। মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল, সোভিয়েত সেক্রেটারি জেনারেল স্ট্যালিন, " যুদ্ধের পরবর্তী ইউরোপের পুনর্গঠনের জন্য।

 জাতিসংঘ:- জাতিসংঘ একটি সংগঠন "বিশ্বের জাতিসমূহের" মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট সর্বপ্রথম "জাতিসংঘ" নামটি ব্যবহার করেন "আটলান্টিক সনদে" তাই মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট হল:- জাতিসংঘ গঠনের "প্রস্তাবক"
দ্রষ্টব্য:-- জাতিসংঘ নামটি সর্বপ্রথম অফিসিয়াল ভাবে ব্যবহৃত হয়েছে:- আটলান্টিক সনদে।           


 জাতিসংঘের উদ্দেশ্যেসমূহ:-
ü  ) যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করার জন্য।
ü  ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা নিশ্চিত করা।
ü  ) আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা।
ü  ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা নিশ্চিত করা।

 United Nations Charter(জাতিসংঘ সনদ):- শান্তি নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্য ১৯৪৫ সালের ২৬ জুন বিশ্বের ৫০ টি দেশ জাতিসংঘের মূল সনদে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকোতে।
ü ১৯৪৫ সালের ১৫ অক্টোবর ৫১ তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘের সনদে(United Nation Charter)স্বাক্ষর করে।
ü ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হয়। এজন্য প্রতিবছর ২৪ শে অক্টোবর "জাতিসংঘ দিবস" হিসেবে পালিত হয়।

  জাতিসংঘের পতাকা:-
) হালকা নীলের উপর সাদা রঙের জাতিসংঘের প্রতীক।
) জাতিসংঘের প্রতীকের মাঝখানে পৃথিবীর মানচিত্র,
) দুই পাশে দুটি জলপাই গাছের পাতা (জলপাই গাছ শান্তিরপ্রতীক)
  (Headquarters) জাতিসংঘের সদর দপ্তর:--নিউইয়র্ক(যুক্তরাষ্ট্র)
 দ্রষ্টব্যঃ- ইউরোপীয় দপ্তর হল:- জেনেভা(সুইজারল্যান্ড)

   (Official languages) দাপ্তরিক ভাষা:-- দাপ্তরিক ভাষা ৬টি যথা:- ) ইংরেজি ) ফরাসি )চীনা ) রুশ ) স্প্যানিশ ) আরবি
দ্রষ্টব্য :- )Mandarin = চীনা ) French = ফরাসি ) Russian = রুশ

 United Nations Membership জাতিসংঘের সদস্যপদ:--
) জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি রাষ্ট্র।
 দ্রষ্টব্য:- ২০১১ সালের ১৪ জুলাই ১৯৩ তম সদস্য রাষ্ট্র হিসেবে যোগদান করে "দক্ষিণ সুদান"

)  ১৯৭১ সালে ২৫ অক্টোবর গণচীন জাতীসংঘের অন্তর্ভুক্ত হয়।
                     দ্রষ্টব্য:- তাইওয়ানকে জাতিসংঘ হতে বহিষ্কার করা হয়।
) ১৯৬৫ সালে ইন্দোনেশিয়া জাতিসংঘ হতে নিজেকে প্রত্যাহার করে নেয়।
                     দ্রষ্টব্য :- ১৯৬৬ সালের ২৮ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া পুনরায় জাতিসংঘে যোগদান করে।
 জেনে রাখা ভাল:--
ü  ) জাতিসংঘের বৃহত্তম সদস্য দেশ হল:- রাশিয়া
ü  ) জাতিসংঘের বৃহত্তম জনসংখ্যার দেশ হল:-চীন
ü  ) জাতিসংঘের ক্ষুদ্রতম সদস্য দেশ হল:-মোনাকো
ü  ) জাতিসংঘের ক্ষুদ্রতম জনসংখ্যার সদস্য দেশ হল:- টুভ্যাল

 UN permanent Observer State (জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র) :--
ü ) ফিলিস্তিন রাষ্ট্র(প্যালেস্টাইন)
ü ) ভ্যাটিকান সিটি



 principle Organs of United Nations (জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা):-
                               ) General Assembly (সাধারণ পরিষদ)
                             ) Security Council (নিরাপত্তা পরিষদ)
                             )Economic and Social Council(অর্থনৈতিক সমাজিক পরিষদ)
                             )Secretariat (সচিবালয়)
                             ) International Court of Justice(আন্তর্জাতিক আদালত)
                             ) Trusteeship Council (অছি পরিষদ)

  General Assembly (সাধারণ পরিষদ):----
Ø ১৯৪৬ সালের ১০ জানুয়ারিতে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন "লন্ডনে ওয়েষ্টস্ট মিনিস্টার হলে অনুষ্ঠিত হয়।
ü  ) প্রতিবছর একবার অধিবেশনে বসে।
ü  ) প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার অধিবেশন শুরু হয়।
ü  )প্রতিটি সদস্য দেশ সর্বোচ্চ জন প্রতিনিধি পাঠাতে পারে।
ü  ) প্রত্যেক রাষ্ট্রের একটি মাত্র ভোট দানের অধিকার রয়েছে।
ü  )অধিবেশনে শুরুতেই সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে মাধ্যমে পরিষদের মধ্যে একজন সভাপতি হবে।
                           দ্রষ্টব্য:- সভাপতির মেয়াদ থাকবে এক বছরের। 
ü  ) পরিষদের ষষ্ঠ বিশেষ অধিবেশনের "নয়া অান্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব" গৃহীত হয়।
ü  ) সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী "প্রতি বছর ২১ মার্চ" "আন্তর্জাতিক বর্ণবেষম্যবাদ বিরোধ দিবস" পালন করা হয়।

Ø যে কোন দেশ জাতিসংঘের সদস্য হতে পারে:--
ü  ) তবে সাধারণ পরিষদের সদস্য হবে।
ü  ) নিরাপত্তা পরিষদের অনুমোদন সাপেক্ষে হবে।
ü  ) জাতিসংঘের সনদের নিয়ম কানুন মেনে চলার শর্তে হবে।
ü  ) যে কোন শান্তিকামী দেশ হতে হবে।

  General Assembly (সাধারণ পরিষদের) কাজ :--) মহাসচিব নিয়োগ ) নতুন সদস্য গ্রহন ) কোন সদস্য রাষ্ট্রকে বহিষ্কার ) জাতিসংঘের বাজেট পাস ) সদস্য রাষ্ট্রের চাঁদার পরিমাণ নির্ধারণ ) বিভিন্ন সংস্থার সদস্য নির্বাচন ) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন ) অন্যান্য সংস্থার বার্ষিক রিপোর্ট পর্যালোচনা।

  Security Council (নিরাপত্তা পরিষদ):--
Ø  নিরাপত্তা পরিষদ হল:- Executive body of the United Nations (জাতিসংঘের নির্বাহী পরিষদ)
Ø নিরাপত্তা পরিষদ সদস্যপদ(Membership):--
ü  ) প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র ছিল:--১১টি
      দ্রষ্টব্য :- টি স্থায়ী এবং টি অস্থায়ী=১১টি

) ১৯৬৩ সালে জাতিসংঘের সনদের সংশোধন করে অস্থায়ী সদস্য থেকে ১০ উন্নীত করেছে।
দ্রষ্টব্য :- ৫টি স্থায়ী এবং ১০ টি অস্থায়ী = ১৫ টা

Ø  স্থায়ী সদস্য(permanent members):- ) যুক্তরাষ্ট্র, )যুক্তরাজ্য, )রাশিয়া, )ফ্রান্স এবং )গণচীন
দ্রষ্টব্য :-- ১৯৯১ সালে তৎকালীন নিরাপত্তা  পরিষদের স্থায়ী সদস্য Soviet Union (USSR) সেভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায় এবং রাশিয়া স্থলাভিষিক্ত হয়।

Ø  Non-permanent members(অস্থায়ী সদস্য) :-
ü  ) ২০১৫-২০১৬ সালের জন্য )অ্যাঙ্গোলা,) মালয়েশিয়া ) নিউজিল্যান্ড ) স্পেন ) ভেনিজুয়েলা
ü  ) ২০১৬-২০১৭ সালের জন্য ) মিশর, ) সেনেগা ) উরুগুয়ে ) জাপান ) ইউক্রেন
     দ্রষ্টব্য :- বছর জন্য মেয়াদ হবে।
Ø Veto power :--
ü  ) "ভেটো" "শব্দের অর্থ আমি মানি না"
ü  ) নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচটি সদস্য দেশের ভেটো প্রধানের ক্ষমতা আছে।
ü  ) ভেটো প্রয়োগকারী বিরোধিতা করলে সংখ্যাগোষ্ঠী ভোট কার্যকর হয় না।
ü  ) ভেটো হবে কেবল Non-procedural Matters
ü  ) কোন স্থায়ী সদস্যদের দ্বিমত পোষণ করলে সে প্রস্তাব আর অনুমোদিত হয় না।
Ø  নিরাপত্তা পরিষদের দপ্তর হল:-- জাতিসংঘের "কনফারেন্স বিল্ডিং" নিউইয়র্ক (যুক্তরাষ্ট)
Ø Functions of Security council ( কাজ):-
) আলাপ আলোচনা
) আপোষ
) মধ্যস্থতা সালিশের মাধ্যমে (আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য)
) কোন চেষ্টা ব্যর্থ হলে নিরাপত্তা পরিষদ "সমরিক শক্তি প্রয়োগ করতে পারে"
) বিশ্বের শান্তি নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব পরিষদের উপর ন্যস্ত।
Ø  পভাপতিত্ব (presidency):--নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব পর্যায়ক্রমে সদস্যদের মধ্যে মাসিক ভিত্তিতে আবর্তিত হয়।

Economic and Social Council (ECOSC) অর্থনৈতিক ও সমাজিক পরিষদের:-
Ø (Membership) সদস্যপদ :-
ü  ১) ৫৪ টি দেশ।
ü  ২) প্রতি ৩ বছরে এক তৃতীয়াংশ সদস্য অবসর গ্রহণ করে
ü  ৩) বাংলাদেশ ২০১০-২০১২ সালের জন্য অর্থনৈতিক ও সমাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়।
Ø Session অধিবেশন:-
ü  ১) বছরে কমপক্ষে ২ বার হবে নিউইয়র্ক বা জেনেভায়।
ü  ২) প্রত্যেক সদস্যের একটি করে ভোটের অধিকার আছে।
ü  ৩) প্রস্তাব গৃহীত হবে কেবল সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে।
Ø  Functions (কাজ):-
ü  ১) মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন করা
ü  ২) বেকার সমস্যার সমাধান করা
ü  ৩) শিক্ষা প্রসার করা
ü  ৪) মানবাধিকার কার্যকর করা
দ্রষ্টব্য :- এ পরিষদের অন্যতম দায়িত্ব হল:- কল্যাণমূলক বিষয়ে সুপারিশ করা "সাধারণ পরিষদের কাছে"
Ø Chamber (সদর দপ্তর):-  United Nations Conference Building (জাতিসংঘের কনফারেন্স বিল্ডিং)
Ø জাতিসংঘের বিভিন্ন আঞ্চলিক কমিশন:-
১) Economic and Social Commission for Asia and the Pacific(ESCAP=এসকাপ)
   দ্রষ্টব্য :- সদর দপ্তর হল:- ব্যাংকক(থাইল্যান্ড)
২) Economic and Social Commission For Western Asia(ESCWA)
দ্রষ্টব্য :- সদর দপ্তর হল:-বৈরুত(লেবানন)
৩) Economic Commission for Africa (ECA =ইসিএ)
দ্রষ্টব্য :- সদর দপ্তর হল:- আদ্দিস আবাব(ইথিওপিয়া)
৪) Economic Commission for Europe(ECE)
দ্রষ্টব্য :- সদর দপ্তর হল:- জেনেভা(সুইজারল্যান্ড)
৫) Economic Commission for Latin America and the Caribbean(ক্যারিবীয়)(ECLAC)
দ্রষ্টব্য :- সদর দপ্তর হল:- সান্টিয়াগো(চিলি)
( আন্তর্জাতিক আদালত)  International Court of Justice (ICJ):-
ü ১) আন্তর্জাতিক আদালত "নেদারল্যান্ডেরর দ্যা হেগে (The Hague) অবস্থিত।
ü ২) যে কোন সদস্য রাষ্ট্র অন্য সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে এই আদালতে বিচারপ্রার্থী হতে পারে।
 দ্রষ্টব্য :- কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায়না।
ü ৩) ১৫ জন বিচারকের সমন্বয় এই আদালত গঠিত হবে।
   দ্রষ্টব্য : বিচারকের মেয়াদকাল হবে ৯ বছরের জন্য।
ü ৪) আদালতের রায় নিরাপত্তা পরিষদ কর্তৃক কার্যকরী হবে।
ü ৫) বিচারকদের মধ্যে থেকে একজন সভাপতি (president) হবে।
দ্রষ্টব্য :- সভাপতির মেয়াদ হবে কেবল ৩ বছরের জন্য।
Ø (আন্তর্জাতিক অপরাধ আদালত)the International Criminal Court (ICC):-
দ্রষ্টব্য :- আমরা এই আদালতকে "স্থায়ী সালিসি আদালত" ও  বলতে পারবো।
ü ১) আন্তর্জাতিক অপরাধ আদালত ১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত "রোম চুক্তির"(Rome Statute) মাধ্যমে।
ü ২) কোন অঙ্গপ্রতিষ্ঠান নয়।এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান।
ü ৩) ICC কার্যকর হয়ে যাত্রা শুরু করে  ২০০২ সালের ১ জুলাই।
ü ৪) ইসরাইল, যুক্তরাষ্ট্র, সুদান, যুক্তরাষ্ট্র  "রোম চুক্তি হতে নিজের প্রত্যাহার করে নিয়েছে।
ü ৫ ICC সদর দপ্তর হল:- নেদারল্যান্ডের হেগে।

 জাতিসংঘ সচিবালয়(UN Secretariat):-
ü ১) মহাসচিব এবং কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে গঠিত।
ü ২) মহাসচিব হল প্রধান প্রশাসনিক কর্মকর্তা।
ü ৩)মহাসচিব নিযুক্ত হবে নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে
ü ৪)মহাসচিব নিযুক্ত হবে ৫ বছরের জন্য, 
Ø UN Secretary General(জাতিসংঘের মহাসচিববৃন্দ):--
১) প্রথম মহাসচিব হলেন:- "ট্রিগভেলি"(Trygve Lie)
দ্রষ্টব্য :- ১) তাহার সময়কাল হল:(১৯৪৬-৫৩)পর্যন্ত
             ২)তাঁর বাড়ি ছিল:- Norway
          ৩) তিনি পদত্যাগ করেছিলেন
২) দ্বিতীয় মহাসচিব হলেন:- দ্যাগ হ্যামারশোন্ড
দ্রষ্টব্য :- ১) তাহার সময়কাল হল: (১৯৫৩-৬১)পর্যন্ত
             ২)তাঁর বাড়ি ছিল:- Sweden
          ৩) ১৯৬১ সালে বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
          ৪) তিনি শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করে।
          ৫) তিনি তাঁর নাম লিখতেন Dag Hammarskjold
৩) তৃতীয় মহাসচিব হলেন:- উ থান্ট ( U Thant)
দ্রষ্টব্য :- ১) তাহার সময়কাল হল:(১৯৬১-৭১)পর্যন্ত
          ২) এশিয়া মহাদেশ থেকে নির্বাচিত প্রথম মহাসচিব।
          ৩) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কালের জাতিসংঘের মহাসচিব।
          ৪)তার বাড়ি ছিল:- মায়ানমার
৪) চতুর্থ মহাসচিব হলেন:- কুর্ট ওয়ার্ল্ডহেইম (Kurt Waldheim)
৫) পঞ্চম মহাসচিব হলেন:- জ্যাভিয়া পেরেজ দ্য কুয়েলা (Javier Perez de Cuellar).
দ্রষ্টব্য :- দক্ষিণ আমেরিকা থেকে নির্বাচিত প্রথম UN মহাসচিব।
৬) ষষ্ঠ মহাসচিব হলেন:- ড.বুট্টোস ঘালি
দ্রষ্টব্য :- ১) তাহার বাড়ি হল :- Egypt (মিশর)
          ২) আফ্রিকা মহাদেশ থেকে প্রথম মহাসচিব
৭) সপ্তম মহাসচিব হলেন:- কফি আনান Kofi Annan
দ্রষ্টব্য :- ১)তাঁর সময় কাল হল:- ১৯৯৭-২০০৬ পর্যন্ত
          ২) তাহার বাড়ি হল:-  Ghana
          ৩) ২০০১ সালে জাতিসংঘের সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
          ৪) আফ্রিকা মহাদেশ থেকে দ্বিতীয় মহাসচিব।
৮) অষ্টম মহাসচিব হলেন:- বান কি মুন।
দ্রষ্টব্য :-  ১)তাহার বাড়ি হল :- (দক্ষিন কুড়িয়া)
          ২) তাহার সময় কাল হল:- ২০০৭ - অজপর্যন্ত
 Trusteeship Council (অছি পরিষদ) :-
ü ১) অনন্নত অঞ্চলের তত্ত্বাবধান ভার নেয়।
ü ২) এলাকার অধিবাসীদের স্বাধীনতা তথা দেশ শাসনের জন্য উপযুক্ত করে গড়ে তোলাই হচ্ছে অছি পরিষদের দায়িত্ব
ü  ৩) ১৯৯৪ সাল হতে এ পরিষদের কার্যক্রম স্থগিত রয়েছে।
Extra information of UN:-
  জাতিসংঘের সদর দপ্তরের জমি দান করেন "জন ডি রকফেলার জুনিয়র"
জাতিসংঘের সনদের রচয়িতা হলেন:- Archibald Macleish
জাতিসংঘের বাজেট ঘোষিত হয় দু'বছরে একবার
জাতিসংঘের সদস্য রাষ্ট্র নয় ৪ টি দেশ তা হল:-- ১) তাইওয়ান ২) ভ্যাটিকান সিটি  ৩) কসোভো ৪) ফিলিস্তিন
জাতিসংঘের রেডিও বাংলা যাত্রা শুরু করে ২১ ফ্রেব্রুয়ারি ২০১৩ সালে।
জাতিসংঘের রেডিও ওয়েবসাইটে খবর প্রচার করা হয় ৯ টি ভাষায়।
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি হল:- বিজয়া লক্ষ্মী পণ্ডিত (ভারত)
জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম মুসলিম নারী সভাপতি (২০০৬) ছিল:- সায়খা হায়া বিনতে রশিদ আল খলিফা (বাহরাইন)
Veto শব্দটি হল :- ল্যাটিন শব্দ
নিরাপত্তা পরিষদে সর্বোচ্চবার অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে "জাপান"
অর্থনৈতিক ও সমাজিক পরিষদের প্রতি বছর এবং তিন বছর মেয়াদের জন্য সদস্য নির্বাচিত হয় ১৮ জন।
অর্থনৈতিক ও সমাজিক পরিষদের আঞ্চলিক কমিশন রয়েছে  ৫ টি
আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী (১৯৮৮ সালে) বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমের মধৌমে বিবাদ মীমাংসায় ভূমিকার জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
জাতিসংঘ ২০০১ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
  IAEA ২০০৫ সালে বিশ্বের পরমাণু অস্ত্রবিস্তার রোধ নিরস্ত্রীকরণ এবং শান্ততিপুর্ণ ব্যবহারে যথাযোগ্য ভূমিকা পালনের স্বীকৃতি স্বরূপ নোবেল লাভ করেন।
জাতিসংঘের নোবেল সংক্রান্ত :---
১)করডেল হান্স ১৯৪৫ সালে জাতিসংঘের প্রতিষ্ঠায় নেতৃত্ব দানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
২)দ্যাগ হ্যামারশোন্ড ১৯৬১ সালে কঙ্গো সংকট নিষ্পত্তিতে ভূমিকার জন্য নোবেল পুরস্কার পান।
 জাতিসংঘের প্রস্তাব সংক্রান্ত :--
১)জাতিসংঘের ৬৬১ নাম্বার প্রস্তাব হল:- ইরাক কুয়েত যুদ্ধ
২) জাতিসংঘের ১২৬৭ নাম্বার প্রস্তাব হল:-আফগানিস্তান সংক্রান্ত
৩) জাতিসংঘের ১৪৪১নাম্বার প্রস্তাব হল:- ইরাকে অস্ত্র পর্যবেক্ষণ
৪) জাতিসংঘের ১৭৮৭  নাম্বার প্রস্তাব হল:- আন্তর্জাতিক সন্ত্রাসবাদী আইন
৫) জাতিসংঘের ১৮১০ নাম্বার প্রস্তাব হল:-WMD এর বিস্ফোরণ প্রতিরোধ
৮) জাতিসংঘের ২০৮১ নাম্বার প্রস্তাব হল:-  আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সাবেক যুগোস্লাভিয়া জন্য  আইন।
জাতিসংঘ সম্পর্কে গুরুত্বপূর্ণ  তথ্য:--
 জাতিসংঘের সদর দপ্তরের জমিদাতা হলেন:-- জন ডি. রকফেলার
 জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি হলেন:- ওয়ালেস কে হ্যারিস
   জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত হল:-- ইস্ট নদীর তীরে
 জাতিসংঘের আফ্রিকান সদর দপ্তর হল:- কেনিয়ার নাইরোবিতে
 অস্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘের অফিস স্থাপিত হয় ১৯৮০ সালে।
 নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সভাস্থালের নাম হল;- ফসিং  মিডোস
   জাতিসংঘের মোটো (motto নীতিবাক্য) হল:- এটা তোমার পৃথিবী (it is your world) 
   জাতিসংঘের লাইব্রেরির নাম হল:-- দ্যাগ হ্যামারশোন্ড লাইব্রেরি
   জাতিসংঘের সদর দপ্তরের ওয়েস্ট কোট গার্ডেনে শান্তি ঘন্টায় জাপানি ভাষায় লেখা রয়েছে :- "নিরঙ্কুশ" ( বিশ্বশান্তি দীর্ঘজীবী হোক)
 জাতিসংঘের সাধারণ পরিষদ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:--
) সাধারণ পরিষদের অপর নাম হল:-- আলোচনা পরিষদ
) সাধারণ পরিষদের মূল কমিটির সংখ্যা হল টি
) জাতিসংঘের আলোচনার কেন্দ্রবিন্দুকে বলা হয় :-- সাধারণ পরিষদ
 জাতিসংঘের নিরাপত্তা  পরিষদ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:-
) নিরাপত্তা পরিষদের অপর নাম হল:-- স্বস্তি পরিষদ
) নিরাপত্তা পরিষদের  সভাপতির মেয়াত মাস
) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ লাভের জন্য G-4 নামে সংঘ গঠন করে। ) জাপান ) জার্মানি ) ভারত ব্রাজিল
 জাতিসংঘের অর্থনৈতিক সমাজিক পরিষদ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:--
) অর্থনৈতিক সমাজিক পরিষদ কে বলা হয়:- UN family
) অর্থনৈতিক সমাজিক পরিষদের অপর নাম :- উন্নয়ন পরিষদ
) অর্থনৈতিক সমাজিক পরিষদ প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১৮ টি তবে এখন ৫৪ টি
) প্রতি বছর অবসর নেয় ১৮টি সদস্য দেশ।  এবং নতুন ১৮ টি আবার নির্বাচিত হয়।
) অর্থনৈতিক সমাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয় বছরের জন্য।
) Sustainable Development এর ধারণা অবতরণ করেছে :--অর্থনৈতিক সমাজিক পরিষদ
) অর্থনৈতিক সমাজিক পরিষদের "এজেন্ডা ২০৩০ হল:- Youth Talking Action.
জাতিসংঘের  আন্তর্জাতিক আদালত  নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:--
) International Court of Justice এর পূর্বসূরি হল permanent court of International justice (PCIJ) এটি ১৯২২ সালে জাতিপুঞ্জের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল
) আন্তর্জাতিক আদালত প্রথম মহিলা বিচার পতি হলেন :-- রোজালিন হিগিন্স (ব্রিটেন)
) আন্তর্জাতিক আদালত বিচার কার্য শুরু করে ১৯৪৬ সালে।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এস ডি জি) সম্পর্কে :--
) SDG এর পূর্ণরূপ হল:-- Sustainable Development Goals(টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা)
) SDG চূড়ান্তভাবে গৃহীত হয় ২৫-থেকে ২৭ সেপ্টেম্ব ২০১৫ সালে।
) SDG হয়েছে Millennium Development Goals এর মেয়াদ শেষ হবার কারণে।
) SDG এর লক্ষ হল:-- ১৭ টি এছাড়া ৪৭ টি সূচক এবং ১৬৯ টি টার্গেট।
* SDG এর প্রথম  টি  লক্যমাত্রাসমূহ হল:--
) সকল প্রকার দারিদ্র্য দূরীকরণ
) ক্ষুধা দূরীকরণ, খাদ্য নিরাপত্তা অর্জন,  পুষ্টির উন্নয়ন  এবং টেকসই কৃষি ত্বরান্বিতকরণ
) স্বাস্থ্যসম্মত জীবনমান নিশ্চিতকরণ
) ন্যায্যতাভিত্তিক মানসম্পন্ন শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ
) সকল নারী কন্যা শিশুর ক্ষমতায়ন এবং জেন্ডার সমতা অর্জন করা, ইত্যাদি আরো ১২ টি।
  জাতিসংঘের ঘোষিত বর্ষ:--
) আন্তর্জাতিক মানবাধিকার বর্ষ (১৯৬৮ সালে)
) বিশ্ব জনসংখ্যা বর্ষ ( ১৯৭৪ সালে)
) আন্তর্জাতিক আদিবাসী বর্ষ (১৯৯৩ সালে)
) আন্তর্জাতিক খরা মরুকরণ বর্ষ ( ২০০৬ সালে)
) আন্তর্জাতিক বন বর্ষ ( ২০১১)
) আন্তর্জাতিক সমবায় বর্ষ ( ২০১২)
) আন্তর্জাতিক পানি সহযোগিতা বর্ষ( ২০১৩) 
  জাতিসংঘের আয়োজিত সম্মেলন:--
) স্টকহোম সম্মেলন( বিশ্ব পরিবেশ সম্মেলন) হয়েছে:--- ১৯৭২ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে। এই সম্মেলনের মাধ্যমে জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করে। 
) শিশু বিষয়ক শীর্ষ সম্মেলন:-- ১৯৯০ নিউইয়র্কে
) ৪র্থ বিশ্ব নারী সম্মেলন:-- ১৯৯৫ সালে চীনে বেইজিং
) বর্ণবাদ বর্ণবৈষম্য বিরোধী সম্মেলন :--২০০১ সালে দক্ষিন আফ্রিকা
 জাতিসংঘের শান্তিরক্ষী মিশন :--
) জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী গঠিত হয় :-- ১৯৪৮ সালে।
)১৯৪৮ সালে ফিলিস্তিনে  UN truce Supervision Organization (UNTSO) মিশনে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষী বাহিনী পাঠায়
) আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস হল:-- ২৯ মে
) প্রথম নারী শান্তিরক্ষী নিযুক্ত হয় ২০০৭ সালে লাইবেরিয়ায়
) শান্তিরক্ষী নিহতদেন জন্য পদকের নাম হল:- দ্যাগ হ্যামারশোন্ড মেডেল
) প্রথম শান্তিরক্ষী নিহত ব্যক্তির নাম হল:-- রেনে দ্য ল্যাব্রিয়ের (ফ্রান্স) ১৯৪৮ সালে (UNTSO)  জাতিসংঘের প্রথম মিশনে।
) শান্তিরক্ষী মিশনে নিহত সৈন্যদের স্মরণে "পিস মনুমেন্ট" রয়েছে "ঢাকার শেরে বাংলা নগরে"
)শান্তিরক্ষী  মিশনে সর্বাধিক ব্যয় বহনকারী দেশ হল:- যুক্তরাষ্ট্র
)শান্তিরক্ষী মিশনের বর্তমান প্রধান হল:-- হার্ভে ল্যাডসোআস (ফ্রান্স)

জাতিসংঘ সম্পর্কে গুর্ত্বপূর্ণ প্রশ্নত্তর:--
) জাতিসংঘের প্রস্তাব কে ছিলেন? = রুজভেল
) জাতিসংঘ কোন প্রধান উদ্দেশ্যে স্থাপিত হয়?= যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করার জন্য
) জাতীসংঘের উদ্দেশ্য কী?= আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা নিশ্চিত করা,
) কোন সংস্থাটি আন্তর্জাতিক বিরোধের সমাধানের চেষ্টা করে?= জাতিসংঘ
) which organization tries to solution to world problems and disputes? = the United Nations
) আটল্যান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রটিশদের পক্ষে স্বাক্ষর করেন কেকে?= রুজভেল্ট চার্চিল
) দ্বিতীয় মহাযুদ্ধোত্তর কোন সম্মেলনে আমেরিকা, ব্রিটিশ রুশ মিলিত হয়ে যুদ্ধের ফলাফল নির্ধারণ করেন?= তেহেরান
) Yalta conference কবে অনুষ্ঠিত হয়?= ১৯৪৫ সালে।
) ১৯৪৫ সালে জাতিসংঘ সনদ(Charter) কোথায় স্বাক্ষরিত হয়? সানফ্রানসিসকো
১০) জাতিসংঘ সনদ কোন সালে কার্যকরী হয়?= ১৯৪৫ সালে।
১১) কতটি দেশ জাতিসংঘ সনদের মূল স্বাক্ষরকারী?= ৫০ টি।
১২) কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল? = ৫১ টি
১৩) জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য কত ছিল?= ৫১ টি
১৪) জাতিসংঘের সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয়?= পোল্যান্ড
১৫) জাতিসংঘ আত্মপ্রকাশ করে কবে?= ২৪ অক্টোবর ১৯৪৫ সালে।
১৬) In which year United Nations was founded? = 1945
১৭) জাতিসংঘ কোন সালে প্রাতিষ্ঠিত হয়?= ১৯৪৫ সালে।
১৮) জাতিসংঘ দিবস পালিত হয়?= ২৪ অক্টোবর।
১৯) কোন আন্তর্জাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায়?= জাতিসংঘ
২০) জাতিসংঘের পতাকায় কোন গাছের প্রতীক দেখা যায়?= জলপাই
২১) জাতিসংঘের পতাকার রং কি? = হালকা নীল
২২) জাতিসংঘের পতাকায় কোন দু'টি রং আছে?= নীল সাদা
২৩) জলপাই গাছ কিসের প্রতীক? = শান্তির প্রতীক
২৪) জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?= নিউইয়র্ক
২৫) জাতিসংঘের ইউরোপীয় দপ্তর কোথায় অবস্থিত? = জেনেভা
২৬) the number of the official language recognized by the UN Charter is? = 6 language
২৭) জাতিসংঘের সনদ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষার সংখ্যা?= টি ভাষা
২৮) জাতিসংঘের বর্তমানের কয়টি কি কি ভাষায় সরকারি কাজকর্ম চলে? = ৬টি যথা:- ) ইংরেজি ) ফরাসি )চীনা ) রুশ ) স্প্যানিশ ) আরবি
২৯) কোনটি জাতিসংঘের অফিসিয়াল ভাষা?= আরবি
৩০) জাতিসংঘের কার্যকরী ভাষা কোন দুটি?= ইংরেজি ফরাসি
৩১) জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়?= জার্মান ভাষা
৩২)which one of the following is not the official language of United Nations Organizations?= Portuguese
৩৩) নিচের কোনটি জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়?= Portuguese
৩৪) জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র কোনটি? = মোনাকো
৩৫) কোন দেশ পূর্বে জাতিসংঘের সদস্য ছিল বর্তমানে নেই?= তাইওয়ান
৩৬) ইন্দোনেশিয়া কত সালে জাতিসংঘের সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছিল? = ১৯৬৫ সালে।
৩৭) কোন দেশটি জাতিসংঘের সদস্য নয়?= Vatican City
৩৮) Which county from the following is not the member of the United nations = Vatican City
৩৯) জাতিসংঘের সদস্য নয়?= তাইওয়ান
৪০) জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি? = প্যালেস্টাইন
৪১) Wihch of the following is not member Observer Stae of the United Nations? = State of Palestine
৪২) জাতিসংঘের মূল অঙ্গসংস্থা কয়টি?= ৬টি।
৪৩)জাতিসংঘের মোট কয়টি অঙ্গ সংগঠন নিয়ে গঠিত?= ৬টি
৪৪) নিচের কোনটি জাতিসংঘের অঙ্গ সংস্থা? = International Court of Justice(আন্তর্জাতিক আদালত)
৪৫) জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়?= ১৯৪৬ সালে।
৪৬) সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়?= সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
৪৭)UN এর সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়?= সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
৪৮) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ কত জন প্রতিনিধি পাঠাতে পারে?= পাঁচজন
৪৯) কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয়?= নিরাপত্তাপরিষদ
৫০) নয়া অন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়?= ষষ্ঠ।
৫১) জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর আন্তর্জাতিক বর্ণবৈষম্য বাদ বিরোধী দিবস পালন করা হয় কোন তারিখে?= ২১ মার্চ।
৫২) জাতিসংঘের নির্বাহী সংস্থা কোনটি?= Security Council
৫৩) Which one is the executive body of the United Nations? = Security Council
৫৪) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব পর্যায়ক্রমে সদস্যদের মধ্যে আবর্তিত হয়?= প্রতি মাসে
৫৫) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা? = ১৫ টি
৫৬) ১৯৬৫ সালের পূর্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংখ্যা কত ছিল?= ১১টি
৫৭) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা? = টি
৫৮) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য? = China,France, Russian, Federation, UK, and USA
৫৯) কোন দেশেটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?= রাশিয়া
৬০) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুটি স্থায়ী সদস্য দেশ কোন কোন দেশ?= চীন যুক্তরাষ্ট্র
৬১) কোনটি ছাড়া অন্য সকল রাষ্ট্রই জাতিসংঘ নিরাপত্তা স্থায়ী সদস্য?= জাপান
৬২) কোন দেশটি অতীতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এর স্থায়ী ছিল?= USSR
৬৩) কোন রাষ্ট্রটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? = জার্মানি
৬৪) জাতিসংঘের কোন দেশের ভেটো ক্ষমতা নেই? = জার্মানি।
৬৫) ভেটো (Veto) শব্দের অর্থ? = আমি এটা মানি না
৬৬) ভেটো, ক্ষমতা কি? = ভেটো প্রয়োগকারী বিরোধিতা করলে সংখ্যাগরিষ্ঠ ভোটও কার্যকর হয় না
৬৭) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এর স্থায়ী সদস্য নিম্নলিখিত ব্যাপারে Veto প্রয়োগ করতে পারেন?= Non procedural Matters
৬৮) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হন?= বছর
৬৯) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা? = ১০ জন।
৭০) জাতিসংঘের নিরাপত্তা পরিষদেন সদর দপ্তর কোথায় অবস্থিত?= New york
৭১) নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা আছে 'টি সদস্য দেশের? = 5 টি।
৭২) The chairmanship /presidency of UN security Council rotate among the council members? = Every month
৭৩) How many members are there in the UN security council? = 15
৭৪) how many countries are permanent members of the UN security Council (UNSC)?= 5
৭৫) The five permanent members of UN secretary council arec?= China,France, Russian, Federation, UK, and USA

৭৬) All are permanent members of the security council of the UNO except? = Japan
 ৭৭) where is the headquarters of the UN Security Council locate at? = New York
৭৯) The number of the member States of UN security Council having veto power is?= 5
@Economic and Social Council? = ECOSOC
@ESCAP stands for? = Economic  and Social Commission For Asia and the Pacific
@ এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত?= ব্যাংকক
@ ইসিএ (ECA) এর সদর দপ্তর কোথায়? = আদ্দিস আবাবা।
@আন্তর্জাতিক আদালত কোথায়?= হেগ
@ আন্তজার্তিক আদালতের সদর দফতর কোন দেশের অবস্থিত?= সুইজারল্যান্ড
@International Court of Justice is located in?= the Hague
@ আন্তর্জাতিক আদালত এর সদর দপ্তর কোথায় অবস্থিত? = দ্যা হেগে।
@ International Court of Justice has? = 15 judges
@ আন্তর্জাতিক আদালতের বিচারকদের সংখ্যা কত?= ১৫ জন জর্জ
@ আন্তর্জাতিক আদালতের বিচারকগণ কত বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন?= ৯ বছরের জন্য
@ আন্তর্জাতিক আদালতের সভাপতি বা প্রেসিডেন্ট -এর মেয়াদকাল কত বছর?= ৩ বছর
@ Rome Statute 1998 দ্বারা কোন আদালতের সৃষ্টি?= The International Criminal Court
@ আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত সংক্রান্ত চুক্তি কত সালের স্বাক্ষরিত হয়েছিল?= ১৯৯৮ সালে।
@ International Criminal Court Treaty? = 1998
@ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দফতর কোথায় অবস্থিত?= দি হেগ
@ জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?= নিরাপত্তা পরিষদের
@ জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল কত বছর?= ৫ বছর
@ জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিল?= ট্রাইগভেলাই
@ জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক(অধিবাসী)ছিলেন?= নরওয়ে
@ দ্যাগ হ্যামারশোন্ড জাতিসংঘের মহাসচিব ছিলেন।  তিনি তার নাম কিভাবে লিখতেন? = Dag Hammarskjold
@ জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন? = দ্যাগ হ্যাামরশোল্ড
@ ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কে ছিলেন?= উ থান্ট
@ জাতিসংঘের প্রথম এশীয় সেক্রেটারি জেনারেল কোন দেশের নাগরিক ছিলেন?= মায়ানমার
@ জাতিসংঘের প্রথম এশীয় সেক্রেটারি জেনারেল? = U Thant
@ The First Secretary Ggeneral of the United Nations elected from Asia  was? = U Thant
@ জাতিসংঘের সেক্রেটারি জেনারেলদের কোন জন এশিয়া মহাদেশের অধিবাসী? = উ থান্ট
@ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? = উ থান্ট
@ জাতিসংঘের মহাসচিব বুট্টোস ঘালি কোন দেশের নাগরিক? = মিশর
@ কফি আনান জাতিসংঘের কততম মহাসচিব? = ৭ তম
@ কফি আনান আফ্রিকা মহাদেশে থেকে নিয়োগকৃত জাতিসংঘের কততম মহাসচিব? = দ্বিতীয়
@ Kofi Annan was the General Secretary of the United Nations? = 7
@ Ban ki-moon is the ----General Secretary of the the United Nations?= 8
@ জাতিসংঘের অষ্টম মহাসচিবের নাম কি?= বান কি মুন
@ Mr.Ban ki-moon the Secretary General of the UN is a citizen of the Following Countries? = South korea
@ জাতিসংঘের মহাসচিব বান কি মুন কোন দেশের অধিবাসী? = দক্ষিন কুড়িয়া
@বান কি মুন জাতিসংঘের কততম মহাসচিব? = ৮তম
@ How many secretary General of The United Nations were awarded the Noble peace prize? = 2
@ জাতিসংঘের কতজন মহাসচিব শান্তিতে নোবেল পুরস্কার পান?= ২ জন
জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?=  ২৬ জুন ১৯৪৫ সালে স্বাক্ষরিত জয় এবং ২৪ অক্টোবর কার্যকরের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়।
Yalta Conference এর একটি লক্ষ্য ছিল?= জাতিসংঘ প্রতিষ্ঠা
জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? = নিউইয়র্ক
আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কেকে?= রুজভেল্ট ও চার্চিল
জাতিসংঘের সনদ স্বক্ষর সম্মেলনে উপস্থিত না থেকে ও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয়? = পোল্যান্ড
কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?= ৫১ টি দেশ
ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়?= ১৯৪৫ সালে
পি এলও -এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে ১৯৮৮ সনে জাতিসংঘ কোথায় রেজুলেশন গ্রহণ করে? = নিউইয়র্ক
জাতিসংঘ দিবস পালিত হয়? = ২৪ অক্টোবর
জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয়? = সানফ্রানসিসকোতে
বান কি মুন জাতিসংঘের কততম মহাসচিব?  অষ্টম
জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন? = দ্যাগ হ্যামারশোন্ড
জাতিসংঘের ইউরোপীয় দপ্তর কোথায় অবস্থিত?= জেনেভা
কোনটি জাতিসংঘের অফিসিয়াল ভাষা? = আরবি
পৃথিবীতে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত? = ১৯৫ টি
জাতিসংঘের মানব উন্নয়ন রিপোর্ট -এ (২০১৫) কোন দেশ শীর্ষে রয়েছে? = UNDP মতে নরওয়ে
জাতিসংঘ কর্তৃক কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়া হয়?= ১৭ নভেম্বর ১৯৯৯
জাতিসংঘের উদ্দেশ্য কি? = আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা
জাতিসংঘ কোন তারিখে "ফিলিস্তিনি দিবস" পালন করে? = ২৯ নভেম্বর
জাতিসংঘের প্রথম ন্যায়পাল? = প্যাট্রিসিয়া ডুরাই
কোন আন্তর্জাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায়?= জাতিসংঘের
প্রথম জাতিসংঘের উন্নয়ন দশকের মেয়াদকাল ছিল?= ১৯৭১ -১৯৮০
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কততম সিদ্ধান্ত অনুযায়ী ইরাকে অস্ত্র পরিদর্শকদের পাঠানো হয়েছিল? = ১৪৪১
 সর্বজনীন মানবাধিকার ঘোষণা কোন সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়?= ১৯৪৮ সালে
জাতিসংঘ কবে ইরাকের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়?= ২২ মে ২০০৩
জাতিসংঘের মিলেনিয়াম সামিটের প্রথম ঘোষণা কোনটি? = ২০১৫ সালের মধ্যে হত দরিদ্রদের এবং বিশুদ্ধ পানীয় জলের বঞ্চিতদের বর্তমান সংখ্যার অর্ধেক  হ্রাস করণ
নিম্নে কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? = জার্মানি
জাতিসংঘ কোন প্রধান উদ্দেশ্যে স্থাপিত হয়? = যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করার জন্য
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদ লাভকারী বর্তমান এশীয় দেশ? = জাপান
      দ্রষ্টব্য :-১) দক্ষিণ কোরিয়া ছিল:- ২০১৩ -১৪
               ২) মালয়েশিয়া ছিল ২০১৫ -১৬
               ৩) জাপানের সময় কাল হল:- ২০১৬ -২০১৭
Which one of the following is not the official language of United Nations Organization? = Portuguese
The number of official language recognized by the UN Charter is? = 6
Which is not a UN organization? CIRDAP
Where is the head quarter of UN Woman located? = New York
Which one is not a UN organization? = CARE
In which year United Nations was founded? = 1945
জাতিসংঘে প্যালেস্টাইন রাষ্ট্রের পদমর্যাদা কি? = অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র
জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?= ১৯৪৫ সালে
কোনটি জাতিসংঘের সঙ্গে সম্পৃক্ত নয়?= FAO
জাতিসংঘের পতাকায় কোন গাছের প্রতীক দেখা যায়? = জলপাই
জাতিসংঘের সদর দপ্তর কোন শহরে অবস্থিত? = নিউইয়র্ক
সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে কখন জাতিসংঘের সদস্য হয়?= ১০ সেপ্টেম্বর ২০০২
জাতিসংঘের বর্তমান সতস্য সংখ্যা কত? = ১৯৩ টি রাষ্ট্র
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদসৌ কত ছিল?= ৫১ টি
বাংলাদেশ জাতিসংঘের কত তম সদস্য? = ১৩৬ তম
বাংলাদেশ কোন সনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? = ১৯৭৪ সালে
নিরাপত্তা পরিষদের দুটি স্থায়ী সদস্য কোন দেশ? = চীন ও যুক্তরাষ্ট্র
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার দাবিদার কোন দেশটির? = জাপান
জাতিসংঘের ১৯১ তম সদস্য দেশ  কোন দেশটি? = পূর্ব তিমুর
কোন দেশ পূর্বে জাতিসংঘের সদস্য ছিল কিন্তু বর্তমানে নেই? = তাইওয়ান
জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? = দক্ষিণ সুদান
Which of the following is a non - member Observer state of the United Nations? = State of Palestine
The number of UN member countries is? = 193
What was the number of The UN member States in June 2011? = South Sudan got membership in 14 july 2011
জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে? = ২৯ তম
জাতিসংঘের কততম অধিবেশনে ফিলিস্তিনি রাষ্ট্রের সদস্যপদ নিয়ে আলোচনা করা হয়?= ৬৬ তম
কোন দেশ অতি সম্প্রতি ভারতকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্তি পক্ষে জাতিসংঘে প্রস্তাব করেছে?= যুক্তরাষ্ট্র
কোন সনে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?= ১৯৭৪ সনে
কোন দেশ এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন পূর্ণ সদস্য পদের জন্য আবেদন করবে? = ফিলিস্তিন
বাংলাদেশ জাতিসংঘের কত তম সদস্য দেশ?  =  ১৩৬ তম
when did Bangladesh become a member of UNO?  17 September 1974
জাতিসংঘের সদস্য রাষ্ট্র সংখ্যা কয়টি?= ১৯৩ টি
The International Court of Justice is located? = Hague
কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয়?= নিরাপত্তা পরিষদ
কফি আনান আফ্রিকা মহাদেশের থেকে নিয়োগকৃত জাতিসংঘের কততম মহাসচিব? = দ্বিতীয়
জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?= ট্রিগভেলি
বর্তমানে জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক? = দক্ষিণ কোরিয়া
স্থায়ী সালিসী আদালত কোথায় অবস্থিত? = হেগে
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্যরাষ্ট্র সর্বোচ্চ কত জন প্রতিনিধি পাঠাতে পারে?= পাঁচজন
জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন মহাদেশের? = এশিয়া
যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে Uniting for peace resolution গৃহীত হয়েছিল?= কোরীয় যুদ্ধ
১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল?= ১১টি
সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়?= সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?= নিরাপত্তা পরিষদের
জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা? = সচিবালয়
জাতিসংঘের secretary General কে? = বান কি মুন
জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল  কত বছর? = ৫ বছর
জাতিসংঘ মোট কয়টি অঙ্গ সংগঠন নিয়ে গঠিত? = ৬ টি
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?= ৫
নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কয়টি? = ১৫ টি
আন্তর্জাতিক আদালতের সভাপতি মেয়াদকাল কত বছর?= ৩ বছর
বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়? = ১৯৮৬ সালে
জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি? = হুমায়ুন রশীদ চৌধুরী
জাতিসংঘের Security council এর স্থায়ী সদস্য নির্বাচিত হন?= ২ বছরের জন্য
জাতিসংঘের Security council এর স্থায়ী সদস্য নিন্মিলিখিত ব্যাপারে Veto প্রয়োগ করতে পারেন?= Non procedural matters
কোন দেশটি অথীতে UN Security council এর স্থায়ী সদস্য ছিল?= USSR
জাতিসংঘের মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইম কোন দেশের নাগরিক ছিলেন?= অস্ট্রিয়া
জাতিসংঘের অষ্টম মহাসচিবের নাম কি? = বান কি মুন
জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১ তম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? = হুমায়ুন রশীদ চৌধুরী
জাতিসংঘের সাধারণ পরিষদের ৬০ তম অধিবেশন অনুষ্ঠিত হয়?= ২০০৫ সালে
জাতিসংঘের বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভেটো প্রদানকারী রাষ্ট্র? = চীন
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে?= লন্ডন
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এর অস্থায়ী দেশ কতটি?= ১০ টি
বাংলাদেশ কত সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদে নির্বাচিত হয়েছিল?= ১৯৭৮ সালে।
   দ্রষ্টব্য :- বাংলাদেশ দুইবার অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয় যথা:-
                   ১) প্রথম বার ১০ নভেম্বর  ১৯৭৮ -৮০ মেয়াদে
                   ২) দ্বিতীয়বার ১৪ অক্টোবর ১৯৯৯- ২০০১ মেয়াদে।
কফি আনান জাতিসংঘের কততম মহাসচিব? = সপ্তম
১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কে ছিলেন? = উ থান্ট
জাতিসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল ট্রিগভেলি কোন দেশের অধিবাসী? = নরওয়ে
দ্যাগ হ্যামারশোন্ড জাতিসংঘের মহাসচিব ছিলেন। তিনি তার নাম কিভাবে লিখতেন?=   Dof Hammarskjold
জাতিসংঘের মহাসচিব কফি আনান কোন দেশের নাগরিক? = ঘানা
আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোন দেশে অবস্থিত? = নেদারল্যান্ডসে
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদ লাভকারী বর্তমান এশীয় দেশ? = জাপান (২০১৬-২০১৭)
জাতিসংঘের কততম।সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন?= ২৯ তম
জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুন কোন দেশের অধিবাসী? = দক্ষিণ কোরিয়া
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেয়েছিল?= হুমায়ুন রশীদ চৌধুরী
জাতিসংঘের সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে বাংলায় বক্তৃতা করেন?= ২৫ সেপ্টম্বর ১৯৭৪
২০১১ সালে জাতিসংঘের কত তম সাধারণ সভা অনুষ্ঠিত হলো?= ৬২ তম
জাতিসংঘের মহাসচিব বান কি মুন প্রথম যে তারিখে বাংলাদেশে আগমন করেন? = ১ নভেম্বর ২০০৮
বাংলাদেশ কতবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদেন সদসৌ হয়েছে?= ২ বার
On which United nations General Assembly session, tje prime minister Sheikh Hasina got award for attaining Millennium Development Goals? = 62 nd
"মানবাধিকার" বিষয়টি বিশ্বজনীন হয়?= ১৯৪৮ সালে
"সার্বজনীন মানবাধিকার ঘোষণা" কবে গৃহীত হয়?= ১৯৪৮ সালে
নিউইয়র্কে অবস্থিত বর্তমান জাতিসংঘের ভবনটি কত তলা বিশিষ্ট? = ৩৯ তলা
জাতিসংঘের কার্যকরী ভাষা কোন দু'টি? = ইংরেজি ও ফরাসি
১৯৭১ সালের জাতিসংঘের ঘিরে লেখা যে সঙ্গীতটি জাতিসংঘ দিবসে পরিবেশন করা হয় তান গীতিকার কে? = ডব্লিউ এইচ অডেন
The United Nations university কোন শহরে অবস্থিত? = টোকিও
২০০২ সালে জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করেছে কোন দেশটি? = সুইজারল্যান্ড
জাতিসংঘের ১৯২ তম সদস্য হিসেবে গন্য হচ্ছে কোন দেশ?= মন্টিনিগ্রো
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়?= ১৯৪৬ সালে।
জাতিসংঘ কোন তারিখে "ফিলিস্তিনী দিবস" পালন করে?= ২৯ নভেম্বর
নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল?= জাপান
১৯৯৬ থেকে ২০০১ সন পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কত বার ভেটো প্রয়োগ করা হয়?= ৯
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কততম সিদ্ধান্ত অনুযায়ী ইরাকে অস্ত্র পরিদর্শকদের পাঠানো হয়েছিল? = ১৪৪১
জাতিসংঘের কত নম্বর প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্র ভেঙ্গে ইসরাইল গঠিতরহয়েছিল?= ৮১ নং
ESCAP means?= Eeconomic and Social Commission for Asia and the Pacific
জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদর দপ্তর কোথায়? = ব্যাংকক
জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম কী?= ইউনিফেম
IPCC একটি? = জাতিসংঘের পরিবেশবাদী সংস্থা
জাতিসংঘের প্রথম ডেপুটি সেক্রেটারি জেনারেল একজন মহিলা যার নাম"ল্যুই ফ্রেশেট" তিনি কোন দেশের নাগরিক?= কানাডা
কোন মহাসচিব ভিয়েতনাম যুদ্ধ অবসানে মধ্যস্থতা করেন? = পেরেজ দ্য কুয়েলার
হেলসিংকি ঘোষণাপত্র (Helsinki Declaration) কোন সালে স্বাক্ষরিত হয়?= ১৯৯৫ সালে।
শিশু অধিকার বিষয়ক কনভেনশন (UN convention on the Right of the Child) =  ১৯৮৯ সালে।
জাতিসংঘ সমুদ্র আইন (UN convention on the Rights of the sea) কত সালে স্বাক্ষরিত হয়েছিল? = ১৯৮২ সালে
নানী উন্নয়ন ত্বরান্বিত করার জন্যে জাতিসংঘ কত সালে CEDAW প্রাতিষ্ঠিত করে? = ১৯৭৯ সালে
সর্বজনীন মানবাধিকার ঘোষণা কবে গৃহীত হয়?= ১৯৪৮ সালে
জাতিসংঘের ঘোষিত নারীর প্রতি সকল প্রকারের বৈষম্য বিলোপ সনদ কোন তারিখে গৃহীত হয়েছিল? = ১৯৭৯ সালে
কোনটি "নারীর বিরুদ্ধে বৈষম্যের অবসান" সম্পর্কিত সনদ? =  CEDAW
জাতিসংঘের মানব উন্নয়ন রিপোর্ট এ (২০০৫) কোন দেশ শীর্ষে রয়েছে?= নরওয়ে
১৯৯০ দশকে জাতিসংঘের কার্যক্রম কোন ক্ষেত্রে বিশেষভাবে প্রাণিধানযোগ্য?= মানবাধিকার প্রতিষ্ঠায়
ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?= রিওডিজেনিরো
৪র্থ বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?= বেইজিং এ
Earth Summit " held at Rio de janeiro is concerned with? = environment
১৯৯৫ সালে বেইজিং -এ অনুষ্ঠিত বিশ্ব নারী সম্মেলনের মূল শ্লোগান কি ছিল?= নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ
প্রথম বিশ্ব তথ্যসমাজ শীর্ষ সম্মেলন (World Summit on the Information society)  কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?  জেনেভা
মরক্কোর কোন শহরে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের অধিবেশন অনুষ্ঠিত হয়? = রাবাত
জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে কোন দিনটিকে স্বীকৃতি দেয়? = ৮ মার্চ
চতুর্থ LDC সম্মেলন সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে? = ইস্তাম্বুল
জাতিসংঘের মিলিনিয়াম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? = নিউইর্য়ক
বর্ণবাদবিরোধী বিশ্ব সম্মেলন দক্ষিণ আফ্রিকার কোন শহরে অনুষ্ঠিত হয়?= ডারবান
রিও - ডি জেনিরিওতে অনুষ্ঠিত "ধরিত্রী সম্মেলন" এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল?= ১৭৯ টি
দ্বিতীয় ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?= জোহান্সবার্গে
২০০৭ সালের বিশ্ব পরিবেশবাদী সম্মেলন অনুষ্ঠিত হয়? = কিয়োটোয়
জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী প্রথম গঠিত হয়?= ১৯৪৯ সালে
ইরাক - কুয়েত শান্তি মিশনে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর নাম ছিল কি? = UNIKOM
জাতিসংঘের শান্তিরক্ষীদের শিরস্ত্রাণের রং? = নীল
জাতিসংঘের শান্তিরক্ষা কান্যক্রমে বাংলাদেশের অবস্থান? = ১ম
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য সমূহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে কোন সাল পর্যন্ত?  = ২০১৫
জাতিসংঘের " মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল" অনুযায়ী কত সালের মধ্যে বিশ্বের দারিদ্র অর্ধেক কমিয়ে আনতে হবে? = ২০১৫
কত সালে জাতিসংঘের সহস্রাব্দ ঘোষণা পত্র প্রকাশ করা হয়েছিল?= ২০০০
এমডিজির পূর্ণাঙ্গ রূপ? = মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস
বাংলাদেশের ১৫ জন সামরিক অফিসার প্লেন দুর্ঘটনায় কোথায় মারা যান? = বেনিন
জাতিসংঘের  সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি? = হুমায়ুন রশীদ চৌধুরী
জাতিসংঘের সর্বপ্রথম বাংলাদেশের কোন রাষ্ট্রনেতৃবৃন্দ বাংলা ভাষায় ভাষণ দেন?= শেখ মুজিবুর রহমান
in which year Bangladeah was elected as the president of UN General Assembly? = 1986
জাতিসংঘের মহাসচিব বান কি মুন প্রথম কবে বাংলাদেশ' আগমন করে?= ১ নবেম্বর ২০০৮
     বি.দ্র:-- দ্বিতীয় বার আসে ১৩ নভেম্বর ২০১১ সালে।
জাতিসংঘে কোন দেশের সর্বনিম্ন চাঁদার পরিমান কত?= ০.০১%
সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে কখন জাতিসংঘের সদস্য হয়?= ১০ সেপ্টেম্ব ২০০২ সালে।
জাতিসংঘের কার্যকরী ভাষা কোন দুটি? = ইংরেজি ও ফরাসি
জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিক দের বলা হয়? = অ্যাম্বাসেডর
নিম্নের কে জাতিসংঘের প্রথম নারী ন্যায়পাল? = প্যাটিসিয়া ডুরাইসাই
এজেন্ডা -২১ কোন বিশ্ব সংস্থা গ্রহণ করে? = জাতিসংঘের
যে দু'টি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে ২০০৯ সনের সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৪ তম অধিবেশনের শুরু হয়?= জলবায়ু পরিবর্তন ও আণবিক অস্ত্র বিস্তার
আন্তর্জাতিক আদালতে কোন দুটি দেশ প্রথম মামলা করেছিল? = যুক্তরাজ্য ও আলবেনিয়া
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস --এর মোট লক্ষ্য ছিল? = ৮ টি
MDG এর অন্যতম লক্ষ্য কী? = ক্ষুধা ও দারিদ্র দূর করা
এসডিজি এর লক্ষ্য ----টি? = ১৭ টি
 sustainable Development Goals (SDG) এর সময়কাল কত?= ২০১৬ - ২০৩০
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ২০১০ এ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা MDG বাস্তবায়নে কোন বিষয়ে বাংলাদেশ অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রদত্ত পুরস্কার পায়?= শিশু মৃত্যুহার কমানোর জন্য।
১৯৭৬ সালে নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল?= জাপান
বাংলাদেশ থেকে জাতিসংঘের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছে?= হুমায়ুন রশীদ চৌধুরী
জাতিসংঘের নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি? = মাসুদ বিন মোমেন
ইরাক -ইরান যুদ্ধবিরতি তদারকীতে অংশগ্রহণকারী জাতিসংঘের বাহিনীর সংক্ষিপ্ত নাম কী?= UNIINOG
জাতিসংঘের শান্তিরক্ষীদের শিরস্ত্রোণের রং?= নীল
UNPROFOR নামের জাতিসংঘের শান্তিরক্ষীদের কোন দেশের নিয়োগ করা হয়েছিল? = বসনিয়া - হার্জেগোভিনায়া
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কোন দেশের সদস্য সংখ্যা সবচেয়ে বেশি?= বাংলাদেশর
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রথম গঠিত হয়?= ১৯৪৮ সালে।